বিনোদন প্রতিবেদক, ঢাকা
নির্মাতা ইয়ামিন ইলানের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগ এনেছেন অভিনেতা মাসুম রেজওয়ান। এ বিষয়ে গত রোববার অভিনয়শিল্পী সংঘে নির্মাতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন মাসুম।
অভিনয়শিল্পী সংঘের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর লেখা অভিযোগে মাসুম রেজওয়ান উল্লেখ করেছেন, ঈদের আগে তিনি জানতে পারেন অভিনেত্রী সামিয়া অথৈকে প্রেমের প্রস্তাব দিয়েছেন ইয়ামিন ইলান। এরপর অথৈকে মাসুম জানান, এই নির্মাতা আগে দুটি বিয়ে করেছেন। এক স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়েছে। এই খবর ইলানের কানে গেলে তিনি মেসেজের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি তাঁর সঙ্গে দেখা করতে বলেন মাসুমকে। গত ২৮ জুন মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির সামনে সামিয়া অথৈর সঙ্গে মাসুম দেখা করতে গেলে সেখানে হাজির হন পরিচালক ইয়ামিন। তাঁর সঙ্গে ছিলেন আরও ১২-১৫ জন অপরিচিত মানুষ। তাঁরা মাসুমকে মারধর করেন।
এতে তাঁর পাঞ্জাবি ছিঁড়ে যায়, তাঁর মানিব্যাগটাও নিয়ে যায়। একপর্যায়ে তাঁকে পরিচালক জোর করে গাড়িতে তুলতে চাইলে মাসুম সেখান থেকে কৌশলে পালিয়ে যান। অভিযোগপত্রে এই নির্মাতার কাছে একটি নাটকের পারিশ্রমিকও পাওনা আছে বলে দাবি করেন অভিনেতা। একাধিকবার চাওয়ার পরও সেই পারিশ্রমিক দেওয়া হয়নি তাঁকে। মাসুমের এই লিখিত অভিযোগ অভিনয়শিল্পী সংঘের পক্ষে গ্রহণ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রওনক হাসান।
অভিযোগের বিষয়ে মাসুম রেজওয়ান বলেন, ‘আমি কখনোই চাইব না আমার কোনো সহশিল্পীর ক্ষতি হোক। তাই সামিয়া অথৈকে সতর্ক করতেই নির্মাতার জীবনের সত্যটা তাঁকে জানাই। এরপরেই সেই নির্মাতা আমাকে হুমকি দেওয়া শুরু করেন। এমন ঘটনা এবারই প্রথম নয়, এর আগে ইয়াশ রোহান, জোভান ও শামিম হাসান সরকারের সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন তিনি।’
এ বিষয়ে জানতে নির্মাতা ইয়ামিন ইলানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিনেতার বিরুদ্ধে পাল্টা মোবাইল ফোনসেট চুরির অভিযোগ করেন। ইয়ামিন ইলান বলেন, ‘কিছু মানুষ সিনক্রিয়েট করে আলোচনায় আসতে চায়। সেই চেষ্টা থেকেই মাসুম রেজওয়ান এমন অভিযোগ করছে। সে এ রকম একটি অভিযোগ দিতে পারে, সেটা বুঝতে পেরেছিলাম। ঈদের আগে সে শুটিং সেট থেকে এক শিল্পীর মোবাইল চুরি করেছিল। এ নিয়ে তাঁর বিরুদ্ধে আদাবর থানায় জিডি হয়েছে। ঘটনাটি চাপা দিতে ফেসবুকে স্ট্যাটাস দেয় সে। তাকে কেউ হত্যার হুমকি দেয়নি বরং সাধারণ মানুষ তাকে ধরিয়ে দিয়েছে। সে সময় নিজ হাতে সেই মোবাইল ফেরত দিয়েছে।’
মোবাইল চুরির কথা বললেও কোন শিল্পীর মোবাইল চুরি হয়েছে তা জানাননি নির্মাতা। এমনকি জিডির কোনো কপিও সরবরাহ করতে পারেননি। হুমকি ও মারধরের বিষয়টি মিথ্যা বললেও পারিশ্রমিক পাওনার কথা স্বীকার করেছেন নির্মাতা। ইয়ামিন বলেন, ‘এমনটা হতেই পারে। টাকা না পেয়ে থাকলে সে আমার সঙ্গে আলোচনা করতে পারত। কিন্তু এ বিষয়ে সে আমার সঙ্গে কোনো কথাই বলেনি।’ নির্মাতা আরও জানান, অভিনয়শিল্পী সংঘ কিংবা ডিরেক্টরস গিল্ড থেকে কোনো চিঠি তিনি পাননি। সংগঠন থেকে যদি তাঁকে ডাকা হয়, তাহলে সেখানে সব উত্তর দেবেন।
নির্মাতা ইয়ামিন ইলানের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগ এনেছেন অভিনেতা মাসুম রেজওয়ান। এ বিষয়ে গত রোববার অভিনয়শিল্পী সংঘে নির্মাতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন মাসুম।
অভিনয়শিল্পী সংঘের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর লেখা অভিযোগে মাসুম রেজওয়ান উল্লেখ করেছেন, ঈদের আগে তিনি জানতে পারেন অভিনেত্রী সামিয়া অথৈকে প্রেমের প্রস্তাব দিয়েছেন ইয়ামিন ইলান। এরপর অথৈকে মাসুম জানান, এই নির্মাতা আগে দুটি বিয়ে করেছেন। এক স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়েছে। এই খবর ইলানের কানে গেলে তিনি মেসেজের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি তাঁর সঙ্গে দেখা করতে বলেন মাসুমকে। গত ২৮ জুন মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির সামনে সামিয়া অথৈর সঙ্গে মাসুম দেখা করতে গেলে সেখানে হাজির হন পরিচালক ইয়ামিন। তাঁর সঙ্গে ছিলেন আরও ১২-১৫ জন অপরিচিত মানুষ। তাঁরা মাসুমকে মারধর করেন।
এতে তাঁর পাঞ্জাবি ছিঁড়ে যায়, তাঁর মানিব্যাগটাও নিয়ে যায়। একপর্যায়ে তাঁকে পরিচালক জোর করে গাড়িতে তুলতে চাইলে মাসুম সেখান থেকে কৌশলে পালিয়ে যান। অভিযোগপত্রে এই নির্মাতার কাছে একটি নাটকের পারিশ্রমিকও পাওনা আছে বলে দাবি করেন অভিনেতা। একাধিকবার চাওয়ার পরও সেই পারিশ্রমিক দেওয়া হয়নি তাঁকে। মাসুমের এই লিখিত অভিযোগ অভিনয়শিল্পী সংঘের পক্ষে গ্রহণ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রওনক হাসান।
অভিযোগের বিষয়ে মাসুম রেজওয়ান বলেন, ‘আমি কখনোই চাইব না আমার কোনো সহশিল্পীর ক্ষতি হোক। তাই সামিয়া অথৈকে সতর্ক করতেই নির্মাতার জীবনের সত্যটা তাঁকে জানাই। এরপরেই সেই নির্মাতা আমাকে হুমকি দেওয়া শুরু করেন। এমন ঘটনা এবারই প্রথম নয়, এর আগে ইয়াশ রোহান, জোভান ও শামিম হাসান সরকারের সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন তিনি।’
এ বিষয়ে জানতে নির্মাতা ইয়ামিন ইলানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিনেতার বিরুদ্ধে পাল্টা মোবাইল ফোনসেট চুরির অভিযোগ করেন। ইয়ামিন ইলান বলেন, ‘কিছু মানুষ সিনক্রিয়েট করে আলোচনায় আসতে চায়। সেই চেষ্টা থেকেই মাসুম রেজওয়ান এমন অভিযোগ করছে। সে এ রকম একটি অভিযোগ দিতে পারে, সেটা বুঝতে পেরেছিলাম। ঈদের আগে সে শুটিং সেট থেকে এক শিল্পীর মোবাইল চুরি করেছিল। এ নিয়ে তাঁর বিরুদ্ধে আদাবর থানায় জিডি হয়েছে। ঘটনাটি চাপা দিতে ফেসবুকে স্ট্যাটাস দেয় সে। তাকে কেউ হত্যার হুমকি দেয়নি বরং সাধারণ মানুষ তাকে ধরিয়ে দিয়েছে। সে সময় নিজ হাতে সেই মোবাইল ফেরত দিয়েছে।’
মোবাইল চুরির কথা বললেও কোন শিল্পীর মোবাইল চুরি হয়েছে তা জানাননি নির্মাতা। এমনকি জিডির কোনো কপিও সরবরাহ করতে পারেননি। হুমকি ও মারধরের বিষয়টি মিথ্যা বললেও পারিশ্রমিক পাওনার কথা স্বীকার করেছেন নির্মাতা। ইয়ামিন বলেন, ‘এমনটা হতেই পারে। টাকা না পেয়ে থাকলে সে আমার সঙ্গে আলোচনা করতে পারত। কিন্তু এ বিষয়ে সে আমার সঙ্গে কোনো কথাই বলেনি।’ নির্মাতা আরও জানান, অভিনয়শিল্পী সংঘ কিংবা ডিরেক্টরস গিল্ড থেকে কোনো চিঠি তিনি পাননি। সংগঠন থেকে যদি তাঁকে ডাকা হয়, তাহলে সেখানে সব উত্তর দেবেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে