নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর রামপুরা বাজারে গতকাল বৃহস্পতিবার বিকেলে সাপ্তাহিক বাজার করতে এসেছিলেন সাজিয়া সুলতানা। সদাই তালিকার সবকিছু ঠিকঠাক কেনা হলেও আদা কিনতে গিয়ে বিপত্তিতে পড়তে হয় তাঁকে। আমদানিকৃত চীনের আদা কিনে অভ্যস্ত তিনি। কিন্তু সেই আদা পাওয়া যাচ্ছিল না কোথাও। দেশি ও ইন্দোনেশিয়ার বলে যেসব আদা বিক্রি হচ্ছে, সেসবের দাম প্রতি কেজি ৩০০-৪০০ টাকা।
মসলার বাজারে এমন পরিস্থিতি নিয়ে বিরক্ত এই নারী আজকের পত্রিকাকে বলেন, ‘১০-১৫ দিন আগে ২৬০-৭০ টাকায় ভালো আদা কিনছি। অথচ এখন ৪০০ টাকায় যেগুলা বিক্রি হচ্ছে, সেগুলা কেনার মতো না।’
গতকাল রামপুরা, মেরাদিয়া, কারওয়ান বাজার, কচুক্ষেত, মোহাম্মদপুর, খিলগাঁও, সিপাহীবাগসহ রাজধানীর বেশ কয়েকটা বাজার ঘুরে দেখা যায়, বাজারে উত্তাপ ছড়াচ্ছে আদাসহ বিভিন্ন মসলার দাম। প্রায় সব ধরনের মসলার দামই সপ্তাহের ব্যবধানে বেড়েছে। আমদানির ঘোষণার পরেও পেঁয়াজ আগের মতোই ৮০-৮৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আদার দাম কেজিতে বেড়েছে ১০০-২০০ টাকা পর্যন্ত। যে রসুন গত সপ্তাহে ১২০-১৫০ টাকা ছিল, সেটা এখন বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়। একইভাবে ১০-২০ টাকা করে বেড়েছে শুকনা মরিচ, হলুদ ও জিরার দাম। গতকাল বিভিন্ন বাজারে শুকনা মরিচ প্রতি কেজি ৪২০-৫২০ টাকা, হলুদ ২২০-৩০০ এবং জিরা ৮২০-৯০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
বিক্রেতারা জানান, বিদেশ থেকে মসলার আমদানি কমে যাওয়ায় দাম বাড়ছে। কারওয়ান বাজারের বিক্রেতা মোহাম্মদ রাসেল বলেন, ‘আদা এবার দেশেই কম উৎপাদন হইসে। শুনতেছি বিদেশ থেকেও আমদানি কম। তাই দাম বাড়তেছে।’
মসলার বাজারে উত্তপ্ত হলেও মাছ-মাংসের বাজার স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহের মতোই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২১০ টাকায়। গরুর মাংস ৭৬০-৮৫০ টাকা আর খাসি ৯৫০-১০০০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে কিছু সবজির দাম কমেছে, আবার কয়েকটির দাম বেড়েছে।
বিভিন্ন বাজারে পাঙাশ মাছ ১৮০-২২০, ছোট রুই ২৬০- ২৮০, চিংড়ি ৬০০-১২০০, তেলাপিয়া ১৮০-২৩০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।
রাজধানীর রামপুরা বাজারে গতকাল বৃহস্পতিবার বিকেলে সাপ্তাহিক বাজার করতে এসেছিলেন সাজিয়া সুলতানা। সদাই তালিকার সবকিছু ঠিকঠাক কেনা হলেও আদা কিনতে গিয়ে বিপত্তিতে পড়তে হয় তাঁকে। আমদানিকৃত চীনের আদা কিনে অভ্যস্ত তিনি। কিন্তু সেই আদা পাওয়া যাচ্ছিল না কোথাও। দেশি ও ইন্দোনেশিয়ার বলে যেসব আদা বিক্রি হচ্ছে, সেসবের দাম প্রতি কেজি ৩০০-৪০০ টাকা।
মসলার বাজারে এমন পরিস্থিতি নিয়ে বিরক্ত এই নারী আজকের পত্রিকাকে বলেন, ‘১০-১৫ দিন আগে ২৬০-৭০ টাকায় ভালো আদা কিনছি। অথচ এখন ৪০০ টাকায় যেগুলা বিক্রি হচ্ছে, সেগুলা কেনার মতো না।’
গতকাল রামপুরা, মেরাদিয়া, কারওয়ান বাজার, কচুক্ষেত, মোহাম্মদপুর, খিলগাঁও, সিপাহীবাগসহ রাজধানীর বেশ কয়েকটা বাজার ঘুরে দেখা যায়, বাজারে উত্তাপ ছড়াচ্ছে আদাসহ বিভিন্ন মসলার দাম। প্রায় সব ধরনের মসলার দামই সপ্তাহের ব্যবধানে বেড়েছে। আমদানির ঘোষণার পরেও পেঁয়াজ আগের মতোই ৮০-৮৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আদার দাম কেজিতে বেড়েছে ১০০-২০০ টাকা পর্যন্ত। যে রসুন গত সপ্তাহে ১২০-১৫০ টাকা ছিল, সেটা এখন বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়। একইভাবে ১০-২০ টাকা করে বেড়েছে শুকনা মরিচ, হলুদ ও জিরার দাম। গতকাল বিভিন্ন বাজারে শুকনা মরিচ প্রতি কেজি ৪২০-৫২০ টাকা, হলুদ ২২০-৩০০ এবং জিরা ৮২০-৯০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
বিক্রেতারা জানান, বিদেশ থেকে মসলার আমদানি কমে যাওয়ায় দাম বাড়ছে। কারওয়ান বাজারের বিক্রেতা মোহাম্মদ রাসেল বলেন, ‘আদা এবার দেশেই কম উৎপাদন হইসে। শুনতেছি বিদেশ থেকেও আমদানি কম। তাই দাম বাড়তেছে।’
মসলার বাজারে উত্তপ্ত হলেও মাছ-মাংসের বাজার স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহের মতোই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২১০ টাকায়। গরুর মাংস ৭৬০-৮৫০ টাকা আর খাসি ৯৫০-১০০০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে কিছু সবজির দাম কমেছে, আবার কয়েকটির দাম বেড়েছে।
বিভিন্ন বাজারে পাঙাশ মাছ ১৮০-২২০, ছোট রুই ২৬০- ২৮০, চিংড়ি ৬০০-১২০০, তেলাপিয়া ১৮০-২৩০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪