অভয়নগর প্রতিনিধি
খুলনার ফুলতলা উপজেলা বণিক সমিতির ক্রীড়া সম্পাদক খন্দকার রকিবুল ইসলাম হত্যার ঘটনায় অভয়নগরের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার আসামিদের যশোর কারাগারে পাঠানো হয়। আগের দিন রোববার রাতে খুলনার পিটিআই মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুব্রত মণ্ডল (৫২) তুহিন হালদার (৩৪) ও পিযুষ মণ্ডল (২৭)। তাঁদের সবার বাড়ি অভয়নগর উপজেলার দামুখালী গ্রামে। রাকিবুল হত্যাকাণ্ডের ঘটনায় এ নিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে অভয়নগরের দত্তগাতী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রকিবুল। এ সময় তাঁর স্ত্রী বর্ষা বেগমও গুলিবিদ্ধ হন। ওই দিন বিকেলে ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে চড়ে স্ত্রীকে নিয়ে খুলনার ফুলতলা থেকে পাশের উপজেলা অভয়নগরে যান রকিবুল। তাঁরা উপজেলার দত্তগাতী গ্রামের একটি বাড়ি থেকে জামিরা বাজার সড়ক দিয়ে বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ৮টার দিকে দত্তগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে তাঁদের মোটরসাইকেলের গতি রোধ করে রকিবুলের বুকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় ঠেকাতে গিয়ে তাঁর স্ত্রীর পেটে গুলি লাগে। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে রাত ৯টার দিকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রকিবুলকে মৃত ঘোষণা করেন।
রকিবুল ফুলতলার আলকা গ্রামের মাহাবুব খন্দকারের ছেলে। তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমান হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। পরদিন শুক্রবার রকিবুলের মা রহিমা বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন।
এ ঘটনায় আগে পায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিলন হালদার ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সাইফুল ইসলাম মোল্যাকে আটক করা হয়।
খুলনার ফুলতলা উপজেলা বণিক সমিতির ক্রীড়া সম্পাদক খন্দকার রকিবুল ইসলাম হত্যার ঘটনায় অভয়নগরের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার আসামিদের যশোর কারাগারে পাঠানো হয়। আগের দিন রোববার রাতে খুলনার পিটিআই মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুব্রত মণ্ডল (৫২) তুহিন হালদার (৩৪) ও পিযুষ মণ্ডল (২৭)। তাঁদের সবার বাড়ি অভয়নগর উপজেলার দামুখালী গ্রামে। রাকিবুল হত্যাকাণ্ডের ঘটনায় এ নিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে অভয়নগরের দত্তগাতী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রকিবুল। এ সময় তাঁর স্ত্রী বর্ষা বেগমও গুলিবিদ্ধ হন। ওই দিন বিকেলে ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে চড়ে স্ত্রীকে নিয়ে খুলনার ফুলতলা থেকে পাশের উপজেলা অভয়নগরে যান রকিবুল। তাঁরা উপজেলার দত্তগাতী গ্রামের একটি বাড়ি থেকে জামিরা বাজার সড়ক দিয়ে বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ৮টার দিকে দত্তগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে তাঁদের মোটরসাইকেলের গতি রোধ করে রকিবুলের বুকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় ঠেকাতে গিয়ে তাঁর স্ত্রীর পেটে গুলি লাগে। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে রাত ৯টার দিকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রকিবুলকে মৃত ঘোষণা করেন।
রকিবুল ফুলতলার আলকা গ্রামের মাহাবুব খন্দকারের ছেলে। তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমান হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। পরদিন শুক্রবার রকিবুলের মা রহিমা বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন।
এ ঘটনায় আগে পায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিলন হালদার ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সাইফুল ইসলাম মোল্যাকে আটক করা হয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে