অর্চি হক, ঢাকা
বসন্ত এসে গেছে!
শাহবাগ মোড় থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমি প্রাঙ্গণ, সবখানে হলুদ আর বাসন্তী রঙের ছড়াছড়ি। আজ বসন্তের প্রথম দিন। কিন্তু গতকাল সোমবার থেকেই বইমেলায় আসা পাঠক-দর্শনার্থীদের মধ্যে ছিল বসন্তের ছোঁয়া। তরুণীদের কারও মাথায় ফুলের টায়রা, কারও হাতে বা খোঁপায় গাঁদা ফুলের মালা। তরুণদের পরনে জিনসের সঙ্গে হলুদ বা বাসন্তী রঙের পোশাক। বিশেষত পাঞ্জাবি। হাতে ফুল। এ যেন বইয়ের মেলা নয়, বসন্তবরণের মেলা!
মেলায় হাতে ঝুলিয়ে ফুলের টায়রা বিক্রি করছিল বছর সাতেকের রিয়াদ। প্রতিটি টায়রার দাম ১০০ টাকা। পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস উপলক্ষে তার বিক্রিও বেশ ভালো। কিন্তু তারপরও রিয়াদের মন খারাপ। কারণ, বিকেলে তার পকেট থেকে হারিয়ে গেছে ফুল বিক্রি করে পাওয়া ৫০০ টাকা! ছলছল চোখে রিয়াদ বলল, ‘টাকা হারাইছে দেইকখা মায় মারব। অনেক লস হইয়া গেছে। কিন্তু কালকে এই ফুলগুলাই ২০০ টাকা পিস বেচমু। লস উইড্ডা আইব।’
ক্রাচে ভর করে মেলায় এসেছেন লালবাগের তানজিনা শারমিন। কিনেছেন মৌরি মরিয়মের লেখা উপন্যাস ‘প্রেমাতাল’। পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবসের কথা বিবেচনায় রেখে নাম দেখে বই কিনেছেন তিনি। কিছুটা লজ্জামেশানো কণ্ঠে জানালেন শারমিন। তাঁকে কি কিছুটা হুমায়ূন আহমেদের নায়িকাদের মতো দেখাচ্ছে, তিনি লজ্জা পেলেন এমন প্রশ্ন শুনে। হাসতে হাসতে মিশে গেলেন বইমেলার ভিড়ে।
প্রকাশক ও বিক্রয়কর্মীরা জানান, গতকাল মেলায় আসা পাঠক ও দর্শনার্থীদের সংখ্যা ছিল অন্যান্য কর্মদিনের তুলনায় কিছুটা বেশি। কিন্তু সে তুলনায় বই বিক্রি হয়নি।
মানুষ আসছে অনেক, কিন্তু কিনছে কম! তাম্রলিপি প্রকাশনীর স্টলের দায়িত্বে থাকা নুজহাত রথির তাই মনঃকষ্ট। পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে দর্শনার্থীরা প্রেমের উপন্যাসগুলো একটু বেশি দেখছেন বলে মনে হচ্ছে তাঁর।
বেশ কয়েকজন প্রকাশকের সঙ্গে কথা বলে জানা গেল, এ পর্যন্ত মেলায় উপন্যাস, ভ্রমণকাহিনি ও থ্রিলার জনরার বইগুলো বেশি বিক্রি হচ্ছে। কবিতার বই বিক্রি তুলনামূলক কম।
অন্যপ্রকাশের স্টল ইনচার্জ তৌহিদুর ইসলাম জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও হুমায়ূন আহমেদের বইগুলো বেশি বিক্রি হচ্ছে। সব বয়সী পাঠকই কিনছেন তাঁর বই। আর কবিতার বই মূলত কিনছেন মধ্যবয়স্ক বা বয়সী পাঠকেরা।
বিকেলে বাসন্তী রঙের শাড়ি পরে দলবেঁধে মেলায় ঘুরছিলেন লালমাটিয়া কলেজের সাত বান্ধবী। প্রত্যেকেরই হাতে বেশ কয়েকটি করে বইয়ের ব্যাগ। ফুলের টায়রার দামদর করতে করতে তাঁরা জানান, এবার বইয়ের দাম বেশি হওয়ায় মনভরে বই কিনতে পারেননি। ফুল কিনতে গিয়ে দেখছেন, ফুলের দামও বেশি। তাই কিছুটা আক্ষেপ নিয়েই তাঁদের ফিরতে হচ্ছে।
গতকাল মেলায় নতুন বই এসেছে ১০৫টি। এদিন মেলার স্টলগুলোতে অভিযান পরিচালনা করে বইমেলা টাস্কফোর্স। এ সময় পাইরেটেড বই রাখায় খনন, ফড়িংসহ পাঁচটি প্রকাশনীকে সতর্ক করা হয়। বিকেলে বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ: আবদুল গাফ্ফার চৌধুরী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। ‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন শাহনাজ মুন্নী, তসিকুল ইসলাম, দন্ত্যস রওশন ও মামুন রশীদ।
আজ মঙ্গলবার বিকেলে বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘বাংলা সাহিত্যের অনুবাদ এবং বিদেশি সাহিত্যের বাংলা অনুবাদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন জি এইচ হাবীব ও শামসুদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করবেন ফকরুল আলম।
বসন্ত এসে গেছে!
শাহবাগ মোড় থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমি প্রাঙ্গণ, সবখানে হলুদ আর বাসন্তী রঙের ছড়াছড়ি। আজ বসন্তের প্রথম দিন। কিন্তু গতকাল সোমবার থেকেই বইমেলায় আসা পাঠক-দর্শনার্থীদের মধ্যে ছিল বসন্তের ছোঁয়া। তরুণীদের কারও মাথায় ফুলের টায়রা, কারও হাতে বা খোঁপায় গাঁদা ফুলের মালা। তরুণদের পরনে জিনসের সঙ্গে হলুদ বা বাসন্তী রঙের পোশাক। বিশেষত পাঞ্জাবি। হাতে ফুল। এ যেন বইয়ের মেলা নয়, বসন্তবরণের মেলা!
মেলায় হাতে ঝুলিয়ে ফুলের টায়রা বিক্রি করছিল বছর সাতেকের রিয়াদ। প্রতিটি টায়রার দাম ১০০ টাকা। পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস উপলক্ষে তার বিক্রিও বেশ ভালো। কিন্তু তারপরও রিয়াদের মন খারাপ। কারণ, বিকেলে তার পকেট থেকে হারিয়ে গেছে ফুল বিক্রি করে পাওয়া ৫০০ টাকা! ছলছল চোখে রিয়াদ বলল, ‘টাকা হারাইছে দেইকখা মায় মারব। অনেক লস হইয়া গেছে। কিন্তু কালকে এই ফুলগুলাই ২০০ টাকা পিস বেচমু। লস উইড্ডা আইব।’
ক্রাচে ভর করে মেলায় এসেছেন লালবাগের তানজিনা শারমিন। কিনেছেন মৌরি মরিয়মের লেখা উপন্যাস ‘প্রেমাতাল’। পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবসের কথা বিবেচনায় রেখে নাম দেখে বই কিনেছেন তিনি। কিছুটা লজ্জামেশানো কণ্ঠে জানালেন শারমিন। তাঁকে কি কিছুটা হুমায়ূন আহমেদের নায়িকাদের মতো দেখাচ্ছে, তিনি লজ্জা পেলেন এমন প্রশ্ন শুনে। হাসতে হাসতে মিশে গেলেন বইমেলার ভিড়ে।
প্রকাশক ও বিক্রয়কর্মীরা জানান, গতকাল মেলায় আসা পাঠক ও দর্শনার্থীদের সংখ্যা ছিল অন্যান্য কর্মদিনের তুলনায় কিছুটা বেশি। কিন্তু সে তুলনায় বই বিক্রি হয়নি।
মানুষ আসছে অনেক, কিন্তু কিনছে কম! তাম্রলিপি প্রকাশনীর স্টলের দায়িত্বে থাকা নুজহাত রথির তাই মনঃকষ্ট। পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে দর্শনার্থীরা প্রেমের উপন্যাসগুলো একটু বেশি দেখছেন বলে মনে হচ্ছে তাঁর।
বেশ কয়েকজন প্রকাশকের সঙ্গে কথা বলে জানা গেল, এ পর্যন্ত মেলায় উপন্যাস, ভ্রমণকাহিনি ও থ্রিলার জনরার বইগুলো বেশি বিক্রি হচ্ছে। কবিতার বই বিক্রি তুলনামূলক কম।
অন্যপ্রকাশের স্টল ইনচার্জ তৌহিদুর ইসলাম জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও হুমায়ূন আহমেদের বইগুলো বেশি বিক্রি হচ্ছে। সব বয়সী পাঠকই কিনছেন তাঁর বই। আর কবিতার বই মূলত কিনছেন মধ্যবয়স্ক বা বয়সী পাঠকেরা।
বিকেলে বাসন্তী রঙের শাড়ি পরে দলবেঁধে মেলায় ঘুরছিলেন লালমাটিয়া কলেজের সাত বান্ধবী। প্রত্যেকেরই হাতে বেশ কয়েকটি করে বইয়ের ব্যাগ। ফুলের টায়রার দামদর করতে করতে তাঁরা জানান, এবার বইয়ের দাম বেশি হওয়ায় মনভরে বই কিনতে পারেননি। ফুল কিনতে গিয়ে দেখছেন, ফুলের দামও বেশি। তাই কিছুটা আক্ষেপ নিয়েই তাঁদের ফিরতে হচ্ছে।
গতকাল মেলায় নতুন বই এসেছে ১০৫টি। এদিন মেলার স্টলগুলোতে অভিযান পরিচালনা করে বইমেলা টাস্কফোর্স। এ সময় পাইরেটেড বই রাখায় খনন, ফড়িংসহ পাঁচটি প্রকাশনীকে সতর্ক করা হয়। বিকেলে বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ: আবদুল গাফ্ফার চৌধুরী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। ‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন শাহনাজ মুন্নী, তসিকুল ইসলাম, দন্ত্যস রওশন ও মামুন রশীদ।
আজ মঙ্গলবার বিকেলে বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘বাংলা সাহিত্যের অনুবাদ এবং বিদেশি সাহিত্যের বাংলা অনুবাদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন জি এইচ হাবীব ও শামসুদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করবেন ফকরুল আলম।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে