নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পার্শ্ববর্তী নদীগুলোর পানি কিছুটা কমায় সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি লোকালয় থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে বৃষ্টি অব্যাহত থাকায় এসব জনপদে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। এদিকে উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ আর টাঙ্গাইলের বিভিন্ন নদীতে পানি বাড়ছে। এতে দেশের উত্তরাঞ্চলে বড় ধরনের বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উত্তরাঞ্চলে আগামী তিন দিন পানি বাড়বে। তবে এই বন্যার স্থায়িত্বকাল হবে ন্যূনতম এক সপ্তাহ। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় উজানের ঢল আর ভারী বর্ষণে প্লাবিত জনপদের সংখ্যা বাড়ছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের আসাম, ত্রিপুরা ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ফলে ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা, ধরলা ও দুধকুমারসহ সব প্রধান নদ-নদীর পানি বাড়বে। তবে ভারতের মেঘালয়ে ভারী বর্ষণের আশঙ্কা কমেছে। ফলে বৃহত্তর সিলেটে উজানের পানির চাপ কমবে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, সিলেট ও সুনামগঞ্জের পানি কমতে শুরু করেছে। বৃষ্টি ও নদীর পানি বাড়ায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি খারাপ হবে। খারাপ পরিস্থিতি থাকবে অন্তত সাত দিন।
গত কয়েক বছর ধরে বর্ষায় বৃষ্টিপাতের ধরন বদলে গেছে। যে বৃষ্টি সাত দিনে হওয়ার কথা তা এখন এক দিনেই হচ্ছে। তাই কোনো অনুমান করে একেবারে সম্ভাব্য কিছু বলা যায় না এখন। এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুল হক বলেন, ভারতের বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাতের ধরন দেখে বোঝা যাচ্ছে সিলেট ও সুনামগঞ্জের মতো বন্যা হবে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। যদিও এই বন্যা দেশে বৃষ্টিপাতের কারণে খুব কমই হয়। তাই নিশ্চিত করে বলা না গেলেও সার্বিক পর্যবেক্ষণ তাই বলে। বিভিন্ন নদীর পানি বৃদ্ধিসহ দেশে ভারী বর্ষণের ফলে হঠাৎ বন্যার কবলে পরতে পারে চট্টগ্রামও।
এদিকে সময় যত বাড়ছে বন্যাকবলিত অঞ্চলের পানিবন্দী মানুষের দুর্ভোগ ততই বাড়ছে। কিছু কিছু দুর্গম অঞ্চলে ত্রাণ পৌঁছানো সম্ভব না হওয়ায় ওই সব এলাকার মানুষ কষ্টে আছে। শুকনো খাবারের সঙ্গে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সুনামগঞ্জের কিছু এলাকায় হেলিকপ্টারে করে ত্রাণ দেওয়ার সময় হুড়োহুড়িতে ছয়জন আহত বলে খবর পাওয়া গেছে।
বন্যা কবলিত মানুষের দুঃখ-দুর্দশা কাছ থেকে দেখতে আজ সিলেট যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল মন্ত্রিসভার বৈঠকে সিলেট-সুনামগঞ্জের মতো সম্ভাব্য আরও এলাকায় বন্যা মোকাবিলায় প্রস্তুত থাকতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে ভাসমান বীজতলা করার প্রস্তুতি নেওয়ার ব্যাপারেও নির্দেশনা দেন তিনি।
পার্শ্ববর্তী নদীগুলোর পানি কিছুটা কমায় সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি লোকালয় থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে বৃষ্টি অব্যাহত থাকায় এসব জনপদে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। এদিকে উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ আর টাঙ্গাইলের বিভিন্ন নদীতে পানি বাড়ছে। এতে দেশের উত্তরাঞ্চলে বড় ধরনের বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উত্তরাঞ্চলে আগামী তিন দিন পানি বাড়বে। তবে এই বন্যার স্থায়িত্বকাল হবে ন্যূনতম এক সপ্তাহ। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় উজানের ঢল আর ভারী বর্ষণে প্লাবিত জনপদের সংখ্যা বাড়ছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের আসাম, ত্রিপুরা ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ফলে ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা, ধরলা ও দুধকুমারসহ সব প্রধান নদ-নদীর পানি বাড়বে। তবে ভারতের মেঘালয়ে ভারী বর্ষণের আশঙ্কা কমেছে। ফলে বৃহত্তর সিলেটে উজানের পানির চাপ কমবে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, সিলেট ও সুনামগঞ্জের পানি কমতে শুরু করেছে। বৃষ্টি ও নদীর পানি বাড়ায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি খারাপ হবে। খারাপ পরিস্থিতি থাকবে অন্তত সাত দিন।
গত কয়েক বছর ধরে বর্ষায় বৃষ্টিপাতের ধরন বদলে গেছে। যে বৃষ্টি সাত দিনে হওয়ার কথা তা এখন এক দিনেই হচ্ছে। তাই কোনো অনুমান করে একেবারে সম্ভাব্য কিছু বলা যায় না এখন। এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুল হক বলেন, ভারতের বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাতের ধরন দেখে বোঝা যাচ্ছে সিলেট ও সুনামগঞ্জের মতো বন্যা হবে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। যদিও এই বন্যা দেশে বৃষ্টিপাতের কারণে খুব কমই হয়। তাই নিশ্চিত করে বলা না গেলেও সার্বিক পর্যবেক্ষণ তাই বলে। বিভিন্ন নদীর পানি বৃদ্ধিসহ দেশে ভারী বর্ষণের ফলে হঠাৎ বন্যার কবলে পরতে পারে চট্টগ্রামও।
এদিকে সময় যত বাড়ছে বন্যাকবলিত অঞ্চলের পানিবন্দী মানুষের দুর্ভোগ ততই বাড়ছে। কিছু কিছু দুর্গম অঞ্চলে ত্রাণ পৌঁছানো সম্ভব না হওয়ায় ওই সব এলাকার মানুষ কষ্টে আছে। শুকনো খাবারের সঙ্গে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সুনামগঞ্জের কিছু এলাকায় হেলিকপ্টারে করে ত্রাণ দেওয়ার সময় হুড়োহুড়িতে ছয়জন আহত বলে খবর পাওয়া গেছে।
বন্যা কবলিত মানুষের দুঃখ-দুর্দশা কাছ থেকে দেখতে আজ সিলেট যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল মন্ত্রিসভার বৈঠকে সিলেট-সুনামগঞ্জের মতো সম্ভাব্য আরও এলাকায় বন্যা মোকাবিলায় প্রস্তুত থাকতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে ভাসমান বীজতলা করার প্রস্তুতি নেওয়ার ব্যাপারেও নির্দেশনা দেন তিনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে