বিনোদন প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি ওমরাহ পালনে সৌদি আরবে যান মাহিয়া মাহি ও তাঁর স্বামী রকিব সরকার। সেখান থেকে গত শুক্রবার ফেসবুকে লাইভে এসে মাহি অভিযোগ করেন, গাজীপুরে তাঁর স্বামীর গাড়ির শোরুমে ভাঙচুর চালানো হয়েছে। ওই ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতা এবং ঘুষ নেওয়ার অভিযোগও করেন তিনি। এতে মানহানির অভিযোগ এনে মাহি ও তাঁর স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। এ ছাড়া জমি দখলের অভিযোগে তাঁদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।
শনিবার সৌদি আরব থেকে দেশে ফেরেন মাহি। তবে তাঁর সঙ্গে ফেরেননি রকিব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করা হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তাঁকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে একই আদালতে জামিন পান মাহি। গতকাল সকালে মাহির স্বামী রকিব গ্রেপ্তার এড়িয়ে ঢাকায় ফিরেছেন। বিমানবন্দরে ফুল হাতে তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন মাহি।
অন্যদিকে, রহমত উল্ল্যাহ নামের এক প্রযোজক চলচ্চিত্র শিল্পী সমিতিসহ এফডিসির কয়েকটি সংগঠনে শাকিব খানের বিরুদ্ধে অপেশাদার আচরণ, চুক্তিভঙ্গ এবং একজন সহকারী প্রযোজকের শ্লীলতাহানির মতো অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে প্রযোজক ও শাকিব খান একটি বৈঠকে বসলেও ১৮ মার্চ মধ্যরাতে ওই প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় যান শাকিব। তবে পুলিশ তাঁর মামলাটি না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছে। শাকিব জানিয়েছেন, তিনি আজ-কালের মধ্যেই আদালতে যাবেন। তবে গতকাল তিনি গিয়েছিলেন পুলিশের ডিবি কার্যালয়ে। সেখানে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।
খ্যাতিমান দুই তারকাকে ঘিরে এমন ঘটনায় ঢালিউডে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের মন্তব্যের পাশাপাশি ঢাকাই সিনেমার সাম্প্রতিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। এ বিষয়ে কী ভাবছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা? ইন্ডাস্ট্রিতেই-বা কী প্রভাব পড়তে পারে এমন ঘটনায়? জানতে চাইলে পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বলেন, ‘তাঁরা দুজনেই ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো কাজ করেছেন। ইন্ডাস্ট্রিতে তাঁদের অনেক অবদান আছে। তবে এখন যে ঘটনাগুলো ঘটছে, এটা একান্তই তাঁদের ব্যক্তিগত বিষয়। এটা তাঁরা নিজেরা সমাধান করবেন। আমার কোনো পরামর্শ নেই।’
শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন রয়েছেন দেশের বাইরে। সাধারণ সম্পাদক অভিনেত্রী নিপুণ আক্তার জানিয়েছেন, দেশে ফিরে শাকিব খানের বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন ইলিয়াস কাঞ্চন। শিল্পী সমিতি যেহেতু অভিনয়শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করে, তাই অভিনেতা শাকিব খানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সমিতির সদস্যরা। মাহিয়া মাহির বিষয়ে নিপুণ আক্তার বলেছেন, ‘যেহেতু মাহিয়া মাহির বিষয়টি একান্তই তাঁর ব্যক্তিগত ও পারিবারিক, তাই এ বিষয়ে শিল্পী সমিতির ভূমিকা কী হতে পারে, সে বিষয়ে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি।’ চিত্রনায়ক রিয়াজ বলেছেন, ‘মাহির ঘটনাটি একান্তই তাঁর ব্যক্তিগত। তবে আমরা চাই, মাহি যেন সুবিচার পান।’
অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন। তবে এ কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন ৯ মাসের অন্তঃসত্ত্বা। তাঁর অভিযোগের তদন্ত চলুক, কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তাঁর সন্তানের যেন কোনো ক্ষতি না হয়।’
খ্যাতিমান প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘শাকিব খানের ঘটনাটি আলোচনার মাধ্যমে সমাধান হয়ে গেলে ভালো হতো। আমরা সেই চেষ্টা করেছিলাম। কিন্তু শুনলাম, শাকিব এখন আদালতের শরণাপন্ন হচ্ছেন। অন্যদিকে মাহির ঘটনাটি একেবারেই পারিবারিক। এটা তাঁর স্বামীকেই সামলানো উচিত ছিল। মাহি আড়ালে থাকলেই ভালো করতেন। তাঁর মনে রাখা উচিত ছিল, তিনি একজন সেলিব্রিটি। এই যে ঘটনাগুলো, এগুলো তো আমাদের ইন্ডাস্ট্রিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। এমনিতেই ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে অনেকে ভালো ধারণা পোষণ করেন না। তার ওপরে এসব ঘটনা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে আরও নেতিবাচক ধারণার জন্ম দেবে।’
সম্প্রতি ওমরাহ পালনে সৌদি আরবে যান মাহিয়া মাহি ও তাঁর স্বামী রকিব সরকার। সেখান থেকে গত শুক্রবার ফেসবুকে লাইভে এসে মাহি অভিযোগ করেন, গাজীপুরে তাঁর স্বামীর গাড়ির শোরুমে ভাঙচুর চালানো হয়েছে। ওই ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতা এবং ঘুষ নেওয়ার অভিযোগও করেন তিনি। এতে মানহানির অভিযোগ এনে মাহি ও তাঁর স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। এ ছাড়া জমি দখলের অভিযোগে তাঁদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।
শনিবার সৌদি আরব থেকে দেশে ফেরেন মাহি। তবে তাঁর সঙ্গে ফেরেননি রকিব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করা হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তাঁকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে একই আদালতে জামিন পান মাহি। গতকাল সকালে মাহির স্বামী রকিব গ্রেপ্তার এড়িয়ে ঢাকায় ফিরেছেন। বিমানবন্দরে ফুল হাতে তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন মাহি।
অন্যদিকে, রহমত উল্ল্যাহ নামের এক প্রযোজক চলচ্চিত্র শিল্পী সমিতিসহ এফডিসির কয়েকটি সংগঠনে শাকিব খানের বিরুদ্ধে অপেশাদার আচরণ, চুক্তিভঙ্গ এবং একজন সহকারী প্রযোজকের শ্লীলতাহানির মতো অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে প্রযোজক ও শাকিব খান একটি বৈঠকে বসলেও ১৮ মার্চ মধ্যরাতে ওই প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় যান শাকিব। তবে পুলিশ তাঁর মামলাটি না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছে। শাকিব জানিয়েছেন, তিনি আজ-কালের মধ্যেই আদালতে যাবেন। তবে গতকাল তিনি গিয়েছিলেন পুলিশের ডিবি কার্যালয়ে। সেখানে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।
খ্যাতিমান দুই তারকাকে ঘিরে এমন ঘটনায় ঢালিউডে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের মন্তব্যের পাশাপাশি ঢাকাই সিনেমার সাম্প্রতিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। এ বিষয়ে কী ভাবছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা? ইন্ডাস্ট্রিতেই-বা কী প্রভাব পড়তে পারে এমন ঘটনায়? জানতে চাইলে পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বলেন, ‘তাঁরা দুজনেই ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো কাজ করেছেন। ইন্ডাস্ট্রিতে তাঁদের অনেক অবদান আছে। তবে এখন যে ঘটনাগুলো ঘটছে, এটা একান্তই তাঁদের ব্যক্তিগত বিষয়। এটা তাঁরা নিজেরা সমাধান করবেন। আমার কোনো পরামর্শ নেই।’
শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন রয়েছেন দেশের বাইরে। সাধারণ সম্পাদক অভিনেত্রী নিপুণ আক্তার জানিয়েছেন, দেশে ফিরে শাকিব খানের বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন ইলিয়াস কাঞ্চন। শিল্পী সমিতি যেহেতু অভিনয়শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করে, তাই অভিনেতা শাকিব খানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সমিতির সদস্যরা। মাহিয়া মাহির বিষয়ে নিপুণ আক্তার বলেছেন, ‘যেহেতু মাহিয়া মাহির বিষয়টি একান্তই তাঁর ব্যক্তিগত ও পারিবারিক, তাই এ বিষয়ে শিল্পী সমিতির ভূমিকা কী হতে পারে, সে বিষয়ে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি।’ চিত্রনায়ক রিয়াজ বলেছেন, ‘মাহির ঘটনাটি একান্তই তাঁর ব্যক্তিগত। তবে আমরা চাই, মাহি যেন সুবিচার পান।’
অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন। তবে এ কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন ৯ মাসের অন্তঃসত্ত্বা। তাঁর অভিযোগের তদন্ত চলুক, কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তাঁর সন্তানের যেন কোনো ক্ষতি না হয়।’
খ্যাতিমান প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘শাকিব খানের ঘটনাটি আলোচনার মাধ্যমে সমাধান হয়ে গেলে ভালো হতো। আমরা সেই চেষ্টা করেছিলাম। কিন্তু শুনলাম, শাকিব এখন আদালতের শরণাপন্ন হচ্ছেন। অন্যদিকে মাহির ঘটনাটি একেবারেই পারিবারিক। এটা তাঁর স্বামীকেই সামলানো উচিত ছিল। মাহি আড়ালে থাকলেই ভালো করতেন। তাঁর মনে রাখা উচিত ছিল, তিনি একজন সেলিব্রিটি। এই যে ঘটনাগুলো, এগুলো তো আমাদের ইন্ডাস্ট্রিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। এমনিতেই ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে অনেকে ভালো ধারণা পোষণ করেন না। তার ওপরে এসব ঘটনা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে আরও নেতিবাচক ধারণার জন্ম দেবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৯ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে