আবির হাকিম, ঢাকা
ঈদে রাজধানী ঢাকার পরিচ্ছন্নতাকর্মীদের বেশির ভাগই ছুটিতে গেছেন। আর যেসব কর্মী ছিলেন তাঁরাও সময়মতো অনেক বাড়ির আবর্জনা সরিয়ে নেননি। এতে অনেক বাড়িতে জমেছে কয়েক দিনের গৃহস্থালি আবর্জনা। প্রায় প্রতিটি বাড়ির সামনেই জমে আছে ময়লার স্তূপ। ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা।
গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পলিথিন বা ব্যাগে ভরে রাস্তার ধারে এবং বিভিন্ন অলিগলিতে স্তূপ করে রাখা হয়েছে গৃহস্থালি বর্জ্য। কিছু কিছু জায়গায় কাক ও কুকুর এসব ময়লা টানাটানি করে ছড়িয়ে দিচ্ছে চারদিকে। এসব আবর্জনার গন্ধে অনেক জায়গায় বাড়ি থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। অনেক পথচারীকে নাক ঢেকে রাস্তা পার হতেও দেখা গেছে। ভুক্তভোগী এবং বাড়ির মালিকেরা বলছেন, সিটি করপোরেশনের সঠিক ব্যবস্থাপনার অভাবেই এমন অবস্থা তৈরি হয়েছে।
খিলগাঁও সিপাহিবাগ এলাকার বাড়ির মালিক জুয়েল মারুফ জানান, পরিচ্ছন্নতাকর্মীরা ঈদের তিন দিন আগে মাসিক বিল এবং বোনাস নিয়ে গেছেন। এরপর আজ পর্যন্ত তাঁদের কোনো খোঁজ নেই। তিনি বলেন, স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানালেও এখনো পরিচ্ছন্নতাকর্মীদের কেউ এসে এসব বর্জ্য সরাননি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কয়েকজন ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে কথা বলে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঈদ উপলক্ষে অর্ধেক পরিচ্ছন্নতাকর্মীকে ছুটি দিলেও বাকি অর্ধেক পরিচ্ছন্নতাকর্মী ঠিকমতো দায়িত্ব পালন করেননি। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানকে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও ঈদের এ সময়টাতে যথাযথ তৎপরতা চালায়নি বলে জানিয়েছেন তাঁরা। তবে যাঁরা ছুটিতে ছিলেন তাঁদের একটা অংশ গত বৃহস্পতিবার কাজে যোগ দিয়েছেন।
ডিএসসিসির ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম জানান, পরিচ্ছন্নতাকর্মীদের একটা অংশ ছুটিতে থাকলেও বাকিরা যেভাবে কাজ করার কথা তা করেননি। তিনি বলেন, শহরে মানুষ কমলেও বাড়ি কমেনি। অর্ধেক জনবলের পক্ষে সব বাড়িতে গিয়ে বর্জ্য সংগ্রহ করা কঠিন। এ জন্য ঈদের দিন থেকে কয়েকটি বাড়িতে কিছু ময়লা জমে থাকতে পারে।
ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া বলেন, করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত জনবলের অর্ধেক ঈদে ছুটিতে ছিলেন, তাঁদের অধিকাংশই ইতিমধ্যে কাজ শুরু করেছেন। বাড়ি বাড়ি ময়লা জমে থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈদের পরদিন কয়েকটি এলাকায় আমরা এ ধরনের অভিযোগ পেয়েছিলাম। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি।’
ডিএনসিসির ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সেলিম বলেন, ঈদে যেসব পরিচ্ছন্নতাকর্মী ছুটিতে ছিলেন, তাঁদের অধিকাংশই ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন। ঈদের আগে-পরে দু-এক দিন সমস্যা হলেও এখন আর তেমন সমস্যা নেই।
ঈদে রাজধানী ঢাকার পরিচ্ছন্নতাকর্মীদের বেশির ভাগই ছুটিতে গেছেন। আর যেসব কর্মী ছিলেন তাঁরাও সময়মতো অনেক বাড়ির আবর্জনা সরিয়ে নেননি। এতে অনেক বাড়িতে জমেছে কয়েক দিনের গৃহস্থালি আবর্জনা। প্রায় প্রতিটি বাড়ির সামনেই জমে আছে ময়লার স্তূপ। ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা।
গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পলিথিন বা ব্যাগে ভরে রাস্তার ধারে এবং বিভিন্ন অলিগলিতে স্তূপ করে রাখা হয়েছে গৃহস্থালি বর্জ্য। কিছু কিছু জায়গায় কাক ও কুকুর এসব ময়লা টানাটানি করে ছড়িয়ে দিচ্ছে চারদিকে। এসব আবর্জনার গন্ধে অনেক জায়গায় বাড়ি থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। অনেক পথচারীকে নাক ঢেকে রাস্তা পার হতেও দেখা গেছে। ভুক্তভোগী এবং বাড়ির মালিকেরা বলছেন, সিটি করপোরেশনের সঠিক ব্যবস্থাপনার অভাবেই এমন অবস্থা তৈরি হয়েছে।
খিলগাঁও সিপাহিবাগ এলাকার বাড়ির মালিক জুয়েল মারুফ জানান, পরিচ্ছন্নতাকর্মীরা ঈদের তিন দিন আগে মাসিক বিল এবং বোনাস নিয়ে গেছেন। এরপর আজ পর্যন্ত তাঁদের কোনো খোঁজ নেই। তিনি বলেন, স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানালেও এখনো পরিচ্ছন্নতাকর্মীদের কেউ এসে এসব বর্জ্য সরাননি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কয়েকজন ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে কথা বলে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঈদ উপলক্ষে অর্ধেক পরিচ্ছন্নতাকর্মীকে ছুটি দিলেও বাকি অর্ধেক পরিচ্ছন্নতাকর্মী ঠিকমতো দায়িত্ব পালন করেননি। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানকে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও ঈদের এ সময়টাতে যথাযথ তৎপরতা চালায়নি বলে জানিয়েছেন তাঁরা। তবে যাঁরা ছুটিতে ছিলেন তাঁদের একটা অংশ গত বৃহস্পতিবার কাজে যোগ দিয়েছেন।
ডিএসসিসির ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম জানান, পরিচ্ছন্নতাকর্মীদের একটা অংশ ছুটিতে থাকলেও বাকিরা যেভাবে কাজ করার কথা তা করেননি। তিনি বলেন, শহরে মানুষ কমলেও বাড়ি কমেনি। অর্ধেক জনবলের পক্ষে সব বাড়িতে গিয়ে বর্জ্য সংগ্রহ করা কঠিন। এ জন্য ঈদের দিন থেকে কয়েকটি বাড়িতে কিছু ময়লা জমে থাকতে পারে।
ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া বলেন, করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত জনবলের অর্ধেক ঈদে ছুটিতে ছিলেন, তাঁদের অধিকাংশই ইতিমধ্যে কাজ শুরু করেছেন। বাড়ি বাড়ি ময়লা জমে থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈদের পরদিন কয়েকটি এলাকায় আমরা এ ধরনের অভিযোগ পেয়েছিলাম। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি।’
ডিএনসিসির ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সেলিম বলেন, ঈদে যেসব পরিচ্ছন্নতাকর্মী ছুটিতে ছিলেন, তাঁদের অধিকাংশই ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন। ঈদের আগে-পরে দু-এক দিন সমস্যা হলেও এখন আর তেমন সমস্যা নেই।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে