হেমাঙ্গ বিশ্বাস ভারতীয় উপমহাদেশের গণসাংস্কৃতিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব। একই সঙ্গে সুরকার, সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক ছিলেন তিনি। তিনি লোকসংগীতের ভাব, সুর ও ভাষাকে গণসংগীতে রূপ দিয়ে নতুন এক ধারা সৃষ্টি করেছিলেন। তিনি ছিলেন সুরেলা কণ্ঠের অধিকারী। সেই প্রবাহ হেমাঙ্গ বিশ্বাসকে গায়ক থেকে গণসংগীতের শীর্ষে অধিষ্ঠিত করে।
যুবক বয়সেই ব্রিটিশদের শোষণ ও নিপীড়ন তাঁর দ্রোহী চেতনার স্ফুরণ ঘটায়। ব্রিটিশ বিতাড়নের স্বপ্নে তিনি এতটাই সংকল্পবদ্ধ হন যে, শিক্ষাজীবনের ইতি টানতে কুণ্ঠাবোধ করেননি। এরপর পার্টির কাজে হাটে-মাঠে-ঘাটে ঘুরে বেড়িয়েছেন।
হাইস্কুলে পড়ার সময়ই ১৯৩০ সালে ব্রিটিশদের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনে যোগ দেন। ১৪৪ ধারা ভেঙে মিটিং করার অপরাধে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আন্দোলন করতে গিয়ে ১৯৩২ সালে আবার গ্রেপ্তার হন তিনি। কারারুদ্ধ অবস্থায় কাটান দুই বছর ছয় মাস।
হেমাঙ্গ বিশ্বাসের বাবা ছিলেন হবিগঞ্জের চুনারুঘাটের জমিদার। তাঁদের পরিবারে রক্ষণশীলতা ও জাতবিচারের প্রাবল্য ছিল। ১৯৪০ সালে কমিউনিস্ট মতাদর্শের জন্য বাবার সঙ্গে আদর্শগত বিরোধের কারণে বাড়ি থেকে বিতাড়িত হন। সেখান থেকে শিলং চলে যান। এরপর কমিউনিস্ট পার্টির জন্য গ্রামে সংগঠন গড়ার কাজে মনোনিবেশ করেন। শ্রমিক আন্দোলনের সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন তিনি।
১৯৩৩ সালের ২০ জুন কলকাতায় অনুষ্ঠিত ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পী সংঘের সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি। ১৯৩৮-৩৯ সালের দিকে বিনয় রায়, নিরঞ্জন সেন, দেবব্রত বিশ্বাস প্রমুখের সঙ্গে ভারতীয় গণনাট্য সংঘ গঠন করেন। পঞ্চাশের দশকের শেষ অবধি তিনি এই সংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ১৯৪২ সালে রচনা করেন তাঁর বিখ্যাত গান ‘কাস্তেটারে দিও জোরে শান, কিষান ভাইরে...’।
তিনি শিল্পী ও কমিউনিস্ট হিসেবে কখনো অবসর গ্রহণ করেননি। মৃত্যুর আগ পর্যন্ত তাঁর জীবনের পথ ছিল চলমান। এই মহান শিল্পী ১৯৮৭ সালের ২২ নভেম্বর পৃথিবী ছেড়ে চলে যান।
হেমাঙ্গ বিশ্বাস ভারতীয় উপমহাদেশের গণসাংস্কৃতিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব। একই সঙ্গে সুরকার, সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক ছিলেন তিনি। তিনি লোকসংগীতের ভাব, সুর ও ভাষাকে গণসংগীতে রূপ দিয়ে নতুন এক ধারা সৃষ্টি করেছিলেন। তিনি ছিলেন সুরেলা কণ্ঠের অধিকারী। সেই প্রবাহ হেমাঙ্গ বিশ্বাসকে গায়ক থেকে গণসংগীতের শীর্ষে অধিষ্ঠিত করে।
যুবক বয়সেই ব্রিটিশদের শোষণ ও নিপীড়ন তাঁর দ্রোহী চেতনার স্ফুরণ ঘটায়। ব্রিটিশ বিতাড়নের স্বপ্নে তিনি এতটাই সংকল্পবদ্ধ হন যে, শিক্ষাজীবনের ইতি টানতে কুণ্ঠাবোধ করেননি। এরপর পার্টির কাজে হাটে-মাঠে-ঘাটে ঘুরে বেড়িয়েছেন।
হাইস্কুলে পড়ার সময়ই ১৯৩০ সালে ব্রিটিশদের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনে যোগ দেন। ১৪৪ ধারা ভেঙে মিটিং করার অপরাধে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আন্দোলন করতে গিয়ে ১৯৩২ সালে আবার গ্রেপ্তার হন তিনি। কারারুদ্ধ অবস্থায় কাটান দুই বছর ছয় মাস।
হেমাঙ্গ বিশ্বাসের বাবা ছিলেন হবিগঞ্জের চুনারুঘাটের জমিদার। তাঁদের পরিবারে রক্ষণশীলতা ও জাতবিচারের প্রাবল্য ছিল। ১৯৪০ সালে কমিউনিস্ট মতাদর্শের জন্য বাবার সঙ্গে আদর্শগত বিরোধের কারণে বাড়ি থেকে বিতাড়িত হন। সেখান থেকে শিলং চলে যান। এরপর কমিউনিস্ট পার্টির জন্য গ্রামে সংগঠন গড়ার কাজে মনোনিবেশ করেন। শ্রমিক আন্দোলনের সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন তিনি।
১৯৩৩ সালের ২০ জুন কলকাতায় অনুষ্ঠিত ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পী সংঘের সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি। ১৯৩৮-৩৯ সালের দিকে বিনয় রায়, নিরঞ্জন সেন, দেবব্রত বিশ্বাস প্রমুখের সঙ্গে ভারতীয় গণনাট্য সংঘ গঠন করেন। পঞ্চাশের দশকের শেষ অবধি তিনি এই সংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ১৯৪২ সালে রচনা করেন তাঁর বিখ্যাত গান ‘কাস্তেটারে দিও জোরে শান, কিষান ভাইরে...’।
তিনি শিল্পী ও কমিউনিস্ট হিসেবে কখনো অবসর গ্রহণ করেননি। মৃত্যুর আগ পর্যন্ত তাঁর জীবনের পথ ছিল চলমান। এই মহান শিল্পী ১৯৮৭ সালের ২২ নভেম্বর পৃথিবী ছেড়ে চলে যান।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে