কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পঞ্চম ধাপের ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রার্থীদের মধ্যে গতকাল সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর আগে চেয়ারম্যান পদে একাধিক স্বতন্ত্র প্রার্থী এবং সদস্য প্রার্থী একই প্রতীক দাবি তোলেন। শেষমেশ লটারিতে এই সমস্যার সমাধান করা হয়।
জানা গেছে, ১৩টি ইউপিতে আগামী ৫ জানুয়ারি ভোট হবে। গতকাল প্রতীক বরাদ্দের দিনে বিভিন্ন ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বিশেষ করে আনারস ও চশমা এবং সদস্য প্রার্থীদের বেশির ভাগ ‘মোরগ’ প্রতীক দাবি করেন। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্যদের পছন্দের শীর্ষে ছিল ছিল মাইক ও তালগাছ প্রতীক। রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে সমঝোতা করার পরামর্শ দেন। কিন্তু প্রার্থীরা অনড় অবস্থানে থাকেন। পরে নিয়মানুযায়ী লটারির মাধ্যমে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
চিরাং ও মোজাফরপুর ইউপির রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, মোজাফরপুর ইউপির দুজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস এবং চিরাং ইউপির ৩ নম্বর সাধারণ ওয়ার্ডের ৬ জন সদস্য প্রার্থী মোরগ প্রতীক দাবি করেন। পরে তাঁদের মধ্যে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করতে হয়।
গন্ডা ও গড়াডোবা ইউপির রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মো. ছানোয়ার হোসেনও বিভিন্ন পদের প্রার্থীদের লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, উপজেলার ১৩ ইউপির অধিকাংশ সাধারণ আসন এবং সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা তাঁদের পছন্দের প্রতীক পেতে রীতিমতো লড়াই করেছেন। শেষ পর্যন্ত লটারির মাধ্যমেই প্রতীক বরাদ্দের বিষয়টির মীমাংসা করতে হয়েছে।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পঞ্চম ধাপের ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রার্থীদের মধ্যে গতকাল সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর আগে চেয়ারম্যান পদে একাধিক স্বতন্ত্র প্রার্থী এবং সদস্য প্রার্থী একই প্রতীক দাবি তোলেন। শেষমেশ লটারিতে এই সমস্যার সমাধান করা হয়।
জানা গেছে, ১৩টি ইউপিতে আগামী ৫ জানুয়ারি ভোট হবে। গতকাল প্রতীক বরাদ্দের দিনে বিভিন্ন ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বিশেষ করে আনারস ও চশমা এবং সদস্য প্রার্থীদের বেশির ভাগ ‘মোরগ’ প্রতীক দাবি করেন। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্যদের পছন্দের শীর্ষে ছিল ছিল মাইক ও তালগাছ প্রতীক। রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে সমঝোতা করার পরামর্শ দেন। কিন্তু প্রার্থীরা অনড় অবস্থানে থাকেন। পরে নিয়মানুযায়ী লটারির মাধ্যমে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
চিরাং ও মোজাফরপুর ইউপির রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, মোজাফরপুর ইউপির দুজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস এবং চিরাং ইউপির ৩ নম্বর সাধারণ ওয়ার্ডের ৬ জন সদস্য প্রার্থী মোরগ প্রতীক দাবি করেন। পরে তাঁদের মধ্যে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করতে হয়।
গন্ডা ও গড়াডোবা ইউপির রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মো. ছানোয়ার হোসেনও বিভিন্ন পদের প্রার্থীদের লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, উপজেলার ১৩ ইউপির অধিকাংশ সাধারণ আসন এবং সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা তাঁদের পছন্দের প্রতীক পেতে রীতিমতো লড়াই করেছেন। শেষ পর্যন্ত লটারির মাধ্যমেই প্রতীক বরাদ্দের বিষয়টির মীমাংসা করতে হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে