শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদকে আওয়ামী লীগের মনোনয়ন তালিকায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে সুপারিশের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে উপজেলা আওয়ামী লীগ বলছে, এখনো তালিকা জমা দেওয়া হয়নি।
জানা গেছে, উপজেলার আটগাঁও ইউপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দীকের নাম মনোনয়ন তালিকায় রেখে সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত বুধবার আবু বক্কর সিদ্দীক আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে যান। সেই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অলিউল হক ও সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ওই বিএনপি নেতাকে দলীয় মনোনয়ন তালিকায় অন্তর্ভুক্ত করতে দিরাই-শাল্লার সাংসদ ড. জয়াসেনকে সুপারিশ করেন। ওই সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা কোনো বিরোধিতা করেননি বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন বলেন, ‘এই আবু বক্কর বিএনপির নেতা নন। আটগাও ইউনিয়নে দুই থেকে তিনজন আবু বক্কর সিদ্দীক রয়েছেন। তালিকা যাচাই বাছাই শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। যদি সত্য হয়, তাহলে যারা এই কাজটি করেছেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, ‘এখনো তালিকা জমা দেওয়া হয়নি। যাচাই বাছাই করে কেন্দ্রে জমা দেব।’
উপজেলা বিএনপির সভাপতি গনেন্দ্র সরকার বলেন, ‘আবু বক্কর সিদ্দিক উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক। লিখিতভাবে দল থেকে তিনি অব্যাহতি নেননি। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের আত্মীয়তার সুবাদে আবু বক্কর নৌকার মনোনয়ন চেয়েছেন।’
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদকে আওয়ামী লীগের মনোনয়ন তালিকায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে সুপারিশের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে উপজেলা আওয়ামী লীগ বলছে, এখনো তালিকা জমা দেওয়া হয়নি।
জানা গেছে, উপজেলার আটগাঁও ইউপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দীকের নাম মনোনয়ন তালিকায় রেখে সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত বুধবার আবু বক্কর সিদ্দীক আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে যান। সেই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অলিউল হক ও সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ওই বিএনপি নেতাকে দলীয় মনোনয়ন তালিকায় অন্তর্ভুক্ত করতে দিরাই-শাল্লার সাংসদ ড. জয়াসেনকে সুপারিশ করেন। ওই সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা কোনো বিরোধিতা করেননি বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন বলেন, ‘এই আবু বক্কর বিএনপির নেতা নন। আটগাও ইউনিয়নে দুই থেকে তিনজন আবু বক্কর সিদ্দীক রয়েছেন। তালিকা যাচাই বাছাই শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। যদি সত্য হয়, তাহলে যারা এই কাজটি করেছেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, ‘এখনো তালিকা জমা দেওয়া হয়নি। যাচাই বাছাই করে কেন্দ্রে জমা দেব।’
উপজেলা বিএনপির সভাপতি গনেন্দ্র সরকার বলেন, ‘আবু বক্কর সিদ্দিক উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক। লিখিতভাবে দল থেকে তিনি অব্যাহতি নেননি। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের আত্মীয়তার সুবাদে আবু বক্কর নৌকার মনোনয়ন চেয়েছেন।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে