রকিবুল হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার

অভয়নগর প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ১৬: ২৯
Thumbnail image

খুলনার ফুলতলা উপজেলা বণিক সমিতির ক্রীড়া সম্পাদক খন্দকার রকিবুল ইসলাম হত্যার ঘটনায় অভয়নগরের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার আসামিদের যশোর কারাগারে পাঠানো হয়। আগের দিন রোববার রাতে খুলনার পিটিআই মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুব্রত মণ্ডল (৫২) তুহিন হালদার (৩৪) ও পিযুষ মণ্ডল (২৭)। তাঁদের সবার বাড়ি অভয়নগর উপজেলার দামুখালী গ্রামে। রাকিবুল হত্যাকাণ্ডের ঘটনায় এ নিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে অভয়নগরের দত্তগাতী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রকিবুল। এ সময় তাঁর স্ত্রী বর্ষা বেগমও গুলিবিদ্ধ হন। ওই দিন বিকেলে ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে চড়ে স্ত্রীকে নিয়ে খুলনার ফুলতলা থেকে পাশের উপজেলা অভয়নগরে যান রকিবুল। তাঁরা উপজেলার দত্তগাতী গ্রামের একটি বাড়ি থেকে জামিরা বাজার সড়ক দিয়ে বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ৮টার দিকে দত্তগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে তাঁদের মোটরসাইকেলের গতি রোধ করে রকিবুলের বুকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় ঠেকাতে গিয়ে তাঁর স্ত্রীর পেটে গুলি লাগে। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে রাত ৯টার দিকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রকিবুলকে মৃত ঘোষণা করেন।

রকিবুল ফুলতলার আলকা গ্রামের মাহাবুব খন্দকারের ছেলে। তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমান হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। পরদিন শুক্রবার রকিবুলের মা রহিমা বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন।

এ ঘটনায় আগে পায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিলন হালদার ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সাইফুল ইসলাম মোল্যাকে আটক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত