Ajker Patrika

কেন্দুয়ায় সংঘর্ষে নিহত ১

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১৫: ০১
কেন্দুয়ায় সংঘর্ষে নিহত ১

নেত্রকোনার কেন্দুয়ায় বৃষ্টির পানি গড়িয়ে পুকুরে পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাবুল দত্ত (৫৫) নামে এক ব্যক্তি নিহত এবং নারীসহ আরও অন্তত চারজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে এই সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামের বাবুল দত্ত ও তাঁর ভাই রঞ্জিত দত্তের সঙ্গে প্রতিবেশী সুবল দাসের পরিবারের বিরোধ ছিল। বাবুলদের পুনঃখনন করা একটি পুকুরে সুবলদের বাড়ির বৃষ্টির পানি গড়িয়ে পড়ার ঘটনায় বিরোধের সূত্রপাত। এ অবস্থায় সুবলদের বাড়ির বৃষ্টির পানির গড়িয়ে পড়ার কারণে বাবুলদের চাষ করা পুকুরের মাছের ক্ষতির আশঙ্কা দেখা দেয়। এ নিয়ে বুধবার দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়।

তবে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য গতকাল বৃহস্পতিবার সকালে দুই পক্ষকে নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের বল্লমের আঘাতে বাবুল দত্ত গুরুতর আহত হন। এ ছাড়া হামলায় বাবুলের স্ত্রী চায়না রানী দত্ত (৪৫), ভাই রঞ্জিত দত্ত (৪৫), রঞ্জিতের স্ত্রী তৃপ্তি রানী দত্ত (৪০) ও ছেলে সাগর দত্তও (৩৬) আহত হন। পরে তাঁদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক বাবুল দত্তকে মৃত ঘোষণা করেন। এরপর দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য লাশটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে সংঘর্ষে হতাহতের খবর পেয়ে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত