ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ পৌর এলাকার উদয়পুর গ্রামের বাসিন্দা তৃতীয় লিঙ্গের লিয়াকত ওরফে কারিশমা আত্মহত্যা করেননি। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে জানিয়েছে জেলা পিবিআই। প্রায় ১৪ মাস পর এই হত্যার উদ্দেশ্য ও কুল-কিনারা ঠাহর করে পিবিআই।
পিবিআই সাংবাদিকদের জানান, গত ৯ সেপ্টেম্বর সকালে উদয়পুরের বাড়ি থেকে লিয়াকত ওরফে কারিশমার মরদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। প্রথমে এটিকে আত্মহত্যা বলে অনুমান করা হলেও ময়নাতদন্তের রিপোর্টে হত্যার আলামত পায় চিকিৎসকেরা। একইদিন ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন নিহতের ভাই মো. আইয়ুব আলী।
এক বছরের বেশি সময় পার হয়ে গেলেও পুলিশ হত্যার উদ্দেশ্য বের করতে পারছিল না। পরে মামলাটির হাত বদল হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে। তথ্য প্রযুক্তি ও আলামত কাজে লাগিয়ে মামলার খুঁটিনাটি বের করতে শুরু করে পিবিআই।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, লিয়াকত ওরফে কারিশমা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত সুলতান মাস্টারের সন্তান। ৬ ভাই ২ বোনের মধ্যে লিয়াকত ওরফে কারিশমা সবার ছোট। ১৬ বছর আগেসে হিজড়ার দলে নাম লেখান তিনি। ১৩ বছর আগে জনৈক কামাল মণ্ডলের নিকট থেকে জমি কিনে পৌর এলাকার উদয়পুর গ্রামে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন কারিশমা।
বছর দু-এক আগে সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে একটি জমি কিনে একতলা বাড়ি নির্মাণ করেন। এবং উদয়পুর গ্রামের বাড়িটি বিক্রি করতে গোবিন্দপুরের কামরুল ইসলামের স্ত্রী কাজলের থেকে ৫০ হাজার টাকাও নেন কারিশমা। হিজড়াদের সঙ্গে দ্বন্দ্বের জেরে কারিশমা মানসিকভাবে চাপে ছিলেন বলে তাঁর বোন শাহানারা জানান।
এরই মধ্যে ঝুলন্ত অবস্থায় ৯ সেপ্টেম্বর সকালে উদয়পুরের বাড়ি থেকে লিয়াকত ওরফে কারিশমার মরদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। থানায় মামলা রেকর্ড হওয়ার পরে প্রথমে মামলাটি তদন্ত করেন পরিদর্শক শেখ আবুল খায়ের। পুলিশ কোনো কুল কিনারা করতে না পেরে মামলাটি পিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়। পিবিআইয়ের পরিদর্শক একেএম মনিরুজ্জামান গত ২৭ অক্টোবর সন্দেহভাজন ৬ জনকে গ্রেপ্তার করেন।
পরে তথ্য যাচাই করে ৩ জনকে ছেড়ে দেন এবং বাকি তিনজনকে আদালতে পাঠান। তদন্তকারী কর্মকর্তা আদালতের কাছে তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিন আসামিরা হলেন উদয়পুরের বিশ্বাস পাড়ার মো. রাজন মিয়া (৩৫), একই গ্রামের আনোয়ার হোসেন শাহ (৪০) এবং মিন্টু মিয়া। ৩ দিনের রিমান্ড শেষে তাঁদের পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
কারিশমার ভাই আইয়ুব হোসেন অভিযোগ করেন, ‘রাজনৈতিক কিছু নেতা আসামিদের বাঁচানোর চেষ্টা করছেন। তাঁরাই আসামিদের পালিয়ে থাকতে সাহায্য করছেন।’
এ বিষয়ে পিবিআইয়ের পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, ‘এটি একটি ঘোলাটে ও সূত্রহীন হত্যা ছিল। কিন্তু পিবিআইয়ের তদন্তে মামলার অগ্রগতি করেছে। এই ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কয়েকজন পলাতক আসামি রয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের ব্যাপারে আমরা বলতে পারছি না। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে পারলে হত্যার পুরো রহস্য জানা যাবে।’
ঝিনাইদহ পৌর এলাকার উদয়পুর গ্রামের বাসিন্দা তৃতীয় লিঙ্গের লিয়াকত ওরফে কারিশমা আত্মহত্যা করেননি। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে জানিয়েছে জেলা পিবিআই। প্রায় ১৪ মাস পর এই হত্যার উদ্দেশ্য ও কুল-কিনারা ঠাহর করে পিবিআই।
পিবিআই সাংবাদিকদের জানান, গত ৯ সেপ্টেম্বর সকালে উদয়পুরের বাড়ি থেকে লিয়াকত ওরফে কারিশমার মরদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। প্রথমে এটিকে আত্মহত্যা বলে অনুমান করা হলেও ময়নাতদন্তের রিপোর্টে হত্যার আলামত পায় চিকিৎসকেরা। একইদিন ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন নিহতের ভাই মো. আইয়ুব আলী।
এক বছরের বেশি সময় পার হয়ে গেলেও পুলিশ হত্যার উদ্দেশ্য বের করতে পারছিল না। পরে মামলাটির হাত বদল হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে। তথ্য প্রযুক্তি ও আলামত কাজে লাগিয়ে মামলার খুঁটিনাটি বের করতে শুরু করে পিবিআই।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, লিয়াকত ওরফে কারিশমা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত সুলতান মাস্টারের সন্তান। ৬ ভাই ২ বোনের মধ্যে লিয়াকত ওরফে কারিশমা সবার ছোট। ১৬ বছর আগেসে হিজড়ার দলে নাম লেখান তিনি। ১৩ বছর আগে জনৈক কামাল মণ্ডলের নিকট থেকে জমি কিনে পৌর এলাকার উদয়পুর গ্রামে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন কারিশমা।
বছর দু-এক আগে সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে একটি জমি কিনে একতলা বাড়ি নির্মাণ করেন। এবং উদয়পুর গ্রামের বাড়িটি বিক্রি করতে গোবিন্দপুরের কামরুল ইসলামের স্ত্রী কাজলের থেকে ৫০ হাজার টাকাও নেন কারিশমা। হিজড়াদের সঙ্গে দ্বন্দ্বের জেরে কারিশমা মানসিকভাবে চাপে ছিলেন বলে তাঁর বোন শাহানারা জানান।
এরই মধ্যে ঝুলন্ত অবস্থায় ৯ সেপ্টেম্বর সকালে উদয়পুরের বাড়ি থেকে লিয়াকত ওরফে কারিশমার মরদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। থানায় মামলা রেকর্ড হওয়ার পরে প্রথমে মামলাটি তদন্ত করেন পরিদর্শক শেখ আবুল খায়ের। পুলিশ কোনো কুল কিনারা করতে না পেরে মামলাটি পিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়। পিবিআইয়ের পরিদর্শক একেএম মনিরুজ্জামান গত ২৭ অক্টোবর সন্দেহভাজন ৬ জনকে গ্রেপ্তার করেন।
পরে তথ্য যাচাই করে ৩ জনকে ছেড়ে দেন এবং বাকি তিনজনকে আদালতে পাঠান। তদন্তকারী কর্মকর্তা আদালতের কাছে তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিন আসামিরা হলেন উদয়পুরের বিশ্বাস পাড়ার মো. রাজন মিয়া (৩৫), একই গ্রামের আনোয়ার হোসেন শাহ (৪০) এবং মিন্টু মিয়া। ৩ দিনের রিমান্ড শেষে তাঁদের পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
কারিশমার ভাই আইয়ুব হোসেন অভিযোগ করেন, ‘রাজনৈতিক কিছু নেতা আসামিদের বাঁচানোর চেষ্টা করছেন। তাঁরাই আসামিদের পালিয়ে থাকতে সাহায্য করছেন।’
এ বিষয়ে পিবিআইয়ের পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, ‘এটি একটি ঘোলাটে ও সূত্রহীন হত্যা ছিল। কিন্তু পিবিআইয়ের তদন্তে মামলার অগ্রগতি করেছে। এই ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কয়েকজন পলাতক আসামি রয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের ব্যাপারে আমরা বলতে পারছি না। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে পারলে হত্যার পুরো রহস্য জানা যাবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে