আশিস রহমান, দোয়ারাবাজার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। হাওর এলাকার এখন এক আলোচিত নাম এখলাছুর রহমান ফরাজী। প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) কিংবা হাওরের কৃষকদের মধ্যে ঘুরেফিরেই আসছে এখন তাঁর নাম। সুরমা ইউনিয়নের ১৯টি পিআইসির মধ্যে ১১টিতে সভাপতি-সেক্রেটারি এখলাছ ফরাজী ও তাঁর আত্মীয়-স্বজনেরা। এখলাছুর রহমান ফরাজী উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ১৯টি পিআইসির বরাদ্দ ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ কোটি টাকা। পিআইসির তালিকায় দেখা গেছে, সুরমা ইউনিয়নের ১ নম্বর পিআইসির সভাপতি এখলাছুর রহমান ফরাজি। তাঁর ভাতিজা আতাউর রহমান ও ভাগনে মাসুদ যথাক্রমে ৩ নম্বরের সভাপতি ও সেক্রেটারি। আত্মীয় শহীদুল ইসলাম ৪ নম্বর পিআইসির সাধারণ সম্পাদক। ভাতিজা আব্দুল জলিল ৭ নম্বরের সভাপতি। ভগ্নিপতি মো. রমজান আলী ২৪ নম্বরের সদস্যসচিব। ভাতিজা মোশারফ হোসেন ফরাজী ও ছোট ভাই ইলিয়াস ফরাজী যথাক্রমে ২৮ নম্বর পিআইসির সভাপতি ও সদস্যসচিব। ভাতিজা কলিম উদ্দিন ৪০ নম্বরের সদস্যসচিব। আরেক ভগ্নিপতি রহমত উল্লাহ মানিক ৪১ নম্বর পিআইসির সদস্যসচিব।
শুধু এখলাছুর রহমান ফরাজীর আত্মীয়-স্বজন নয়, ৬ নম্বর পিআইসিতে অসুস্থ দৃষ্টিহীন জয়নাল আবেদিনকে সভাপতি করা হয়েছে। ৩৯ নম্বর পিআইসির সভাপতি করা হয়েছে মঈনুল ইসলাম নামের একজনকে। অথচ সঙ্গে যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে তা রাজবাড়ী জেলার এক ব্যক্তির। ৪৩ নম্বর পিআইসির সদস্যসচিব করা হয়েছে চান মিয়া নামের একজনকে। অথচ মোবাইল নম্বর দেওয়া হয়েছে আরেক ব্যক্তির।
গত ২৮ ফেব্রুয়ারির আগে বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বুধবার সুরমা ইউনিয়নের কানলার হাওরে গিয়ে দেখা যায়, সময়সীমা পার হলেও ১ নম্বর পিআইসির কাজ কেবল শুরু হয়েছে। একাধিক বেড়িবাঁধে মাটি ভরাট, ঘাস লাগানো, মাটি লেবেল করা হয়নি এখনো।
এদিকে গত বৃহস্পতিবার বিকেলে সুরমা ইউনিয়নের হাওরের ফসল রক্ষা বাঁধের চলমান কাজ ও পিআইসির অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে ‘হাওর বাঁচাও আন্দোলন’। মানববন্ধনে বক্তারা বলেন, বাঁধের কারণে ফসলহানি ঘটলে এর দায়ভার পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনকেই নিতে হবে।
জানতে চাইলে হাওর বাঁচাও আন্দোলনের সুরমা ইউনিয়ন কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, ‘পিআইসি সিন্ডিকেটের নাটের গুরু এখলাছুর রহমান ফরাজী ও পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আবু সায়েম সাফিউল ইসলাম। দুজন মিলে পিআইসির নামে সরকারের কোটি কোটি টাকা লুটপাট করার পাঁয়তারা করছেন। অনেক জায়গায় অপ্রয়োজনীয় বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। বেড়িবাঁধের কাজও ভালো হয়নি। এসব অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদে আমরা আজ রোববার সকাল ১০টায় টেংরাটিলা বাজারে কৃষকদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালনের ডাক দিয়েছি।’
জানতে চাইলে কানলার হাওরের ১ নম্বর পিআইসির সভাপতি এখলাছুর রহমান ফরাজী সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমার আত্মীয়-স্বজন দেখে পিআইসি গঠন করা হয়নি। পিআইসি গঠন করা হয়েছে কৃষক দেখে। তালিকায় যাদের নাম এসেছে সবাই কৃষক। হাওরে সবার জমি আছে।’ তিনি আরও বলেন, বাঁধের কাজ শেষ। এখন ঘাস লাগানোর কাজ চলছে।
দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) উপসহকারী প্রকৌশলী আবু সায়েম সাফিউল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, যারা পিআইসি পায়নি তারা বিভিন্নভাবে ভুয়া ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি দেবাংশু কুমার সিংহ বলেন, ‘আমরা কৃষকদের নিয়ে গণশুনানির মাধ্যমে হাওরে যাদের জমি আছে তাদের পিআইসিতে অন্তর্ভুক্ত করেছি। কারও আত্মীয়-স্বজন দেখে পিআইসি দেওয়া হয়নি।’
বাঁধের কাজের বিষয়ে দেবাংশু কুমার বলেন, ‘সময়সীমা ২০ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। অনেক জায়গায় স্থানীয় লোকজন মাটি দিচ্ছে না। আমরা প্রশাসনিকভাবে হস্তক্ষেপ করে মাটির ব্যবস্থা করছি। যে কারণে সেখানে বাঁধ নির্মাণ করতে বেশি সময় লাগছে।’
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। হাওর এলাকার এখন এক আলোচিত নাম এখলাছুর রহমান ফরাজী। প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) কিংবা হাওরের কৃষকদের মধ্যে ঘুরেফিরেই আসছে এখন তাঁর নাম। সুরমা ইউনিয়নের ১৯টি পিআইসির মধ্যে ১১টিতে সভাপতি-সেক্রেটারি এখলাছ ফরাজী ও তাঁর আত্মীয়-স্বজনেরা। এখলাছুর রহমান ফরাজী উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ১৯টি পিআইসির বরাদ্দ ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ কোটি টাকা। পিআইসির তালিকায় দেখা গেছে, সুরমা ইউনিয়নের ১ নম্বর পিআইসির সভাপতি এখলাছুর রহমান ফরাজি। তাঁর ভাতিজা আতাউর রহমান ও ভাগনে মাসুদ যথাক্রমে ৩ নম্বরের সভাপতি ও সেক্রেটারি। আত্মীয় শহীদুল ইসলাম ৪ নম্বর পিআইসির সাধারণ সম্পাদক। ভাতিজা আব্দুল জলিল ৭ নম্বরের সভাপতি। ভগ্নিপতি মো. রমজান আলী ২৪ নম্বরের সদস্যসচিব। ভাতিজা মোশারফ হোসেন ফরাজী ও ছোট ভাই ইলিয়াস ফরাজী যথাক্রমে ২৮ নম্বর পিআইসির সভাপতি ও সদস্যসচিব। ভাতিজা কলিম উদ্দিন ৪০ নম্বরের সদস্যসচিব। আরেক ভগ্নিপতি রহমত উল্লাহ মানিক ৪১ নম্বর পিআইসির সদস্যসচিব।
শুধু এখলাছুর রহমান ফরাজীর আত্মীয়-স্বজন নয়, ৬ নম্বর পিআইসিতে অসুস্থ দৃষ্টিহীন জয়নাল আবেদিনকে সভাপতি করা হয়েছে। ৩৯ নম্বর পিআইসির সভাপতি করা হয়েছে মঈনুল ইসলাম নামের একজনকে। অথচ সঙ্গে যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে তা রাজবাড়ী জেলার এক ব্যক্তির। ৪৩ নম্বর পিআইসির সদস্যসচিব করা হয়েছে চান মিয়া নামের একজনকে। অথচ মোবাইল নম্বর দেওয়া হয়েছে আরেক ব্যক্তির।
গত ২৮ ফেব্রুয়ারির আগে বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বুধবার সুরমা ইউনিয়নের কানলার হাওরে গিয়ে দেখা যায়, সময়সীমা পার হলেও ১ নম্বর পিআইসির কাজ কেবল শুরু হয়েছে। একাধিক বেড়িবাঁধে মাটি ভরাট, ঘাস লাগানো, মাটি লেবেল করা হয়নি এখনো।
এদিকে গত বৃহস্পতিবার বিকেলে সুরমা ইউনিয়নের হাওরের ফসল রক্ষা বাঁধের চলমান কাজ ও পিআইসির অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে ‘হাওর বাঁচাও আন্দোলন’। মানববন্ধনে বক্তারা বলেন, বাঁধের কারণে ফসলহানি ঘটলে এর দায়ভার পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনকেই নিতে হবে।
জানতে চাইলে হাওর বাঁচাও আন্দোলনের সুরমা ইউনিয়ন কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, ‘পিআইসি সিন্ডিকেটের নাটের গুরু এখলাছুর রহমান ফরাজী ও পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আবু সায়েম সাফিউল ইসলাম। দুজন মিলে পিআইসির নামে সরকারের কোটি কোটি টাকা লুটপাট করার পাঁয়তারা করছেন। অনেক জায়গায় অপ্রয়োজনীয় বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। বেড়িবাঁধের কাজও ভালো হয়নি। এসব অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদে আমরা আজ রোববার সকাল ১০টায় টেংরাটিলা বাজারে কৃষকদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালনের ডাক দিয়েছি।’
জানতে চাইলে কানলার হাওরের ১ নম্বর পিআইসির সভাপতি এখলাছুর রহমান ফরাজী সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমার আত্মীয়-স্বজন দেখে পিআইসি গঠন করা হয়নি। পিআইসি গঠন করা হয়েছে কৃষক দেখে। তালিকায় যাদের নাম এসেছে সবাই কৃষক। হাওরে সবার জমি আছে।’ তিনি আরও বলেন, বাঁধের কাজ শেষ। এখন ঘাস লাগানোর কাজ চলছে।
দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) উপসহকারী প্রকৌশলী আবু সায়েম সাফিউল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, যারা পিআইসি পায়নি তারা বিভিন্নভাবে ভুয়া ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি দেবাংশু কুমার সিংহ বলেন, ‘আমরা কৃষকদের নিয়ে গণশুনানির মাধ্যমে হাওরে যাদের জমি আছে তাদের পিআইসিতে অন্তর্ভুক্ত করেছি। কারও আত্মীয়-স্বজন দেখে পিআইসি দেওয়া হয়নি।’
বাঁধের কাজের বিষয়ে দেবাংশু কুমার বলেন, ‘সময়সীমা ২০ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। অনেক জায়গায় স্থানীয় লোকজন মাটি দিচ্ছে না। আমরা প্রশাসনিকভাবে হস্তক্ষেপ করে মাটির ব্যবস্থা করছি। যে কারণে সেখানে বাঁধ নির্মাণ করতে বেশি সময় লাগছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে