রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্ত্রোপচার কক্ষ তিন সপ্তাহ ধরে বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকের অভাবে অস্ত্রোপচার সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন অন্তঃসত্ত্বা নারীরা। স্বল্প মূল্যের সেবা বঞ্চিত হয়ে বাড়তি অর্থ খরচে তাঁদের এখন বেসরকারি হাসপাতালের দ্বারস্থ হতে হচ্ছে।
প্রসবজনিত জরুরি সেবা (ইওসি) টিমের সদস্য চিকিৎসা কর্মকর্তা (গাইনি) শামীমা নাসরিন বদলি হয়ে গত ১৬ জানুয়ারি অন্যত্র চলে যান। এরপর থেকে চিকিৎসকের অভাবে অপারেশন থিয়েটারটি বন্ধ করে দেওয়া হয়। প্রতিদিন অসংখ্য গর্ভবতী নারী এখানে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে স্বাভাবিক প্রসব করানো সম্ভব হলেও জরুরি অস্ত্রোপচার (সিজার) করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এ কারণে অনেক গরিব রোগী আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত ৩৪৪ জন গর্ভবতী নারী এখানে সন্তান জন্ম দেন। এর মধ্যে ১৭৯ জন স্বাভাবিক ও ১৬৫ জন অস্ত্রোপচারে সন্তান প্রসব করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেবিকা ইয়াসমিন আক্তার বলেন, ‘গর্ভবতী নারীদের স্বাভাবিক প্রসব ও পরামর্শ সেবা চালু রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট চিকিৎসকের অভাবে কোনো অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। গরিব রোগীদের কান্না আমাদেরও কষ্ট দিচ্ছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অবেদনবিদ) মোবারক হোসেন বলেন, ‘ইওসি টিমে একজন গাইনি চিকিৎসকের অভাবে আমাদের এখানে আপাতত কোনো অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। রোগীরা চোখের সামনে কান্না শুরু করলেও তাঁদের জন্য কিছু করতে না পারায় আমরাও কষ্টে রয়েছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন বলেন, প্রসবজনিত জরুরি সেবা (ইওসি) বিভাগে একজন গাইনি চিকিৎসকের অভাবে অপারেশন (সিজার) করা সম্ভব হচ্ছে না। এ কারণে অপারেশন থিয়েটারটি বন্ধ রাখা হয়েছে। নতুন চিকিৎসকের পদায়নের জন্য আমরা সিভিল সার্জন অফিসের মাধ্যমে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আহমেদ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কয়েক দিন আগে এ জেলায় যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে আমি অবহিত হয়েছি। দ্রুত একজন চিকিৎসকে পদায়নের জন্য পদক্ষেপ নেওয়া হবে।’
আজকের পত্রিকায় গত ২৬ জানুয়ারি ‘প্রসূতি সেবাপ্রার্থীরা এবার সরকারি হাসপাতালমুখী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে বলা হয়, ভালো সেবা পেয়ে সরকারি এই হাসপাতালে সেবা নিতে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। কিন্তু কিছুদিনের মধ্যেই হাসপাতালে এই সংকট দেখা দিল।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্ত্রোপচার কক্ষ তিন সপ্তাহ ধরে বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকের অভাবে অস্ত্রোপচার সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন অন্তঃসত্ত্বা নারীরা। স্বল্প মূল্যের সেবা বঞ্চিত হয়ে বাড়তি অর্থ খরচে তাঁদের এখন বেসরকারি হাসপাতালের দ্বারস্থ হতে হচ্ছে।
প্রসবজনিত জরুরি সেবা (ইওসি) টিমের সদস্য চিকিৎসা কর্মকর্তা (গাইনি) শামীমা নাসরিন বদলি হয়ে গত ১৬ জানুয়ারি অন্যত্র চলে যান। এরপর থেকে চিকিৎসকের অভাবে অপারেশন থিয়েটারটি বন্ধ করে দেওয়া হয়। প্রতিদিন অসংখ্য গর্ভবতী নারী এখানে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে স্বাভাবিক প্রসব করানো সম্ভব হলেও জরুরি অস্ত্রোপচার (সিজার) করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এ কারণে অনেক গরিব রোগী আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত ৩৪৪ জন গর্ভবতী নারী এখানে সন্তান জন্ম দেন। এর মধ্যে ১৭৯ জন স্বাভাবিক ও ১৬৫ জন অস্ত্রোপচারে সন্তান প্রসব করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেবিকা ইয়াসমিন আক্তার বলেন, ‘গর্ভবতী নারীদের স্বাভাবিক প্রসব ও পরামর্শ সেবা চালু রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট চিকিৎসকের অভাবে কোনো অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। গরিব রোগীদের কান্না আমাদেরও কষ্ট দিচ্ছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অবেদনবিদ) মোবারক হোসেন বলেন, ‘ইওসি টিমে একজন গাইনি চিকিৎসকের অভাবে আমাদের এখানে আপাতত কোনো অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। রোগীরা চোখের সামনে কান্না শুরু করলেও তাঁদের জন্য কিছু করতে না পারায় আমরাও কষ্টে রয়েছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন বলেন, প্রসবজনিত জরুরি সেবা (ইওসি) বিভাগে একজন গাইনি চিকিৎসকের অভাবে অপারেশন (সিজার) করা সম্ভব হচ্ছে না। এ কারণে অপারেশন থিয়েটারটি বন্ধ রাখা হয়েছে। নতুন চিকিৎসকের পদায়নের জন্য আমরা সিভিল সার্জন অফিসের মাধ্যমে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আহমেদ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কয়েক দিন আগে এ জেলায় যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে আমি অবহিত হয়েছি। দ্রুত একজন চিকিৎসকে পদায়নের জন্য পদক্ষেপ নেওয়া হবে।’
আজকের পত্রিকায় গত ২৬ জানুয়ারি ‘প্রসূতি সেবাপ্রার্থীরা এবার সরকারি হাসপাতালমুখী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে বলা হয়, ভালো সেবা পেয়ে সরকারি এই হাসপাতালে সেবা নিতে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। কিন্তু কিছুদিনের মধ্যেই হাসপাতালে এই সংকট দেখা দিল।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে