পুলিশ-চোরাকারবারি গুলি বিনিময়, ১০ জন আটক

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১২: ০৯
Thumbnail image

পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে বালিয়াডাঙ্গী থানা-পুলিশের সঙ্গে সংঘবদ্ধ চোরাকারবারি চক্রের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। অভিযানে পুলিশ একজন ভারতীয় নাগরিকসহ ১০ চোরাকারবারিকে আটক করেছে। গত সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তাঁদের কাছ থেকে একটি রিভলবার, একটি মাইক্রোবাস ও ৩২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটোয়ারী থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী (উদয়পুর) গ্রামের দেলোয়ার হোসেন, হরিণমারী (ছোট নয়াপাড়া) গ্রামের আব্দুর রাজ্জাক, গোয়ালতলী (পালপাড়া) গ্রামের বিকাশ পাল, যুগীহার গ্রামের জাকির হোসেন, হজরত আলী, কালিবাড়ী গ্রামের মনিরুল ইসলাম, বালিডাঙ্গীর বড়বাড়ি ইউনিয়নের কেরিয়াতি গ্রামের নাসিরুল ইসলাম, কোটপাড়া গ্রামের বিষ্ণু পাল, পশিরুল ইসলাম ও ভারতীয় নাগরিক গফুর আলম।

জানা যায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা এলাকা থেকে একটি মাইক্রোবাস ও একটি থ্রিহুইলারযোগে অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার দিকে যাচ্ছে চোরাকারবারিরা-গোপন সূত্রে এমন খবর পায় পুলিশ। পরে রানীশংকৈল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশ সোমবার রাত ৯টার দিকে অভিযান চালায়। আটোয়ারী উপজেলার লক্ষ্মীথান নামক সীমান্ত এলাকায় পৌঁছালে একপর্যায়ে চোরাকারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ৬ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোড়ে। একটি মাইক্রোবাস জব্দের পাশাপাশি ১০ জনকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় দুই রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার গান ও ৩২টি ইয়াবা। পরে বালিয়াডাঙ্গী পুলিশ আটক ব্যক্তিদের আটোয়ারী থানায় সোপর্দ করেন। পুলিশ বাদী হয়ে পৃথক তিনটি মামলা করে।

আটোয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার (গতকাল) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অস্ত্র, মাদক ও অনুপ্রবেশের বিষয়ে পৃথক তিনটি মামলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত