নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পোশাককর্মী তরুণীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ব্যবহৃত বাস ব্যবহার করে নানা ধরনের অপরাধ করা হয়েছে। পুলিশ ওই গাড়িচালক ও তাঁর সহকারীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে বিষয়টি নিশ্চিত হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধর্ষণচেষ্টার ঘটনার তিন দিন পর গত ২২ মে রাত সোয়া ১টার দিকে এক ব্যক্তির কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে তাঁরা খুলশী এলাকায় ফেলে দেন। বৈদ্যুতিক দোকানের ওই কর্মচারী কাজ শেষে অলংকার মোড়ে ওই বাসে ওঠেন ভাটিয়ারি যাওয়ার জন্য। বাসে কোনো সাধারণ যাত্রী ছিল না। চালকসহ যে চারজন ছিলেন সবাই ছিলেন ছিনতাইকারী। বাসটি এ কে খানের দিকে যেতেই ছিনতাইকারীরা ওই যাত্রীকে বেদম মারধর করে তাঁর কাছে থাকা ১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন।
পরে খুলশী থানার সেগুনবাগান এলাকায় অজ্ঞান অবস্থায় ওই ব্যক্তিকে নামিয়ে দেন তাঁরা। পরে ওই ব্যক্তি সুস্থ হয়ে পুলিশকে জানালে পাহাড়তলী থানা-পুলিশ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে এবং ছিনতাই করা মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে।
পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) শাহাদৎ হুসেন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, দুটি ঘটনায় জড়িত ছিল একই বাস। বাসটির সামনের নম্বর প্লেট এমনভাবে বাম্পারের আড়ালে লুকানো ছিল যাতে সিসিটিভি ফুটেজে দেখা না যায়। বাসটি একাধিক অপরাধে জড়িত।’
পুলিশের এ কর্মকর্তা রাতে গণপরিবহনে ভ্রমণ করার সময় বাস, সিএনজিচালিত অটোরিকশা, টেম্পোর সামনে-পেছনে পরিষ্কারভাবে নিবন্ধন নম্বর লেখা আছে কিনা দেখে নিতে যাত্রীদের পরামর্শ দেন। পাশাপাশি অটোরিকশার ক্ষেত্রে ‘আমার গাড়ি নিরাপদ’ স্টিকার আছে কিনা তা দেখে নিতে বলেন। নিরাপত্তার অংশ হিসেবে গাড়ির নিবন্ধন নম্বরটির ছবি তুলে বা এসএমএস করে কাউকে পাঠিয়ে রাখার পরামর্শও দেন এ পুলিশ কর্মকর্তা।
গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে পুলিশের পক্ষ থেকে গণপরিবহনের মালিক ও চালকদের যানবাহনের সামনে-পেছনের নম্বর প্লেট সুস্পষ্টভাবে প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে। না হলে অস্পষ্ট নম্বর প্লেটযুক্ত যানবাহনের মালিকেরা সংঘটিত অপরাধের প্রশ্রয়দাতা হিসেবে বিবেচিত হবেন বলেও হুঁশিয়ার করা হয়। পাশাপাশি নম্বর প্লেট সুস্পষ্টভাবে প্রদর্শিত না হলে মালিক-চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।
গত ১৯ মে রাতে এক পোশাককর্মী তরুণী কাজ শেষে বাসে করে বাসায় ফিরছিলেন। সব যাত্রী গন্তব্যে নেমে গেলে বাসচালক আনোয়ার হোসেন তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে তরুণী তাঁকে ঘুষি মেরে লাফ দিয়ে নেমে যান। এ ঘটনায় মামলা হলে বাসচালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করা হয়।
পোশাককর্মী তরুণীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ব্যবহৃত বাস ব্যবহার করে নানা ধরনের অপরাধ করা হয়েছে। পুলিশ ওই গাড়িচালক ও তাঁর সহকারীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে বিষয়টি নিশ্চিত হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধর্ষণচেষ্টার ঘটনার তিন দিন পর গত ২২ মে রাত সোয়া ১টার দিকে এক ব্যক্তির কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে তাঁরা খুলশী এলাকায় ফেলে দেন। বৈদ্যুতিক দোকানের ওই কর্মচারী কাজ শেষে অলংকার মোড়ে ওই বাসে ওঠেন ভাটিয়ারি যাওয়ার জন্য। বাসে কোনো সাধারণ যাত্রী ছিল না। চালকসহ যে চারজন ছিলেন সবাই ছিলেন ছিনতাইকারী। বাসটি এ কে খানের দিকে যেতেই ছিনতাইকারীরা ওই যাত্রীকে বেদম মারধর করে তাঁর কাছে থাকা ১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন।
পরে খুলশী থানার সেগুনবাগান এলাকায় অজ্ঞান অবস্থায় ওই ব্যক্তিকে নামিয়ে দেন তাঁরা। পরে ওই ব্যক্তি সুস্থ হয়ে পুলিশকে জানালে পাহাড়তলী থানা-পুলিশ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে এবং ছিনতাই করা মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে।
পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) শাহাদৎ হুসেন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, দুটি ঘটনায় জড়িত ছিল একই বাস। বাসটির সামনের নম্বর প্লেট এমনভাবে বাম্পারের আড়ালে লুকানো ছিল যাতে সিসিটিভি ফুটেজে দেখা না যায়। বাসটি একাধিক অপরাধে জড়িত।’
পুলিশের এ কর্মকর্তা রাতে গণপরিবহনে ভ্রমণ করার সময় বাস, সিএনজিচালিত অটোরিকশা, টেম্পোর সামনে-পেছনে পরিষ্কারভাবে নিবন্ধন নম্বর লেখা আছে কিনা দেখে নিতে যাত্রীদের পরামর্শ দেন। পাশাপাশি অটোরিকশার ক্ষেত্রে ‘আমার গাড়ি নিরাপদ’ স্টিকার আছে কিনা তা দেখে নিতে বলেন। নিরাপত্তার অংশ হিসেবে গাড়ির নিবন্ধন নম্বরটির ছবি তুলে বা এসএমএস করে কাউকে পাঠিয়ে রাখার পরামর্শও দেন এ পুলিশ কর্মকর্তা।
গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে পুলিশের পক্ষ থেকে গণপরিবহনের মালিক ও চালকদের যানবাহনের সামনে-পেছনের নম্বর প্লেট সুস্পষ্টভাবে প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে। না হলে অস্পষ্ট নম্বর প্লেটযুক্ত যানবাহনের মালিকেরা সংঘটিত অপরাধের প্রশ্রয়দাতা হিসেবে বিবেচিত হবেন বলেও হুঁশিয়ার করা হয়। পাশাপাশি নম্বর প্লেট সুস্পষ্টভাবে প্রদর্শিত না হলে মালিক-চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।
গত ১৯ মে রাতে এক পোশাককর্মী তরুণী কাজ শেষে বাসে করে বাসায় ফিরছিলেন। সব যাত্রী গন্তব্যে নেমে গেলে বাসচালক আনোয়ার হোসেন তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে তরুণী তাঁকে ঘুষি মেরে লাফ দিয়ে নেমে যান। এ ঘটনায় মামলা হলে বাসচালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে