পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরামে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের প্রচারে বাধাদান, নির্বাচন থেকে সরে দাঁড়ানোসহ প্রাণনাশের হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে। দুজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এবং পাঁচজন সদস্য প্রার্থী এই আবেদন করেন। আবেদনকারীরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের নেতা।
নিরাপত্তা চেয়ে আবেদনকারীরা হলেন উপজেলার বক্সমাহমুদ ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন (উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ থেকে সদ্য বহিষ্কৃত) এবং মির্জানগর ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলি আকবর ভূঁইয়া (উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য পদ থেকে সদ্য বহিষ্কৃত)।
এ ছাড়া ইউপি সদস্যরা হলেন চিথলিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. মোশারফ হোসেন, ১ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আহাম্মদ খোকা, ৯ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওসমান, ৫ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল এবং ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, একাধিক প্রার্থী লিখিত অভিযোগ জানিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন জানান, নির্বাচনে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। অভিযোগ পেলেই যথাযথ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত দুই চেয়ারম্যান পদপ্রার্থী ও তাঁদের সমর্থকের প্রচারে বাধা ও হামলার অভিযোগে মামলায় আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এখন পর্যন্ত তিনটি মামলা রেকর্ড করা হয়েছে। সব অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
চিথলিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. মোশারফ হোসেন লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি ওই ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থী হওয়ার পর থেকে বর্তমান ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মোল্লা ও তাঁর লোকজন নির্বাচন থেকে সরে যেতে তিনি ও তাঁর কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছেন। তাঁদের এলাকা ছেড়ে চলে যেতে বলছেন।
অন্য প্রার্থীদেরও অভিযোগ, বর্তমান ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাঁদের নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছেন।
চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিনা ভোটে নির্বাচিত (তৃতীয়বার) বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন ইউপি সদস্য পদে প্রার্থীদের ভয়ভীতি দেখানো ও প্রাণনাশের হুমকির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তাঁরা এসব বলছেন।
মোশারফ হোসেন ও মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর থেকে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল জানান, নির্বাচনে কাউকে প্রচারে বাধা ও ভয়ভীতি দেখানোর সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফেনীর পরশুরামে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের প্রচারে বাধাদান, নির্বাচন থেকে সরে দাঁড়ানোসহ প্রাণনাশের হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে। দুজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এবং পাঁচজন সদস্য প্রার্থী এই আবেদন করেন। আবেদনকারীরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের নেতা।
নিরাপত্তা চেয়ে আবেদনকারীরা হলেন উপজেলার বক্সমাহমুদ ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন (উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ থেকে সদ্য বহিষ্কৃত) এবং মির্জানগর ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলি আকবর ভূঁইয়া (উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য পদ থেকে সদ্য বহিষ্কৃত)।
এ ছাড়া ইউপি সদস্যরা হলেন চিথলিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. মোশারফ হোসেন, ১ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আহাম্মদ খোকা, ৯ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওসমান, ৫ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল এবং ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, একাধিক প্রার্থী লিখিত অভিযোগ জানিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন জানান, নির্বাচনে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। অভিযোগ পেলেই যথাযথ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত দুই চেয়ারম্যান পদপ্রার্থী ও তাঁদের সমর্থকের প্রচারে বাধা ও হামলার অভিযোগে মামলায় আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এখন পর্যন্ত তিনটি মামলা রেকর্ড করা হয়েছে। সব অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
চিথলিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. মোশারফ হোসেন লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি ওই ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থী হওয়ার পর থেকে বর্তমান ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মোল্লা ও তাঁর লোকজন নির্বাচন থেকে সরে যেতে তিনি ও তাঁর কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছেন। তাঁদের এলাকা ছেড়ে চলে যেতে বলছেন।
অন্য প্রার্থীদেরও অভিযোগ, বর্তমান ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাঁদের নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছেন।
চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিনা ভোটে নির্বাচিত (তৃতীয়বার) বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন ইউপি সদস্য পদে প্রার্থীদের ভয়ভীতি দেখানো ও প্রাণনাশের হুমকির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তাঁরা এসব বলছেন।
মোশারফ হোসেন ও মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর থেকে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল জানান, নির্বাচনে কাউকে প্রচারে বাধা ও ভয়ভীতি দেখানোর সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে