শেরপুর প্রতিনিধি
শেরপুরে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ শেরপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দুপুরে শহরের শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সংস্কৃত শিক্ষা চালু, সকল বিদ্যালয়ে হিন্দু ধর্মের শিক্ষক নিয়োগ এবং হিন্দু বিবাহ নিবন্ধনের দায়িত্ব ব্রাহ্মণদের হাতে ন্যস্ত করার দাবি জানান।
এর আগে সকালে স্থানীয় সংগীত শিল্পীরা জাতীয় সংগীত ও রবীন্দ্র সংগীত ‘আনন্দলোকে, মঙ্গলালোকে বিরাজ, সত্য সুন্দরও’ গানটি পরিবেশন করেন। এ সময় জাতীয় পতাকা উত্তোলন ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশিদ।
মানিক চক্রবর্তীর সভাপতিত্বে সম্মেলনে বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের মহাসচিব বিজয় কৃষ্ণ ভট্টাচার্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব জয় শংকর চক্রবর্তী, সাংবাদিক আব্দুর রহিম বাদল ও দেবাশীষ ভট্টাচার্য।
বিদ্যুৎ চক্রবর্তীর সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে পুরোহিত কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ভট্টাচার্য, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জীত চক্রবর্তী সঞ্জু, শিক্ষাবিদ মদন চক্রবর্তী ও জীবন চক্রবর্তীসহ জেলার পাঁচ উপজেলার ব্রাহ্মণ সংসদের আহ্বায়ক ও সদস্য সচিবগণ বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক মোমিনুর রশিদ তাঁর বক্তব্যে বলেন, পূজারি ব্রাহ্মণদের শুধু পূজা-পার্বণ করে দিন কাটালে চলবে না। তাদের ধর্ম চর্চার পাশাপাশি আয়বর্ধক কাজে মনোনিবেশ করতে হবে। ব্যবসা-বাণিজ্য, তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হতে হবে। তা না হলে তারা পিছিয়ে পড়বে। এ সময় তিনি দরিদ্র ব্রাহ্মণদের সকল ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে কবি কমল চক্রবর্তীকে সভাপতি ও শিক্ষক বিজয় কৃষ্ণ চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে শেরপুর জেলা কমিটি ও শিক্ষক মানিক চক্রবর্তী ও শিক্ষক বিদ্যুৎ কুমার চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা ব্রাহ্মণ সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে জেলার পাঁচ উপজেলার দুই শতাধিক ব্রাহ্মণ ও পুরোহিত উপস্থিত ছিলেন।
শেরপুরে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ শেরপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দুপুরে শহরের শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সংস্কৃত শিক্ষা চালু, সকল বিদ্যালয়ে হিন্দু ধর্মের শিক্ষক নিয়োগ এবং হিন্দু বিবাহ নিবন্ধনের দায়িত্ব ব্রাহ্মণদের হাতে ন্যস্ত করার দাবি জানান।
এর আগে সকালে স্থানীয় সংগীত শিল্পীরা জাতীয় সংগীত ও রবীন্দ্র সংগীত ‘আনন্দলোকে, মঙ্গলালোকে বিরাজ, সত্য সুন্দরও’ গানটি পরিবেশন করেন। এ সময় জাতীয় পতাকা উত্তোলন ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশিদ।
মানিক চক্রবর্তীর সভাপতিত্বে সম্মেলনে বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের মহাসচিব বিজয় কৃষ্ণ ভট্টাচার্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব জয় শংকর চক্রবর্তী, সাংবাদিক আব্দুর রহিম বাদল ও দেবাশীষ ভট্টাচার্য।
বিদ্যুৎ চক্রবর্তীর সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে পুরোহিত কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ভট্টাচার্য, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জীত চক্রবর্তী সঞ্জু, শিক্ষাবিদ মদন চক্রবর্তী ও জীবন চক্রবর্তীসহ জেলার পাঁচ উপজেলার ব্রাহ্মণ সংসদের আহ্বায়ক ও সদস্য সচিবগণ বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক মোমিনুর রশিদ তাঁর বক্তব্যে বলেন, পূজারি ব্রাহ্মণদের শুধু পূজা-পার্বণ করে দিন কাটালে চলবে না। তাদের ধর্ম চর্চার পাশাপাশি আয়বর্ধক কাজে মনোনিবেশ করতে হবে। ব্যবসা-বাণিজ্য, তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হতে হবে। তা না হলে তারা পিছিয়ে পড়বে। এ সময় তিনি দরিদ্র ব্রাহ্মণদের সকল ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে কবি কমল চক্রবর্তীকে সভাপতি ও শিক্ষক বিজয় কৃষ্ণ চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে শেরপুর জেলা কমিটি ও শিক্ষক মানিক চক্রবর্তী ও শিক্ষক বিদ্যুৎ কুমার চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা ব্রাহ্মণ সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে জেলার পাঁচ উপজেলার দুই শতাধিক ব্রাহ্মণ ও পুরোহিত উপস্থিত ছিলেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে