বিনোদন ডেস্ক
বিউটি: যাদুকাটা নদীটা কোথায় রে রংলাল?
রংলাল: টাঙ্গুয়ার হাওর ছাড়াইয়া, নীলাদ্রী পার হইয়া আরও উত্তর দিকে। সীমান্তের কাছাকাছি একদম।
বিউটি: শুনছি সেখানকার পানি খুব নীল। আকাশের রঙের মতো।
রংলাল: সে নদীর ওপারে একটা ঘর হইছে। জলের শব্দ, ঝিঁঝি পোকার গান—সব শোনা যায়। আমরা সেখানেই যাইতেছি বিউটি কুইন।
‘বিউটি সার্কাস’ সিনেমার একদম শেষের দিকের সংলাপ। বানিয়াশান্তা থেকে বিধ্বস্ত শরীর-মন নিয়ে, আগুনে পোড়া সার্কাস প্যান্ডেলের ধ্বংসস্তূপ সঙ্গী করে বিউটি চলেছে অচেনা-অনিশ্চিত পথে। যেখানে তার জন্য অপেক্ষা করছে আরও কঠিন সংগ্রাম। বৃষ্টি পড়ছে। অসময়ের বৃষ্টিতে ভিজতে ভিজতে, একই সঙ্গে জয়-পরাজয়ের অনুভূতির ভেলায় ভেসে, এরপর বিউটি কোথায় যাবে? কোথায় তার জন্য একটুখানি নিরাপদ জমিন?
এই প্রশ্ন যখন উঁকি দেয় মনে, সম্ভাবনার বার্তা নিয়ে দৃশ্যজুড়ে আসে সকাল। আড়মোড়া ভেঙে উড়ে যায় পাখির দল। বিউটিকে দেখা যায় খোলা ময়দানে রিং ঝুলিয়ে, সীমিতসংখ্যক দর্শক নিয়ে একাই দেখাচ্ছে কসরত। চোখমুখে তার ততোধিক আত্মবিশ্বাস। রিংয়ে ঝুলতে ঝুলতে বিউটি বলছে, ‘এই আসমান বিউটি সার্কাসের তাঁবু, এই জমিনে আমাদের হক আছে। বিউটি সার্কাস আছে, বিউটি সার্কাস থাকবে।’
বিউটিরূপী জয়া আহসানের এই সংলাপে হলজুড়ে অনেকক্ষণ হাততালির শব্দ প্রতিধ্বনিত হয়। এর আগে অনেক কিছুই ঘটে গেছে বিউটির জীবনে।
বানিয়াশান্তায় সার্কাস দেখাতে এসে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের অনৈতিক আবদার, কাফনের কাপড়ে রক্তের হরফে লেখা সার্কাস বন্ধের হুমকি দেওয়া চিঠি, ক্রমাগত আক্রমণ, মাঝরাতে তাকে তুলে নিয়ে নির্যাতন, বিউটি যাকে নিজের ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসত, সেই স্যামের ঝুলন্ত দেহ পাওয়া, সার্কাসের তাঁবুতে সন্ত্রাসীদের আগুন, অবশেষে পুড়ে সব শেষ। বিউটি তখন পরাজয়ের কিনারায়। সব হারিয়ে প্রায় নিঃসঙ্গ। এই পরিস্থিতিতে কেউ যখন নতুনভাবে ঘুরে দাঁড়ায় নিজের সীমিত অবলম্বন নিয়ে, সেই দৃশ্য মহাকাব্যের চেয়ে কম কিছু!
‘বিউটি সার্কাস’ সিনেমাটি এমন এক সময়ে মুক্তি পেল, যখন দেশজুড়ে নারীদের অর্জনের জয়গান। শত প্রতিবন্ধকতা তাচ্ছিল্য করে যেভাবে সাফ শিরোপা জয় করে আনলেন দেশের নারী ফুটবলাররা, নির্মাতা মাহমুদ দিদার তাঁর প্রথম সিনেমায় বুঝিয়ে দিলেন, একই রকম অদম্য মানসিকতা নিয়ে সমাজের প্রতিটি স্তরে এ দেশের নারীরা তাঁদের লড়াই জারি রেখেছেন যুগ যুগ ধরে। বিউটি সার্কাস তাই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই সংগ্রামের বীজ পোঁতা আছে এ দেশেরই জমিনে। এই জনপদে আছে অসংখ্য নারীর অর্জনের গল্প। ফলে বিউটি সার্কাস শুধু সিনেমা নয়, হয়ে উঠেছে নারী সংগ্রামের আশ্চর্য দলিল।
সিনেমার প্রতি ফ্রেমে, সংলাপে, দৃশ্যায়নে যেভাবে সার্কাস উঠে এসেছে গল্পের অনুষঙ্গ হিসেবে, তা এককথায় অনবদ্য। তবে শুধু সার্কাসের ডকুমেন্টেশন নয়, নির্মাতা যেতে চেয়েছেন আরও গভীরে। দেখাতে চেয়েছেন সার্কাস, যাত্রা কিংবা পুতুলনাচের মতো ঐতিহ্যবাহী বিনোদনমাধ্যম কীভাবে ধীরে ধীরে ধ্বংস হয়। কীভাবে সব সাংস্কৃতিক বনিয়াদ উপড়ে ফেলা হয়। এর পেছনে মৌলবাদীদের আস্ফালন যেমন আছে, স্থানীয় রাজনৈতিক পরিবেশ কিংবা ক্ষমতাশালীদের ক্ষমতা প্রদর্শনের প্রবণতাও কম দায়ী নয়। গল্পে সব প্রসঙ্গই ছুঁয়ে গেছেন মাহমুদ দিদার।
এসেছে মুক্তিযুদ্ধও। পুরো গল্পের প্রাণভোমরা আসলে লুকানো সেখানে। বিউটির বাবা, যিনি দ্য বেঙ্গল সার্কাসের দল নিয়ে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াতেন, যার কাছে বিউটি শিখেছে সার্কাসের প্রথম সবক, মুক্তিযুদ্ধের সময় তাকে নৃশংসভাবে হত্যা করে আলবদর বাহিনীর নাদের মোল্লা। সিনেমার একটি বড় অংশজুড়ে বিউটি খুঁজে চলে হত্যাকারীকে। তবে মুক্তিযুদ্ধের এত বছর পর এসে বাবার হত্যাকারীকে খোঁজার মিশনে কেন নামল বিউটি, গল্পে সেটি পরিষ্কার নয়।
একইভাবে অসম্পূর্ণ ফেরদৌসের চরিত্রটি (মির্জা মোহাম্মদ বখতিয়ার)। গল্পজুড়ে তাঁকে শুধুই দেখা গেল নারীলিপ্সু হিসেবে। যতবার স্ক্রিনে আসে চরিত্রটি, ততবারই কিছুটা বিরক্তির উদ্রেক হয়। জমিদারের নাতি হিসেবে তাঁর আরও কিছু কর্মকাণ্ড দেখানো গেলে এ চরিত্র হয়তো আরও বৈচিত্র্যময় হতে পারত।
বিউটি: যাদুকাটা নদীটা কোথায় রে রংলাল?
রংলাল: টাঙ্গুয়ার হাওর ছাড়াইয়া, নীলাদ্রী পার হইয়া আরও উত্তর দিকে। সীমান্তের কাছাকাছি একদম।
বিউটি: শুনছি সেখানকার পানি খুব নীল। আকাশের রঙের মতো।
রংলাল: সে নদীর ওপারে একটা ঘর হইছে। জলের শব্দ, ঝিঁঝি পোকার গান—সব শোনা যায়। আমরা সেখানেই যাইতেছি বিউটি কুইন।
‘বিউটি সার্কাস’ সিনেমার একদম শেষের দিকের সংলাপ। বানিয়াশান্তা থেকে বিধ্বস্ত শরীর-মন নিয়ে, আগুনে পোড়া সার্কাস প্যান্ডেলের ধ্বংসস্তূপ সঙ্গী করে বিউটি চলেছে অচেনা-অনিশ্চিত পথে। যেখানে তার জন্য অপেক্ষা করছে আরও কঠিন সংগ্রাম। বৃষ্টি পড়ছে। অসময়ের বৃষ্টিতে ভিজতে ভিজতে, একই সঙ্গে জয়-পরাজয়ের অনুভূতির ভেলায় ভেসে, এরপর বিউটি কোথায় যাবে? কোথায় তার জন্য একটুখানি নিরাপদ জমিন?
এই প্রশ্ন যখন উঁকি দেয় মনে, সম্ভাবনার বার্তা নিয়ে দৃশ্যজুড়ে আসে সকাল। আড়মোড়া ভেঙে উড়ে যায় পাখির দল। বিউটিকে দেখা যায় খোলা ময়দানে রিং ঝুলিয়ে, সীমিতসংখ্যক দর্শক নিয়ে একাই দেখাচ্ছে কসরত। চোখমুখে তার ততোধিক আত্মবিশ্বাস। রিংয়ে ঝুলতে ঝুলতে বিউটি বলছে, ‘এই আসমান বিউটি সার্কাসের তাঁবু, এই জমিনে আমাদের হক আছে। বিউটি সার্কাস আছে, বিউটি সার্কাস থাকবে।’
বিউটিরূপী জয়া আহসানের এই সংলাপে হলজুড়ে অনেকক্ষণ হাততালির শব্দ প্রতিধ্বনিত হয়। এর আগে অনেক কিছুই ঘটে গেছে বিউটির জীবনে।
বানিয়াশান্তায় সার্কাস দেখাতে এসে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের অনৈতিক আবদার, কাফনের কাপড়ে রক্তের হরফে লেখা সার্কাস বন্ধের হুমকি দেওয়া চিঠি, ক্রমাগত আক্রমণ, মাঝরাতে তাকে তুলে নিয়ে নির্যাতন, বিউটি যাকে নিজের ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসত, সেই স্যামের ঝুলন্ত দেহ পাওয়া, সার্কাসের তাঁবুতে সন্ত্রাসীদের আগুন, অবশেষে পুড়ে সব শেষ। বিউটি তখন পরাজয়ের কিনারায়। সব হারিয়ে প্রায় নিঃসঙ্গ। এই পরিস্থিতিতে কেউ যখন নতুনভাবে ঘুরে দাঁড়ায় নিজের সীমিত অবলম্বন নিয়ে, সেই দৃশ্য মহাকাব্যের চেয়ে কম কিছু!
‘বিউটি সার্কাস’ সিনেমাটি এমন এক সময়ে মুক্তি পেল, যখন দেশজুড়ে নারীদের অর্জনের জয়গান। শত প্রতিবন্ধকতা তাচ্ছিল্য করে যেভাবে সাফ শিরোপা জয় করে আনলেন দেশের নারী ফুটবলাররা, নির্মাতা মাহমুদ দিদার তাঁর প্রথম সিনেমায় বুঝিয়ে দিলেন, একই রকম অদম্য মানসিকতা নিয়ে সমাজের প্রতিটি স্তরে এ দেশের নারীরা তাঁদের লড়াই জারি রেখেছেন যুগ যুগ ধরে। বিউটি সার্কাস তাই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই সংগ্রামের বীজ পোঁতা আছে এ দেশেরই জমিনে। এই জনপদে আছে অসংখ্য নারীর অর্জনের গল্প। ফলে বিউটি সার্কাস শুধু সিনেমা নয়, হয়ে উঠেছে নারী সংগ্রামের আশ্চর্য দলিল।
সিনেমার প্রতি ফ্রেমে, সংলাপে, দৃশ্যায়নে যেভাবে সার্কাস উঠে এসেছে গল্পের অনুষঙ্গ হিসেবে, তা এককথায় অনবদ্য। তবে শুধু সার্কাসের ডকুমেন্টেশন নয়, নির্মাতা যেতে চেয়েছেন আরও গভীরে। দেখাতে চেয়েছেন সার্কাস, যাত্রা কিংবা পুতুলনাচের মতো ঐতিহ্যবাহী বিনোদনমাধ্যম কীভাবে ধীরে ধীরে ধ্বংস হয়। কীভাবে সব সাংস্কৃতিক বনিয়াদ উপড়ে ফেলা হয়। এর পেছনে মৌলবাদীদের আস্ফালন যেমন আছে, স্থানীয় রাজনৈতিক পরিবেশ কিংবা ক্ষমতাশালীদের ক্ষমতা প্রদর্শনের প্রবণতাও কম দায়ী নয়। গল্পে সব প্রসঙ্গই ছুঁয়ে গেছেন মাহমুদ দিদার।
এসেছে মুক্তিযুদ্ধও। পুরো গল্পের প্রাণভোমরা আসলে লুকানো সেখানে। বিউটির বাবা, যিনি দ্য বেঙ্গল সার্কাসের দল নিয়ে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াতেন, যার কাছে বিউটি শিখেছে সার্কাসের প্রথম সবক, মুক্তিযুদ্ধের সময় তাকে নৃশংসভাবে হত্যা করে আলবদর বাহিনীর নাদের মোল্লা। সিনেমার একটি বড় অংশজুড়ে বিউটি খুঁজে চলে হত্যাকারীকে। তবে মুক্তিযুদ্ধের এত বছর পর এসে বাবার হত্যাকারীকে খোঁজার মিশনে কেন নামল বিউটি, গল্পে সেটি পরিষ্কার নয়।
একইভাবে অসম্পূর্ণ ফেরদৌসের চরিত্রটি (মির্জা মোহাম্মদ বখতিয়ার)। গল্পজুড়ে তাঁকে শুধুই দেখা গেল নারীলিপ্সু হিসেবে। যতবার স্ক্রিনে আসে চরিত্রটি, ততবারই কিছুটা বিরক্তির উদ্রেক হয়। জমিদারের নাতি হিসেবে তাঁর আরও কিছু কর্মকাণ্ড দেখানো গেলে এ চরিত্র হয়তো আরও বৈচিত্র্যময় হতে পারত।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে