নাজিম আল শমষের, ঢাকা
জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল মিলনায়তনে উঠেই কেড়ে নিলেন দর্শকের নজর। সুঠাম শরীরের সঙ্গে মাথায় প্রাচীন মিসরীয়দের মতো ‘ড্রেডলক’ স্টাইলের চুলের বিনুনি। শারীরিক কসরতেও তিনি সেরা। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক আঙিনাতেও পেয়েছেন সাফল্য। গত পরশু বৃহস্পতিবার মঞ্চে ছিলেন আরও পাঁচ নারী প্রতিযোগী। কিন্তু সেরা হতে হলে যে ছোটখাটো বিষয়েও যে নজর দেওয়া জরুরি, সে প্রমাণ আবারও রেখে দ্বিতীয়বারের মতো জাতীয় প্রতিযোগিতায় সেরা মাকসুদা আক্তার।
‘যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন’—কথাটার যথার্থ উদাহরণ হতে পারেন মাকসুদা। একেক প্রতিযোগিতায় তাঁর চুলের স্টাইলও একেক রকম। চুলের ধরন পাল্টানোর রহস্য খোলাসা করেছেন মাকসুদা, ‘পারফরম্যান্সের সময় উপস্থাপন এক বড় বিষয়। আন্তর্জাতিক বডি বিল্ডারদের নিজস্ব একটা স্টাইল থাকে। আমাদের দেশে ছোট ছোট বিষয়গুলোকে অনেক সময় গুরুত্ব দেওয়া হয় না, আমি চেষ্টা করছি, এসব বিষয় সামনে আনতে।’
বডি বিল্ডারদের জীবনে নিয়মমাফিক খাদ্যাভ্যাস এক জরুরি অনুষঙ্গ। সকাল থেকে নিয়ম মেনে শুরু হয় মাকসুদার প্রতিটি দিন। দিনে যে পাঁচ থেকে ছয়বার খাবার খান; তালিকায় থাকে সাধারণত ভাত, সিদ্ধ মাছ কিংবা মুরগি। অধিকাংশ সময় নিজের খাবার নিজেই তৈরি করেন মাকসুদা। তবে সামনে প্রতিযোগিতা থাকলে পাল্টে যায় খাবারের ধরন।
বডি বিল্ডিং দিয়ে আলোচনায় এসেছেন মাকসুদা। বিষয়টি যে বেশ উপভোগ করছেন। বললেন, ‘মানুষ আসলে নতুনত্ব চায়। আমাদের দেশে আসলে শরীর গঠনের ইন্ডাস্ট্রি নেই। এমনকি দেশে যে এত বিজ্ঞাপন হচ্ছে, সিনেমা হচ্ছে, দেখলাম না কেউ শরীর গঠন নিয়ে খুব বেশি আগ্রহী। এই জগৎটা সম্পূর্ণ আলাদা। আমি চাই, এ নিয়ে কাজ করতে।’
শরীর গঠন বা বডি বিল্ডিং শুধু ছেলেদের জন্য, এই প্রথা ভেঙে বাংলাদেশের নারীরাও ধীরে ধীরে মনোযোগী হচ্ছেন খেলাটির দিকে। ইচ্ছা আর আগ্রহ থাকলে যে বডি বিল্ডিং দিয়ে খ্যাতিও আনা সম্ভব, সেটির বড় উদাহরণ এখন মাকসুদা। ২০১৭ সালে শরীরচর্চা শুরু হলেও তিনি পুরোদস্তুর বডি বিল্ডিং শুরু করেছেন ২০১৯ সাল থেকে। বড় ভাই নাসিমুল হক লিটন বডি বিল্ডিং ফেডারেশনের একজন বিচারক। ভাইয়ের উৎসাহেই এ পথে আসা মাকসুদার। বর্তমানে কাজ করছেন ফিউচার ফিটনেস জিমের সিনিয়র ট্রেনার হিসেবে। পাশাপাশি মনোযোগ দিয়েছেন নারীদের জন্য বিশেষায়িত জিম গড়ে তোলার কাজে। চান বিশ্ববিদ্যালয় থেকেই গড়ে উঠুক শরীরচর্যার অভ্যাস, তাতে মাদক থেকে দূরে থাকবে যুবসমাজ।
নিজ পরিবার থেকে সমর্থন পেয়েছেন বলে পথটা খুব বেশি হয়তো চ্যালেঞ্জিং ছিল না মাকসুদার। কিন্তু বাংলাদেশের অনেক নারীর জন্যই পথটা কণ্টকাকীর্ণ। তাদের জন্য মাকসুদার বার্তা, ‘দেশের অনেক প্রত্যন্ত এলাকায় গিয়েছি, দেখেছি মেয়েরা বোরকা পরেও জিমে আসে। তাদের যে আগ্রহ নেই, তা নয়। তারা কটু কথারও শিকার হচ্ছেন। কিন্তু প্রতিবাদ করা শিখতে হবে। বডি বিল্ডিংয়ে শরীরের পাশাপাশি মনের আত্মবিশ্বাসটাও তৈরি হয়। মনে রাখতে হবে, ভালো কাজেই এগোচ্ছি। মানুষের বাজে কথা কীভাবে সামলাতে হয়, সেটাও শেখার আছে।’
জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল মিলনায়তনে উঠেই কেড়ে নিলেন দর্শকের নজর। সুঠাম শরীরের সঙ্গে মাথায় প্রাচীন মিসরীয়দের মতো ‘ড্রেডলক’ স্টাইলের চুলের বিনুনি। শারীরিক কসরতেও তিনি সেরা। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক আঙিনাতেও পেয়েছেন সাফল্য। গত পরশু বৃহস্পতিবার মঞ্চে ছিলেন আরও পাঁচ নারী প্রতিযোগী। কিন্তু সেরা হতে হলে যে ছোটখাটো বিষয়েও যে নজর দেওয়া জরুরি, সে প্রমাণ আবারও রেখে দ্বিতীয়বারের মতো জাতীয় প্রতিযোগিতায় সেরা মাকসুদা আক্তার।
‘যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন’—কথাটার যথার্থ উদাহরণ হতে পারেন মাকসুদা। একেক প্রতিযোগিতায় তাঁর চুলের স্টাইলও একেক রকম। চুলের ধরন পাল্টানোর রহস্য খোলাসা করেছেন মাকসুদা, ‘পারফরম্যান্সের সময় উপস্থাপন এক বড় বিষয়। আন্তর্জাতিক বডি বিল্ডারদের নিজস্ব একটা স্টাইল থাকে। আমাদের দেশে ছোট ছোট বিষয়গুলোকে অনেক সময় গুরুত্ব দেওয়া হয় না, আমি চেষ্টা করছি, এসব বিষয় সামনে আনতে।’
বডি বিল্ডারদের জীবনে নিয়মমাফিক খাদ্যাভ্যাস এক জরুরি অনুষঙ্গ। সকাল থেকে নিয়ম মেনে শুরু হয় মাকসুদার প্রতিটি দিন। দিনে যে পাঁচ থেকে ছয়বার খাবার খান; তালিকায় থাকে সাধারণত ভাত, সিদ্ধ মাছ কিংবা মুরগি। অধিকাংশ সময় নিজের খাবার নিজেই তৈরি করেন মাকসুদা। তবে সামনে প্রতিযোগিতা থাকলে পাল্টে যায় খাবারের ধরন।
বডি বিল্ডিং দিয়ে আলোচনায় এসেছেন মাকসুদা। বিষয়টি যে বেশ উপভোগ করছেন। বললেন, ‘মানুষ আসলে নতুনত্ব চায়। আমাদের দেশে আসলে শরীর গঠনের ইন্ডাস্ট্রি নেই। এমনকি দেশে যে এত বিজ্ঞাপন হচ্ছে, সিনেমা হচ্ছে, দেখলাম না কেউ শরীর গঠন নিয়ে খুব বেশি আগ্রহী। এই জগৎটা সম্পূর্ণ আলাদা। আমি চাই, এ নিয়ে কাজ করতে।’
শরীর গঠন বা বডি বিল্ডিং শুধু ছেলেদের জন্য, এই প্রথা ভেঙে বাংলাদেশের নারীরাও ধীরে ধীরে মনোযোগী হচ্ছেন খেলাটির দিকে। ইচ্ছা আর আগ্রহ থাকলে যে বডি বিল্ডিং দিয়ে খ্যাতিও আনা সম্ভব, সেটির বড় উদাহরণ এখন মাকসুদা। ২০১৭ সালে শরীরচর্চা শুরু হলেও তিনি পুরোদস্তুর বডি বিল্ডিং শুরু করেছেন ২০১৯ সাল থেকে। বড় ভাই নাসিমুল হক লিটন বডি বিল্ডিং ফেডারেশনের একজন বিচারক। ভাইয়ের উৎসাহেই এ পথে আসা মাকসুদার। বর্তমানে কাজ করছেন ফিউচার ফিটনেস জিমের সিনিয়র ট্রেনার হিসেবে। পাশাপাশি মনোযোগ দিয়েছেন নারীদের জন্য বিশেষায়িত জিম গড়ে তোলার কাজে। চান বিশ্ববিদ্যালয় থেকেই গড়ে উঠুক শরীরচর্যার অভ্যাস, তাতে মাদক থেকে দূরে থাকবে যুবসমাজ।
নিজ পরিবার থেকে সমর্থন পেয়েছেন বলে পথটা খুব বেশি হয়তো চ্যালেঞ্জিং ছিল না মাকসুদার। কিন্তু বাংলাদেশের অনেক নারীর জন্যই পথটা কণ্টকাকীর্ণ। তাদের জন্য মাকসুদার বার্তা, ‘দেশের অনেক প্রত্যন্ত এলাকায় গিয়েছি, দেখেছি মেয়েরা বোরকা পরেও জিমে আসে। তাদের যে আগ্রহ নেই, তা নয়। তারা কটু কথারও শিকার হচ্ছেন। কিন্তু প্রতিবাদ করা শিখতে হবে। বডি বিল্ডিংয়ে শরীরের পাশাপাশি মনের আত্মবিশ্বাসটাও তৈরি হয়। মনে রাখতে হবে, ভালো কাজেই এগোচ্ছি। মানুষের বাজে কথা কীভাবে সামলাতে হয়, সেটাও শেখার আছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে