১৩ বছর পর কমিটি, পদ বঞ্চিতদের মধ্যে অসন্তোষ

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২২, ০৪: ২৪
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৫: ২০

নোয়াখালীর সেনবাগে দীর্ঘ ১৩ বছর পর মো. সানা উল্যাহকে আহ্বায়ক করে ছাত্রদলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার রাতে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু ও সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি ঘোষণা করেন। এতে পদবঞ্চিত সাবেক ছাত্রদল নেতাসহ ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

বঞ্চিত ও ত্যাগী নেতা-কর্মীদের দাবি, ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মিরাজ বিদেশে থাকেন। অপর যুগ্ম আহ্বায়ক সোলেমান রাজু বিবাহিত ও চাকরিজীবী, সদস্যসচিব আনোয়ার হোসেন বিবাহিত এবং সদস্য আবু শাকের জাকারিয়া ছাত্রলীগের কর্মী।

এদিকে কমিটিতে দলের দুঃসময়ের কারা নির্যাতিত ছাত্রনেতা ফখরুল ইসলাম রুবেলকে আহ্বায়ক না করায় গতকাল শনিবার সকালে মোহাম্মদপুর ইউনিয়নে সেবারহাট বাজারে প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের একাংশ। এ সময় নেতা-কর্মীরা মোহাম্মদপুর ইউনিয়নে দলের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হক সোহাগ বলেন, দলের দুঃসময়ের কান্ডারী ২৪ মামলায় কারা নির্যাতিত ছাত্রনেতাকে আহ্বায়ক না করায় এ ইউনিয়নে মূল দলসহ অঙ্গ সংগঠনের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করে প্রতিবাদ জানিয়েছি। উপজেলা পর্যায়ে বিএনপির দলীয় কোন্দল দুই ধারায় বিভক্ত।

এ ছাড়া ফখরুল ইসলাম রুবেলসহ ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, আনোয়ারা হোসেনকে সদস্যসচিব ও ৮ জনকে সদস্য করে এ কমিটি ঘোষণা করে জেলা কমিটি।

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম টিপু বলেন, সাবেক বিরোধী দলীয় চীফহুইপ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক ও নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের নেতৃত্বে সেনবাগে দলীয় গ্রুপিং তুঙ্গে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে বিএনপি নেতারা বলেন, বিএনপির দুই গ্রুপের কার্যক্রমে সম্পৃক্ত না হয়ে তৃণমূলের নেতা-কর্মীরা সংগঠিত হয়ে বিএনপি নেতা সৈয়দ নজরুল ইসলাম ফারুক ও প্রবাসী ব্যবসায়ী আবদুল মান্নানের নেতৃত্বে তৃতীয় ধারায় রাজনীতির বলয় তৈরি হচ্ছে সেনবাগে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত