পীরগঞ্জ প্রতিনিধি
পীরগঞ্জ উপজেলার রায়পুরে আঁখিরা নদীর ধার ঘেঁষে নির্মিত হয়েছিল জমিদার লাসমন সিংয়ের বাড়ি। তার মৃত্যুর পর দেশ বিভাগের আগে দুই ছেলে মুরালি সিং ও বদি সিং ভারতে চলে যান। আর কনিষ্ঠ ছেলে বীরেন সিং জমিদার বাড়িতে থেকে যান। পরে তিনিও চলে যান ভারতে। লাসমন সিংয়ের ১ হাজার ৯০০ বিঘা জমি পড়ে থাকে পীরগঞ্জসহ উত্তরের জনপদের বিভিন্ন এলাকায়। পরে জমিদারবাড়ি দেখাশোনার দায়িত্বে নিয়োজিতরা এ বিশাল সম্পত্তির মালিক বনে যান। দেশ স্বাধীনের পর এই জমিদারবাড়ির ভিটাটুকুও দখল করে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে নিশ্চিহ্ন হতে বসেছে জমিদার বাড়ির ঐতিহ্য।
সরেজমিন দেখা যায়, প্রাসাদের চারদিকে সারিবদ্ধভাবে লাগানো লম্বা নারিকেল গাছ ও ইট সুরকি দিয়ে নির্মিত আধা পাকা বিশাল প্রাচীর। প্রাচীর সংলগ্ন উল্টো দিকে দুটি বড় পুকুর, দক্ষিণ-পশ্চিম পাশে ছিল জমিদার বীরেন বাবুর বিচারালয়। এই বিচারালয়ে তিনি শুধুমাত্র অপরাধীদের একক উপস্থিতিতে বিচারকার্য ও শাস্তি প্রদান করতেন। বিচার কক্ষ থেকে সামনে সরু রাস্তা নেমে গেছে ইট বিছানো ঘাট আঁখিরা নদীতে। এখানেই স্নান করতেন জমিদার পরিবারের লোকজন। এখনো সেই স্মৃতি বিদ্যমান রয়েছে।
পশ্চিম পাশের অতিথিশালা, যা কিছুদিন পূর্বেও রায়পুর উচ্চবিদ্যালয়ের ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হতো। এখন ধসে পড়ার আশঙ্কায় ছাত্ররা সেখানে বসবাস ছেড়ে দিয়েছে। উল্টো দিকের কোনায় জমিদারের বসবার ঘর ও শোয়ার ঘর ছিল, সেটি ভেঙে এখন ইট সুরকির স্তূপে পরিণত হয়েছে।
জানা গেছে, পরিত্যক্ত এই জমিদার বাড়িতে অনেক মূল্যবান মূর্তি, পাথর, বিভিন্ন দামি তৈজসপত্র ছিল। কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে অনেক কিছুই চুরি হয়ে গেছে। এখনো চুরি যাচ্ছে ইট-পাথর।
পীরগঞ্জ উপজেলার রায়পুরে আঁখিরা নদীর ধার ঘেঁষে নির্মিত হয়েছিল জমিদার লাসমন সিংয়ের বাড়ি। তার মৃত্যুর পর দেশ বিভাগের আগে দুই ছেলে মুরালি সিং ও বদি সিং ভারতে চলে যান। আর কনিষ্ঠ ছেলে বীরেন সিং জমিদার বাড়িতে থেকে যান। পরে তিনিও চলে যান ভারতে। লাসমন সিংয়ের ১ হাজার ৯০০ বিঘা জমি পড়ে থাকে পীরগঞ্জসহ উত্তরের জনপদের বিভিন্ন এলাকায়। পরে জমিদারবাড়ি দেখাশোনার দায়িত্বে নিয়োজিতরা এ বিশাল সম্পত্তির মালিক বনে যান। দেশ স্বাধীনের পর এই জমিদারবাড়ির ভিটাটুকুও দখল করে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে নিশ্চিহ্ন হতে বসেছে জমিদার বাড়ির ঐতিহ্য।
সরেজমিন দেখা যায়, প্রাসাদের চারদিকে সারিবদ্ধভাবে লাগানো লম্বা নারিকেল গাছ ও ইট সুরকি দিয়ে নির্মিত আধা পাকা বিশাল প্রাচীর। প্রাচীর সংলগ্ন উল্টো দিকে দুটি বড় পুকুর, দক্ষিণ-পশ্চিম পাশে ছিল জমিদার বীরেন বাবুর বিচারালয়। এই বিচারালয়ে তিনি শুধুমাত্র অপরাধীদের একক উপস্থিতিতে বিচারকার্য ও শাস্তি প্রদান করতেন। বিচার কক্ষ থেকে সামনে সরু রাস্তা নেমে গেছে ইট বিছানো ঘাট আঁখিরা নদীতে। এখানেই স্নান করতেন জমিদার পরিবারের লোকজন। এখনো সেই স্মৃতি বিদ্যমান রয়েছে।
পশ্চিম পাশের অতিথিশালা, যা কিছুদিন পূর্বেও রায়পুর উচ্চবিদ্যালয়ের ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হতো। এখন ধসে পড়ার আশঙ্কায় ছাত্ররা সেখানে বসবাস ছেড়ে দিয়েছে। উল্টো দিকের কোনায় জমিদারের বসবার ঘর ও শোয়ার ঘর ছিল, সেটি ভেঙে এখন ইট সুরকির স্তূপে পরিণত হয়েছে।
জানা গেছে, পরিত্যক্ত এই জমিদার বাড়িতে অনেক মূল্যবান মূর্তি, পাথর, বিভিন্ন দামি তৈজসপত্র ছিল। কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে অনেক কিছুই চুরি হয়ে গেছে। এখনো চুরি যাচ্ছে ইট-পাথর।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে