নেইমারের বিকল্প তাহলে কে

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২, ১১: ৩৬

সার্বিয়ার বিপক্ষে জিতলেও হারাতে হয়েছে দলের সেরা খেলোয়াড়কে। প্রথম রাউন্ডের বাকি দুই ম্যাচে না পেলেও নকআউট পর্বে গেলে নেইমারকে পেতে পারে ব্রাজিল। তবে দানিলোর বিশ্বকাপ শেষ হয়েই গেছে। নেইমার-দানিলোর বিকল্প চিন্তা করতে হচ্ছে ব্রাজিল কোচ-অধিনায়কের। এখানেই শেষ নয়, সুইজারল্যান্ডের ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েছেন লুকাস পাকুয়েতাও।

চোটজর্জর ব্রাজিলের অবশ্য বিকল্পের জন্য বসে থাকতে হচ্ছে না, ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন কোচ তিতে। তবে সেটি নিয়ে খোলাখুলি কিছু বলতে চাননি তিনি, ‘আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে রেখেছি। কিন্তু ম্যাচের আগে তা বলতে চাই না।’ তবে কাসেমিরো ইঙ্গিত দিয়েছেন রদ্রিগো খেলতে পারেন।

স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্য থেকে যে কাউকে যেকোনো পজিশনে খেলাতে পারেন তিতে। পাকুয়েতার জায়গায় ব্রাজিল কোচের পছন্দ রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এদার মিলিতাও। তিতে বললেন, ‘কৌশলগত জায়গা থেকে, স্কোয়াডের সদস্যদের মধ্য থেকে খেলোয়াড়দের বৈশিষ্ট্যগত বা আচরণগত পরিবর্তন নিয়ে যেকোনো সিদ্ধান্ত নিতে পারি। মিলিতাও আগেও এই পজিশনে খেলেছে। তার ব্যক্তিত্বের সঙ্গে যায় বিষয়টি।’

নিলোর জায়গায় দানি আলভেস মাঠে নামবেন কি না এ বিষয়ে নিশ্চিত করেননি ব্রাজিল কোচ। কৌশলগত ও নেতৃত্বগুণের জন্য দানিকে প্রয়োজন বলেও জানিয়েছেন তিতে। তাঁর ব্যাপারে সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের আগপর্যন্ত। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

ভারত ও তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত