আজকের পত্রিকা ডেস্ক
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চতুর্থ ধাপের উত্তাপ কাটতে না কাটতেই পঞ্চম ধাপের নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় ঝিনাইদহের শৈলকুপায় একজন নিহত হয়েছেন। উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ি বাজার এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। এ ছাড়া গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার রাত পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় হামলা-সংঘর্ষসহ নানা ঘটনায় শতাধিক আহত হয়েছেন।
শৈলকুপায় নিহত ব্যক্তির নাম হারান মণ্ডল (৭০)। তিনি ইউনিয়নের কৃত্তিনগর আবাসনের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্র বলেছে, সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ি বাজারের আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েক দিন ধরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর জুলফিকার কায়সারের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে গতকাল সন্ধ্যায় কাতলাগাড়ি বাজারে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হারান মণ্ডল নিহত ও সাতজন আহত হন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সারুটিয়া ইউনিয়নে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ভোলা সদরের শিবপুর ইউনিয়নে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে গতকাল দুই চেয়ারম্যান প্রার্থী শরীফ আমিনুল ইসলাম ও আলমগীর শরীফের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মানিকগঞ্জের হরিরামপুরের আজিমনগর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আরব আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের নিগুয়ারী ইউনিয়নে মাখল গোদারাঘাট এলাকায় বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের প্রার্থী মো. তাজুল ইসলাম মৃধার সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী মো. হাদিউল ইসলামের সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া যশোরের কেশবপুরের সুফলাকাটি ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এস এম মঞ্জুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় মঞ্জুরসহ কমপক্ষে আটজন আহত হন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চতুর্থ ধাপের উত্তাপ কাটতে না কাটতেই পঞ্চম ধাপের নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় ঝিনাইদহের শৈলকুপায় একজন নিহত হয়েছেন। উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ি বাজার এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। এ ছাড়া গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার রাত পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় হামলা-সংঘর্ষসহ নানা ঘটনায় শতাধিক আহত হয়েছেন।
শৈলকুপায় নিহত ব্যক্তির নাম হারান মণ্ডল (৭০)। তিনি ইউনিয়নের কৃত্তিনগর আবাসনের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্র বলেছে, সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ি বাজারের আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েক দিন ধরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর জুলফিকার কায়সারের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে গতকাল সন্ধ্যায় কাতলাগাড়ি বাজারে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হারান মণ্ডল নিহত ও সাতজন আহত হন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সারুটিয়া ইউনিয়নে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ভোলা সদরের শিবপুর ইউনিয়নে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে গতকাল দুই চেয়ারম্যান প্রার্থী শরীফ আমিনুল ইসলাম ও আলমগীর শরীফের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মানিকগঞ্জের হরিরামপুরের আজিমনগর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আরব আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের নিগুয়ারী ইউনিয়নে মাখল গোদারাঘাট এলাকায় বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের প্রার্থী মো. তাজুল ইসলাম মৃধার সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী মো. হাদিউল ইসলামের সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া যশোরের কেশবপুরের সুফলাকাটি ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এস এম মঞ্জুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় মঞ্জুরসহ কমপক্ষে আটজন আহত হন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে