আসাদুজ্জামান রিপন, নরসিংদী
নরসিংদীতে অব্যাহতভাবে গোখাদ্যের দাম বাড়ায় উৎপাদন খরচ বৃদ্ধি ও লোকসানের আশঙ্কায় কমেছে কোরবানির গরু মোটাতাজাকরণ খামারের সংখ্যা। জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এ বছর জেলায় ৮ হাজার খামারি গরু মোটাতাজা করছেন। গত বছর এই খামারির সংখ্যা ছিল ১০ হাজার। তবে খামারির সংখ্যা কমলেও চাহিদার বেশি কোরবানির পশু প্রস্তুত হয়েছে বলে দাবি জেলা প্রাণিসম্পদ বিভাগের।
জেলার বিভিন্ন এলাকার খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোরবানির হাটে দেশি পদ্ধতিতে লালন-পালন করা গরুর চাহিদা বেশি। তুলনামূলকভাবে লাভজনক হওয়ায় গরু মোটাতাজাকরণ করে কোরবানির হাটে বিক্রিতে খামারিদের আগ্রহ বেশি।
লাভের আশায় প্রতিবছর ৬ থেকে ১০ মাস আগে থেকে স্থানীয় পশুর হাটসহ দেশের বিভিন্ন জেলা থেকে গরু কিনে মোটাতাজাকরণে লালন-পালন শুরু করেন তাঁরা। এসব গরু মোটাতাজাকরণে কোনো প্রকার ক্ষতিকর ওষুধ ব্যবহার না করে ঘাস, খড়, খইল, কুড়া, ভুসিসহ দেশি সব খাবার খাওয়ানো হয়। জেলার চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানেও এসব পশুর চাহিদা বেশি। তবে কখনো কখনো দেশের বাইরে থেকে গরু আমদানির কারণে লোকসানের মুখেও পড়তে হয় তাঁদের।
খামারিরা জানান, চলতি বছর পশুখাদ্যের দাম ও শ্রমিকের মজুরিসহ অন্যান্য খরচ অনেক বেড়েছে। তাই গরু লালন-পালনে খরচ বেড়েছে কয়েক গুণ। এ জন্য অনেকেই এবার গরু মোটাতাজাকরণে আগ্রহ হারিয়ে ফেলেন। তাই জেলাজুড়ে কমেছে গরু মোটাতাজাকরণ খামারের সংখ্যা। বাড়তি ব্যয়ে যাঁরা এ বছর খামার পরিচালনা করছেন, তাঁদেরও আশঙ্কা দেশের বাইরে থেকে গরু আমদানি করা হলে লোকসানের মুখে পড়তে হবে।
শিবপুর উপজেলার ইটাখোলা এলাকার খামারি কিবরিয়া গাজী বলেন, ‘প্রায় প্রতিবছরই গরু লালন-পালনে লোকসান গুনতে হয়। এ বছরও গোখাদ্যের দাম মাত্রাতিরিক্ত বেড়েছে। প্রতিবছর ৮০ থেকে ৯০টি গরু লালন-পালন করে থাকি। এ বছর খাদ্যের দাম বাড়ার কারণে লোকসানের আশঙ্কায় ৩০টি গরু লালন-পালন করছি।’
পলাশ উপজেলার ডাঙ্গা এলাকার একটি খামারের ব্যবস্থাপক মামুনুর রশীদ সুমন বলেন, ‘আশানুরূপ লাভের জন্যই এ বছর ১৫০টি গরু মোটাতাজা করা হচ্ছে। গোখাদ্যের দাম বাড়ায় বেড়েছে লালন-পালন খরচ।’
একই এলাকার আরেক খামারি আহাম্মদ মিয়া বলেন, ‘এ বছর বাড়তি খরচ হলেও যদি দেশের বাইরে থেকে গরু আমদানি না হয়, তাহলে লাভবান হওয়ার আশা করছি।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাবিবুর রহমান খান বলেন, ‘গত বছর ১০ হাজার খামারি থাকলেও এ বছর ৮ হাজার খামারি দেশি পদ্ধতিতে প্রায় ৬৫ হাজার পশু মোটাতাজা করছেন। এর বিপরীতে জেলার চাহিদা রয়েছে ৫৬ হাজার পশু। পশু মোটাতাজাকরণে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধে মাঠপর্যায়ে তদারকি করা হচ্ছে। খামারিদের লাভের হার কম হলেও তাঁরা নিশ্চিত লাভবান হবেন।’
নরসিংদীতে অব্যাহতভাবে গোখাদ্যের দাম বাড়ায় উৎপাদন খরচ বৃদ্ধি ও লোকসানের আশঙ্কায় কমেছে কোরবানির গরু মোটাতাজাকরণ খামারের সংখ্যা। জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এ বছর জেলায় ৮ হাজার খামারি গরু মোটাতাজা করছেন। গত বছর এই খামারির সংখ্যা ছিল ১০ হাজার। তবে খামারির সংখ্যা কমলেও চাহিদার বেশি কোরবানির পশু প্রস্তুত হয়েছে বলে দাবি জেলা প্রাণিসম্পদ বিভাগের।
জেলার বিভিন্ন এলাকার খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোরবানির হাটে দেশি পদ্ধতিতে লালন-পালন করা গরুর চাহিদা বেশি। তুলনামূলকভাবে লাভজনক হওয়ায় গরু মোটাতাজাকরণ করে কোরবানির হাটে বিক্রিতে খামারিদের আগ্রহ বেশি।
লাভের আশায় প্রতিবছর ৬ থেকে ১০ মাস আগে থেকে স্থানীয় পশুর হাটসহ দেশের বিভিন্ন জেলা থেকে গরু কিনে মোটাতাজাকরণে লালন-পালন শুরু করেন তাঁরা। এসব গরু মোটাতাজাকরণে কোনো প্রকার ক্ষতিকর ওষুধ ব্যবহার না করে ঘাস, খড়, খইল, কুড়া, ভুসিসহ দেশি সব খাবার খাওয়ানো হয়। জেলার চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানেও এসব পশুর চাহিদা বেশি। তবে কখনো কখনো দেশের বাইরে থেকে গরু আমদানির কারণে লোকসানের মুখেও পড়তে হয় তাঁদের।
খামারিরা জানান, চলতি বছর পশুখাদ্যের দাম ও শ্রমিকের মজুরিসহ অন্যান্য খরচ অনেক বেড়েছে। তাই গরু লালন-পালনে খরচ বেড়েছে কয়েক গুণ। এ জন্য অনেকেই এবার গরু মোটাতাজাকরণে আগ্রহ হারিয়ে ফেলেন। তাই জেলাজুড়ে কমেছে গরু মোটাতাজাকরণ খামারের সংখ্যা। বাড়তি ব্যয়ে যাঁরা এ বছর খামার পরিচালনা করছেন, তাঁদেরও আশঙ্কা দেশের বাইরে থেকে গরু আমদানি করা হলে লোকসানের মুখে পড়তে হবে।
শিবপুর উপজেলার ইটাখোলা এলাকার খামারি কিবরিয়া গাজী বলেন, ‘প্রায় প্রতিবছরই গরু লালন-পালনে লোকসান গুনতে হয়। এ বছরও গোখাদ্যের দাম মাত্রাতিরিক্ত বেড়েছে। প্রতিবছর ৮০ থেকে ৯০টি গরু লালন-পালন করে থাকি। এ বছর খাদ্যের দাম বাড়ার কারণে লোকসানের আশঙ্কায় ৩০টি গরু লালন-পালন করছি।’
পলাশ উপজেলার ডাঙ্গা এলাকার একটি খামারের ব্যবস্থাপক মামুনুর রশীদ সুমন বলেন, ‘আশানুরূপ লাভের জন্যই এ বছর ১৫০টি গরু মোটাতাজা করা হচ্ছে। গোখাদ্যের দাম বাড়ায় বেড়েছে লালন-পালন খরচ।’
একই এলাকার আরেক খামারি আহাম্মদ মিয়া বলেন, ‘এ বছর বাড়তি খরচ হলেও যদি দেশের বাইরে থেকে গরু আমদানি না হয়, তাহলে লাভবান হওয়ার আশা করছি।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাবিবুর রহমান খান বলেন, ‘গত বছর ১০ হাজার খামারি থাকলেও এ বছর ৮ হাজার খামারি দেশি পদ্ধতিতে প্রায় ৬৫ হাজার পশু মোটাতাজা করছেন। এর বিপরীতে জেলার চাহিদা রয়েছে ৫৬ হাজার পশু। পশু মোটাতাজাকরণে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধে মাঠপর্যায়ে তদারকি করা হচ্ছে। খামারিদের লাভের হার কম হলেও তাঁরা নিশ্চিত লাভবান হবেন।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে