অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন ফজলুল

নান্দাইল প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬: ৫৯
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৩৮

নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফজলুল রহমান (৭৭) অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল তাঁর বয়স্ক ভাতার কার্ড করে দেন।

৭৭ বছর বয়সেও মো. ফজলুল রহমানের কপালে জোটেনি বয়স্ক ভাতার কার্ড। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক নজরুল ইসলাম একটি পোস্ট দিলে বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের নজরে আসে।

পরে তিনি নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন এবং গতকাল মঙ্গলবার মো. ফজলুল রহমানের বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করে দেন।

ফজলুল রহমান দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। অসুস্থ থাকায় চলাফেরা করতে পারেন না। অনুদানের হুইল চেয়ারে বসে দিন কাটে।

ফজলুল রহমান বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও বয়স্কভাতার ব্যবস্থা করে দিয়েছেন উপজেলা চেয়ারম্যান। আজ আমার খুব আনন্দ লাগছে। বয়স্ক ভাতার টাকা পাব।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল বলেন, ‘নান্দাইলে কেউ ভাতা থেকে বঞ্চিত হবে না। আমার শত ভাগ ভাতার ব্যবস্থা করব। ফজলুল রহমানকে ভাতার ব্যবস্থা করে দিয়েছি। একটি সচল ফোন নম্বর দেওয়ার জন্য বলেছি। যাতে ঘরে বসেই ভাতার টাকা পেয়ে যাবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত