শীতে ত্বকের যত্নে ৫ ভুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২২, ০৪: ২০
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১২: ৪০

আবহাওয়া বদলানোর সঙ্গে সঙ্গে আমাদের পোশাকেই শুধু নয়, ত্বকেও পরিবর্তন আসে। যে ব্যক্তি সারা বছর কোনো স্কিন কেয়ার পণ্য ব্যবহার করে না, সেও এ সময় কোল্ড ক্রিম মুখে লাগাতে বাধ্য হয়। সুতরাং বুঝতেই পারছেন, শীতের মৌসুমে ত্বকের যত্ন নিতে হয় বিশেষভাবে। এ সময় রুক্ষ্ম-শুষ্ক চামড়া ও চুল নিয়ে ঘুরতে না চাইলে ৫ ভুল এড়িয়ে চলুন।

ঠোঁটের যত্ন না নেওয়া
তেল গ্রন্থির সংখ্যা কম থাকায় শীতকালের শুষ্ক আবহাওয়ায় ঠোঁট ফেঁটে যায়। দিনের পর দিন শুষ্ক থাকলে ঠোঁট ফেটে রক্তও বের হয়। সে এক গুরুতর অবস্থা। এই সময় ঠোঁটে লিপ বাম বা পেট্রোলিয়াম জেলি লাগাতে ভুলবেন না।

অতিরিক্ত গরম পানি
গরম পানিতে শরীর ভেজানো বেশ আরামদায়ক। অনেকেই এ সময় গরম পানিতে গোসল করেন। তবে মনে রাখবেন, পানি যত গরম হবে ত্বকও তত খসখসে হয়ে উঠবে। তাই হালকা গরম পানিতে গোসল করা ভালো। খুব বেশি ঠাণ্ডা পড়লে গরম পানি নিতে পারেন। তবে সেক্ষেত্রে গোসল শেষ করেই শরীরে তেল, ক্রিম বা লোশন লাগানো জরুরি।

গ্রীষ্মের স্কিন কেয়ার শীতকালে
অনেকে সারা বছরই গোসলের পর নিয়ম করে লোশন বা জেল লাগান। তবে গরমকালের লোশন বা জেল শীতের উপযোগী নাও হতে পারে। ময়েশ্চারাইজারের পরিমাণ বেশি আছে এমন ফেসওয়াশ, ক্রিম ও সেরাম ব্যবহার করা ভালো। এতে দিনে কয়েকবার লোশন বা জেল লাগাতে হবে না।

সানস্ক্রিন না লাগানো
কুয়াশা ভেদ করে সূর্যের আলোর দেখা পাওয়া বেশ সুখকর, গায়ে রোদ লাগলেও আরাম। কিন্তু এই রোদ ত্বকের জন্য বেশ ক্ষতিকরও। চামড়ায় বলিরেখা পড়া ও রোদে পুড়ে ত্বকের ঔজ্জ্বল্য নষ্ট হওয়ার জন্য সূর্যের আলো দায়ী। তাই মুখে সানস্ক্রিন না লাগিয়ে রোদ পোহাবেন না।

নিম্নমানের প্রাইমার
মেকআপ করার পর অনেক সময় সাদা চামড়া ভেসে থাকে। শুষ্ক ত্বকে তাই মেকআপ করা ঠিক নয়। তাই শীতের দিনে মেকআপ করার আগে অবশ্যই ভালো মানের প্রাইমার লাগিয়ে নিতে হবে। এটি ময়েশ্চার ধরে রাখবে এবং ত্বক মেকআপ করার উপযোগী করে তুলবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত