রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদস্যদের হাতে ভারী অস্ত্র ধরে রাখার দিন ফুরাচ্ছে। অস্ত্র, হ্যান্ডকাফ, ওয়াকিটকিসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম আটকে রাখতে পুলিশের পোশাকে যুক্ত হচ্ছে ট্যাকটিক্যাল বেল্ট। ইতিমধ্যে ৪০০ জন পুলিশ সদস্যকে এই বেল্ট দেওয়া হয়েছে।
উন্নত দেশের পুলিশ বাহিনীর আদলে বাংলাদেশ পুলিশকেও সাজাতে ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশের পর রাজশাহী মহানগর পুলিশেও এল ট্যাকটিক্যাল বেল্ট। পুলিশের দুই হাত ফাঁকা রেখে সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক পুলিশ লাইনসে প্রধান অতিথি হিসেবে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে ট্যাকটিক্যাল বেল্ট পরিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপপুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান ও উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্যাকটিক্যাল বেল্ট পরে ৪০০ পুলিশ সদস্য শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলায় দায়িত্ব পালন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ পুলিশকে উন্নত ও সমৃদ্ধ বাহিনী হিসেবে গড়ে তুলতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে আইজিপি পুলিশ সদস্যদের ক্ষুদ্রাস্ত্র বহনের জন্য ট্যাকটিক্যাল বেল্টের ব্যবস্থা করেছেন। এরই ধারাবাহিকতায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে ৪০০টি ট্যাকটিক্যাল বেল্ট সরবরাহ করা হয়েছে। পর্যায়ক্রমে সব পুলিশ সদস্যের ট্যাকটিক্যাল বেল্ট দেওয়া হবে।
পুলিশ কমিশনার আরও বলেন, ট্যাকটিক্যাল বেল্ট ব্যবহারের ফলে পুলিশের দুই হাত ফাঁকা থাকবে। দ্রুত তাঁরা সহযোগিতার হাত বাড়াতে পারবেন। এই বেল্ট ব্যবহারের ফলে উন্নত দেশের পুলিশের মতো বাংলাদেশ পুলিশের গেটআপেও পরিবর্তন আসবে। পুলিশের দক্ষতা বাড়বে এবং জনগণকে আরও সহজে দ্রুততার সঙ্গে সেবা দিতে পারবে।
আরএমপির উপপুলিশ কমিশনার (লজিস্টিক) সাইফুদ্দিন শাহীন জানান, নতুন এই বেল্ট ব্যবহারে আরএমপি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ছয় চেম্বারের আধুনিক এই ট্যাকটিক্যাল বেল্টে থাকবে পিস্তল, হ্যান্ডকাফ, অতিরিক্ত ম্যাগাজিন, এক্সপেন্ডেবল বাটন, পানির বোতল, টর্চ লাইট ও ওয়াকিটকি। সর্বাধুনিক এই অপারেশনাল গিয়ারে ট্যাকটিক্যাল বেল্ট, স্মল আর্মস উইদ থাই হোলেস্টার ও হ্যান্ডস ফ্রি কমিউনিকেশন যুক্ত করা হয়েছে। এটি ব্যবহার করে পুলিশ সদস্যরা আরও সক্রিয়ভাবে ডিউটি করবেন।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদস্যদের হাতে ভারী অস্ত্র ধরে রাখার দিন ফুরাচ্ছে। অস্ত্র, হ্যান্ডকাফ, ওয়াকিটকিসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম আটকে রাখতে পুলিশের পোশাকে যুক্ত হচ্ছে ট্যাকটিক্যাল বেল্ট। ইতিমধ্যে ৪০০ জন পুলিশ সদস্যকে এই বেল্ট দেওয়া হয়েছে।
উন্নত দেশের পুলিশ বাহিনীর আদলে বাংলাদেশ পুলিশকেও সাজাতে ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশের পর রাজশাহী মহানগর পুলিশেও এল ট্যাকটিক্যাল বেল্ট। পুলিশের দুই হাত ফাঁকা রেখে সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক পুলিশ লাইনসে প্রধান অতিথি হিসেবে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে ট্যাকটিক্যাল বেল্ট পরিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপপুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান ও উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্যাকটিক্যাল বেল্ট পরে ৪০০ পুলিশ সদস্য শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলায় দায়িত্ব পালন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ পুলিশকে উন্নত ও সমৃদ্ধ বাহিনী হিসেবে গড়ে তুলতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে আইজিপি পুলিশ সদস্যদের ক্ষুদ্রাস্ত্র বহনের জন্য ট্যাকটিক্যাল বেল্টের ব্যবস্থা করেছেন। এরই ধারাবাহিকতায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে ৪০০টি ট্যাকটিক্যাল বেল্ট সরবরাহ করা হয়েছে। পর্যায়ক্রমে সব পুলিশ সদস্যের ট্যাকটিক্যাল বেল্ট দেওয়া হবে।
পুলিশ কমিশনার আরও বলেন, ট্যাকটিক্যাল বেল্ট ব্যবহারের ফলে পুলিশের দুই হাত ফাঁকা থাকবে। দ্রুত তাঁরা সহযোগিতার হাত বাড়াতে পারবেন। এই বেল্ট ব্যবহারের ফলে উন্নত দেশের পুলিশের মতো বাংলাদেশ পুলিশের গেটআপেও পরিবর্তন আসবে। পুলিশের দক্ষতা বাড়বে এবং জনগণকে আরও সহজে দ্রুততার সঙ্গে সেবা দিতে পারবে।
আরএমপির উপপুলিশ কমিশনার (লজিস্টিক) সাইফুদ্দিন শাহীন জানান, নতুন এই বেল্ট ব্যবহারে আরএমপি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ছয় চেম্বারের আধুনিক এই ট্যাকটিক্যাল বেল্টে থাকবে পিস্তল, হ্যান্ডকাফ, অতিরিক্ত ম্যাগাজিন, এক্সপেন্ডেবল বাটন, পানির বোতল, টর্চ লাইট ও ওয়াকিটকি। সর্বাধুনিক এই অপারেশনাল গিয়ারে ট্যাকটিক্যাল বেল্ট, স্মল আর্মস উইদ থাই হোলেস্টার ও হ্যান্ডস ফ্রি কমিউনিকেশন যুক্ত করা হয়েছে। এটি ব্যবহার করে পুলিশ সদস্যরা আরও সক্রিয়ভাবে ডিউটি করবেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে