নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় বসতঘর থেকে ঝুমা আক্তার (২৩) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের মেছুয়াবাজার সংলগ্ন শহীদ মিনার এলাকায় বাবারবাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরিবার বলছে এটি হত্যাকাণ্ড। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহত ঝুমা আক্তার শহরের নাগড়া এলাকার মীর বাড়ির মুখশেদ আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী। নিহত ঝুমার বাবা মাহফুজুর রহমান ও তার যমজ বোন রুমার দাবি, ঝুমাকে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে তার স্বামী আব্দুল্লাহ। তবে পুলিশ বলছে, এটিকে আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
নিহত ঝুমার পরিবার সূত্রে জানায়, ২০২০ সালের জুন মাসের ১১ তারিখ শহরের নাগড়া এলাকার মোকশেদ মিয়ার ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হয় মাহফুজুর রহমানের মেয়ে ঝুমার। বিয়ের পর থেকেই আব্দুল্লাহ পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল ঝুমাকে। তাছাড়া বাসার জায়গাও লিখে দিতে বলেছিল। গত ১০ অক্টোবর অন্তঃসত্ত্বা ঝুমাকে মারধর করে তার স্বামী আব্দুল্লাহ। পেটে লাথি দেয়। এতে তার পেটের বাচ্চাটি নষ্ট হয়ে যায়। পরে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা বলেন, এটা পুলিশ কেস। এরপর ১৪ অক্টোবর থানায় একটি জিডি করে ঝুমার পরিবার। এদিন বিকেলেই ঝুমার বাবার বাসায় এসে তাকে শাসিয়ে যান আব্দুল্লাহ। গত রোববার বোন ও মা ঝুমাকে শহরের বাসায় একা রেখে মামার বাড়ি ওয়েলপাড়ায় যান। ঝুমার বাবা মাহফুজুর রহমান শহরের কাটলি এলাকায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ছিলেন।
ঘটনার দিন গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে ঝুমার স্বামী আবদুল্লাহ রুমার ফোনের মাধ্যমে তার মাকে জানান, আপনার মেয়ে হারপিক খেয়েছে। তাকে এসে বাঁচান। এরপর ঝুমা আর তার মা সন্ধ্যা ছয়টার দিকে বাসায় আসেন। আসার পর দেখেন দরজা বন্ধ। জানালা খোলা। তার বোনের পা বিছানার সঙ্গে লাগানো। ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেওয়া। ।
ঝুমার যমজ বোন রুমা বলেন, আমি নিজ হাতে আমার বোনকে গোসল করিয়ে দাফন করেছি। তার দুটি দাঁত ভাঙা ছিল। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তার নাক ও কান দিয়ে রক্ত পড়ছিল। তিনি অভিযোগ করে বলেন, ঝুমার স্বামী আবদুল্লাহ তাকে হত্যার পর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। অভিযোগের বিষয়ে নিহত ঝুমার স্বামী আব্দুল্লাহর মোবাইলে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরতাল রিপোর্টে আমাদের কাছে এটা আত্মহত্যা বলেই মনে হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
নেত্রকোনায় বসতঘর থেকে ঝুমা আক্তার (২৩) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের মেছুয়াবাজার সংলগ্ন শহীদ মিনার এলাকায় বাবারবাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরিবার বলছে এটি হত্যাকাণ্ড। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহত ঝুমা আক্তার শহরের নাগড়া এলাকার মীর বাড়ির মুখশেদ আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী। নিহত ঝুমার বাবা মাহফুজুর রহমান ও তার যমজ বোন রুমার দাবি, ঝুমাকে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে তার স্বামী আব্দুল্লাহ। তবে পুলিশ বলছে, এটিকে আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
নিহত ঝুমার পরিবার সূত্রে জানায়, ২০২০ সালের জুন মাসের ১১ তারিখ শহরের নাগড়া এলাকার মোকশেদ মিয়ার ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হয় মাহফুজুর রহমানের মেয়ে ঝুমার। বিয়ের পর থেকেই আব্দুল্লাহ পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল ঝুমাকে। তাছাড়া বাসার জায়গাও লিখে দিতে বলেছিল। গত ১০ অক্টোবর অন্তঃসত্ত্বা ঝুমাকে মারধর করে তার স্বামী আব্দুল্লাহ। পেটে লাথি দেয়। এতে তার পেটের বাচ্চাটি নষ্ট হয়ে যায়। পরে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা বলেন, এটা পুলিশ কেস। এরপর ১৪ অক্টোবর থানায় একটি জিডি করে ঝুমার পরিবার। এদিন বিকেলেই ঝুমার বাবার বাসায় এসে তাকে শাসিয়ে যান আব্দুল্লাহ। গত রোববার বোন ও মা ঝুমাকে শহরের বাসায় একা রেখে মামার বাড়ি ওয়েলপাড়ায় যান। ঝুমার বাবা মাহফুজুর রহমান শহরের কাটলি এলাকায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ছিলেন।
ঘটনার দিন গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে ঝুমার স্বামী আবদুল্লাহ রুমার ফোনের মাধ্যমে তার মাকে জানান, আপনার মেয়ে হারপিক খেয়েছে। তাকে এসে বাঁচান। এরপর ঝুমা আর তার মা সন্ধ্যা ছয়টার দিকে বাসায় আসেন। আসার পর দেখেন দরজা বন্ধ। জানালা খোলা। তার বোনের পা বিছানার সঙ্গে লাগানো। ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেওয়া। ।
ঝুমার যমজ বোন রুমা বলেন, আমি নিজ হাতে আমার বোনকে গোসল করিয়ে দাফন করেছি। তার দুটি দাঁত ভাঙা ছিল। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তার নাক ও কান দিয়ে রক্ত পড়ছিল। তিনি অভিযোগ করে বলেন, ঝুমার স্বামী আবদুল্লাহ তাকে হত্যার পর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। অভিযোগের বিষয়ে নিহত ঝুমার স্বামী আব্দুল্লাহর মোবাইলে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরতাল রিপোর্টে আমাদের কাছে এটা আত্মহত্যা বলেই মনে হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে