Ajker Patrika

আয়ের সম্বল চুরি, দিশেহার যুবক

কেশবপুর প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০৯: ৩৯
আয়ের সম্বল  চুরি, দিশেহার  যুবক

কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের সাতাইশকাটি গ্রামের যুবক আলী হাসান। সমিতি থেকে ঋণ নিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক কিনেছিলেন খেয়েপরে বাঁচতে। কিন্তু গত বুধবার দিবাগত রাতে বাড়ি থেকে আয়ের সেই একমাত্র অবলম্বনটি চুরি হয়ে যায়। এক দিকে ঋণের কিস্তির বোঝা, আরেক দিকে উপার্জনের হারিয়ে এখন পাগলপ্রায় আলী হাসান। গাড়ির খোঁজে ঘুরছেন পথে পথে।

গতকাল শুক্রবার এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আলী হাসান। তাঁর বাড়ি কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের সাতাইশকাটি গ্রামে।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক বছর আগে চারটি সমিতি থেকে ঋণ নিয়ে সংসারে সচ্ছলতা ফেরাতে ইজিবাইক কেনেন আলী হাসান (৩০)। ইজিবাইকটি তিনি নিজেই চালাতেন। গত বুধবার দিবাগত রাতে বাড়ির উঠানে ইজিবাইকটি চুরি হয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত