রানা আহমেদ, নলডাঙ্গা (নাটোর)
নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিয়াড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে সড়কের নির্মাণসামগ্রী রেখে চলছে পিচ কার্পেটিংয়ের পাথর মিশ্রণের কাজ। পাশেই আগুন জ্বালিয়ে গোলানো হচ্ছে বিটুমিন। এতে কালো ধোঁয়ায় শ্বাসকষ্টসহ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে শিশু শিক্ষার্থীরা। অন্যদিকে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের ক্লাস। এদিকে উপজেলা প্রশাসন বিদ্যালয়ের মাঠ থেকে সড়কের নির্মাণসামগ্রী সরানোর চেষ্টা করেও পারেনি বলে জানা গেছে।
জানা গেছে, শিক্ষা কর্মকর্তা ইউএনওকে নিয়ে বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করে নির্মাণসামগ্রী সরিয়ে নিতে নির্দেশ দেন। কিন্তু নির্দেশের তোয়াক্কা করেননি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। এ ছাড়া বিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়েই এসব নির্মাণসামগ্রী রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আলামিন, বাঁধন ও রিয়া খাতুন বলে, ‘বিটুমিন গলানোর গন্ধে ক্লাসে বসা যাচ্ছে না। কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট হচ্ছে। মেশিনের শব্দে ক্লাসে স্যারদের কথা বোঝা যাচ্ছে না। আমরা মাঠে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে পারছি না।’
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজের সাব ঠিকাদার ইমরান হোসেন বলেন, ‘এলজিইডি বিভাগের কেশবপুর সড়কে কাজ করার জন্য বিদ্যালয়ের মাঠে নির্মাণসামগ্রী রেখে সড়ক নির্মাণকাজ শুরু করেছি। আগামী শুক্রবার পর্যন্ত কাজ চলবে। উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় এ কাজ চলছে।’
মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রৌকিয়া খাতুন বলেন, ‘গত ৩১ ডিসেম্বর থেকে ঠিকাদারের লোকজন আমাদের অনুমতি না নিয়ে নির্মাণসামগ্রী রেখে কার্যক্রম চালাচ্ছেন। বিদ্যালয় চলাকালীন বিটুমিন গলানোর গন্ধ ও কালো ধোঁয়ায় শিশু শিক্ষার্থীদের শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা হচ্ছে। বাচ্চারা মাঠে খেলাধুলা করতে পারছে না। ঠিকাদারের লোকজনকে নির্মাণসামগ্রী বারবার অনুরোধ করে সরিয়ে নিতে বললেও তাঁরা সরাচ্ছেন না। অভিভাবকেরা তাঁদের ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না। এ কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ বলেন, ‘বিদ্যালয়ের মাঠে সড়ক নির্মাণের সামগ্রী রেখে কার্যক্রম করার কোনো বিধান নাই। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানানোর পর আমি ইউএনও স্যারকে নিয়ে বিদ্যালয়ের মাঠে চলা কার্যক্রম বন্ধ করে ঠিকাদারের লোকজনকে নির্মাণসামগ্রী অন্যত্র সরিয়ে নিতে বলি। পরে মাঠের ছবি তুলে জেলা প্রশাসক স্যারকে দেওয়া হয়েছে। ঠিকাদাররা এসব কার্যক্রম চালানোর ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।’
ইউএনও দেওয়ান আকরামুল হক বলেন, ‘গত সোমবার আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম। ঠিকাদারদের নির্মাণসামগ্রী দ্রুত অন্যত্র সরিয়ে নিতে বলা হয়েছে। তারপরও যদি না সরায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিয়াড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে সড়কের নির্মাণসামগ্রী রেখে চলছে পিচ কার্পেটিংয়ের পাথর মিশ্রণের কাজ। পাশেই আগুন জ্বালিয়ে গোলানো হচ্ছে বিটুমিন। এতে কালো ধোঁয়ায় শ্বাসকষ্টসহ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে শিশু শিক্ষার্থীরা। অন্যদিকে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের ক্লাস। এদিকে উপজেলা প্রশাসন বিদ্যালয়ের মাঠ থেকে সড়কের নির্মাণসামগ্রী সরানোর চেষ্টা করেও পারেনি বলে জানা গেছে।
জানা গেছে, শিক্ষা কর্মকর্তা ইউএনওকে নিয়ে বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করে নির্মাণসামগ্রী সরিয়ে নিতে নির্দেশ দেন। কিন্তু নির্দেশের তোয়াক্কা করেননি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। এ ছাড়া বিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়েই এসব নির্মাণসামগ্রী রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আলামিন, বাঁধন ও রিয়া খাতুন বলে, ‘বিটুমিন গলানোর গন্ধে ক্লাসে বসা যাচ্ছে না। কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট হচ্ছে। মেশিনের শব্দে ক্লাসে স্যারদের কথা বোঝা যাচ্ছে না। আমরা মাঠে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে পারছি না।’
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজের সাব ঠিকাদার ইমরান হোসেন বলেন, ‘এলজিইডি বিভাগের কেশবপুর সড়কে কাজ করার জন্য বিদ্যালয়ের মাঠে নির্মাণসামগ্রী রেখে সড়ক নির্মাণকাজ শুরু করেছি। আগামী শুক্রবার পর্যন্ত কাজ চলবে। উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় এ কাজ চলছে।’
মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রৌকিয়া খাতুন বলেন, ‘গত ৩১ ডিসেম্বর থেকে ঠিকাদারের লোকজন আমাদের অনুমতি না নিয়ে নির্মাণসামগ্রী রেখে কার্যক্রম চালাচ্ছেন। বিদ্যালয় চলাকালীন বিটুমিন গলানোর গন্ধ ও কালো ধোঁয়ায় শিশু শিক্ষার্থীদের শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা হচ্ছে। বাচ্চারা মাঠে খেলাধুলা করতে পারছে না। ঠিকাদারের লোকজনকে নির্মাণসামগ্রী বারবার অনুরোধ করে সরিয়ে নিতে বললেও তাঁরা সরাচ্ছেন না। অভিভাবকেরা তাঁদের ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না। এ কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ বলেন, ‘বিদ্যালয়ের মাঠে সড়ক নির্মাণের সামগ্রী রেখে কার্যক্রম করার কোনো বিধান নাই। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানানোর পর আমি ইউএনও স্যারকে নিয়ে বিদ্যালয়ের মাঠে চলা কার্যক্রম বন্ধ করে ঠিকাদারের লোকজনকে নির্মাণসামগ্রী অন্যত্র সরিয়ে নিতে বলি। পরে মাঠের ছবি তুলে জেলা প্রশাসক স্যারকে দেওয়া হয়েছে। ঠিকাদাররা এসব কার্যক্রম চালানোর ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।’
ইউএনও দেওয়ান আকরামুল হক বলেন, ‘গত সোমবার আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম। ঠিকাদারদের নির্মাণসামগ্রী দ্রুত অন্যত্র সরিয়ে নিতে বলা হয়েছে। তারপরও যদি না সরায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪