সিলেট প্রতিনিধি
একসময় অনেকগুলো সিনেমা হল ছিল। এখন কোনো রকমে একটি চালু আছে। প্রবাসী অধ্যুষিত হওয়ার পরও সিলেটে ছিল না কোনো সিনেপ্লেক্স। ফলে এত দিন ভালো পরিবেশে বড় পর্দায় সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন সিলেটের সিনেমাপ্রেমী।
সিলেটে প্রথমবারের চালু হতে যাচ্ছে সিনেপ্লেক্স। আগামী ২৯ জুলাই ‘গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স’ নামের চলচ্চিত্র প্রদর্শন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’ অথবা ‘পরান’ প্রদর্শনের মাধ্যমে এই সিনেপ্লেক্সের উদ্বোধন হবে।
বিমানবন্দর সড়কের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে এই সিনেপ্লেক্স নির্মাণ করা হয়েছে। গত ১৫ জুন পাঁচ তারকা এই হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এত দিন সিনেপ্লেক্সটি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল। এবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার সময়ে এই সিনেপ্লেক্স চালু ইতিবাচক হিসেবে দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এর মাধ্যমে মানুষ হলে বসে ভালো ভালো ছবি দেখার সুযোগ পাবে বলে মনে করেন তাঁরা। ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’-এরই ব্যবস্থাপনায় নির্মিত হয়েছে ‘গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স’।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সিনেপ্লেক্সে একসঙ্গে ১৭০ জন বসে সিনেমা দেখতে পারবেন। আপাতত টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ ও ৫০০ টাকা। তবে প্রতিদিন কটি প্রদর্শনী হবে এবং তার সময়সূচি এখনো চূড়ান্ত করা হয়নি।
গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের সহকারী পরিচালক (মার্কেটিং ও কমিউনিকেশনস) আরিফা আফরোজ বলেন, ‘হোটেল নির্মাণের সময়ই সিনেপ্লেক্সটি তৈরি করা হয়। আমাদের সাউন্ড সিস্টেম যুক্তরাজ্য থেকে আনা এবং দেশের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির। এত দিন পরীক্ষামূলকভাবে এটি চালু ছিল। আমাদের অতিথিরা রাতের খাবারের সঙ্গে এখানে ফ্রি সিনেমা দেখার সুযোগ পেতেন। তবে ২৯ জুলাই থেকে এটি বাণিজ্যিকভাবে চালু হতে যাচ্ছে।’
সিনেপ্লেক্স চালুর খবরে ইতিবাচক সাড়া পাচ্ছেন জানিয়ে আরিফা বলেন, ‘মানুষ খুব খুশি, সিলেটে এ রকম একটা কিছু হওয়ায়। সিলেটে তো এ রকম পরিবেশে সিনেমা দেখার সুযোগ ছিল না। তাই সবাই এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।’
একসময় অনেকগুলো সিনেমা হল ছিল। এখন কোনো রকমে একটি চালু আছে। প্রবাসী অধ্যুষিত হওয়ার পরও সিলেটে ছিল না কোনো সিনেপ্লেক্স। ফলে এত দিন ভালো পরিবেশে বড় পর্দায় সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন সিলেটের সিনেমাপ্রেমী।
সিলেটে প্রথমবারের চালু হতে যাচ্ছে সিনেপ্লেক্স। আগামী ২৯ জুলাই ‘গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স’ নামের চলচ্চিত্র প্রদর্শন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’ অথবা ‘পরান’ প্রদর্শনের মাধ্যমে এই সিনেপ্লেক্সের উদ্বোধন হবে।
বিমানবন্দর সড়কের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে এই সিনেপ্লেক্স নির্মাণ করা হয়েছে। গত ১৫ জুন পাঁচ তারকা এই হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এত দিন সিনেপ্লেক্সটি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল। এবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার সময়ে এই সিনেপ্লেক্স চালু ইতিবাচক হিসেবে দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এর মাধ্যমে মানুষ হলে বসে ভালো ভালো ছবি দেখার সুযোগ পাবে বলে মনে করেন তাঁরা। ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’-এরই ব্যবস্থাপনায় নির্মিত হয়েছে ‘গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স’।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সিনেপ্লেক্সে একসঙ্গে ১৭০ জন বসে সিনেমা দেখতে পারবেন। আপাতত টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ ও ৫০০ টাকা। তবে প্রতিদিন কটি প্রদর্শনী হবে এবং তার সময়সূচি এখনো চূড়ান্ত করা হয়নি।
গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের সহকারী পরিচালক (মার্কেটিং ও কমিউনিকেশনস) আরিফা আফরোজ বলেন, ‘হোটেল নির্মাণের সময়ই সিনেপ্লেক্সটি তৈরি করা হয়। আমাদের সাউন্ড সিস্টেম যুক্তরাজ্য থেকে আনা এবং দেশের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির। এত দিন পরীক্ষামূলকভাবে এটি চালু ছিল। আমাদের অতিথিরা রাতের খাবারের সঙ্গে এখানে ফ্রি সিনেমা দেখার সুযোগ পেতেন। তবে ২৯ জুলাই থেকে এটি বাণিজ্যিকভাবে চালু হতে যাচ্ছে।’
সিনেপ্লেক্স চালুর খবরে ইতিবাচক সাড়া পাচ্ছেন জানিয়ে আরিফা বলেন, ‘মানুষ খুব খুশি, সিলেটে এ রকম একটা কিছু হওয়ায়। সিলেটে তো এ রকম পরিবেশে সিনেমা দেখার সুযোগ ছিল না। তাই সবাই এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে