১৪০০ কৃষক পেলেন বীজ-সার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২১, ১০: ১৮
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০৮: ৫৮

গাজীপুরের কালিয়াকৈরের ১ হাজার ৪০০ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ বীজ ও সার দেওয়া হয়।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ সময় উপজেলার ১ হাজার ৪০০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত