ভাঙা সেতুর ওপরে গাছ দিয়ে পারাপার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২২, ০৬: ৫২
আপডেট : ০৫ মার্চ ২০২২, ১১: ২৬

মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের নিউমার্কেট বাজার সংলগ্ন লেবুবুনিয়া খালের ওপর দুই যুগ আগে নির্মাণ করা সেতুটি ভেঙে গেছে। এর ওপর গাছ ফেলে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিন দেখা গেছে, সেতুটির ক্রস অ্যাঙ্গেল মরিচা ধরে নড়বড়ে ও কাত হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সিমেন্টের ঢালাই দেওয়া স্লিপারগুলো বহু আগেই ভেঙে পড়েছে। এলাকাবাসী গাছ ফেলে সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাওয়া-আসা করছেন।

এলাকাবাসী জানায়, সেতুর উত্তর পাড়ের অংশটি ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সে রোগী আনা নেওয়ার ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয় বাসিন্দা মোশারেফ হোসেন খান বলেন, সেতুটি দিয়ে কিসমত ঝাটিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেবুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বাজিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলে আসা-যাওয়া করে। এ ছাড়াও মাধবখালী ইউনিয়নের লেবুবুনিয়া, কিসমত ঝাটিবুনিয়া, উত্তর ঝাটিবুনিয়া গ্রামের হাজার হাজার মানুষ সেতু দিয়ে চলাচল করছেন।

ইউপি সদস্য মোল্লা মারুফ হোসেন বলেন, সেতুটি জনগুরুত্বপূর্ণ। শিগগিরই ওখানে একটি নতুন সেতু নির্মাণ করা প্রয়োজন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মির্জাগঞ্জ উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আজিজুর রহমান বলেন, ‘মির্জাগঞ্জ উপজেলায় আমি অতিরিক্ত দায়িত্বে আছি। আগামীকাল রোববার সেতুটির বিষয়ে খোঁজ নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত