সুন্দর হাতের লেখা শেখানো

পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০৭: ৪২
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১১: ৩১

পীরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের হাতের লেখা সুন্দর করা শেখাচ্ছেন মাদ্রাসা শিক্ষক হারুন অর রশিদ। আর এতে খরচের জোগান দিচ্ছেন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। এই বিশিষ্ট শিল্পপতি গোটা উপজেলায় পর্যায়ক্রমে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা শেখানোর উদ্যোগ নিয়েছেন।

এ পর্যন্ত উপজেলার অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে হাতের লেখা সুন্দর করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর এই কাজ চালিয়ে আসছেন বড় আলমপুর ইউনিয়নের ধর্মদাসপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী সুপার মাওলানা হারুন অর রশিদ।

শিক্ষক হারুন বলেন, ‘সাবেক সাংসদের উদ্যোগকে এগিয়ে নিতে আমি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে হাতের লেখা সুন্দর করার জন্য কাজ করছি।’

আবুল কালাম আজাদ সাংসদ হওয়ার আগে উপজেলায় স্কুল পর্যায়ের মেধাবীদের খুঁজে বের করতে ‘অন্বেষা’ নামে একটি সংগঠন করেছিলেন। এর মাধ্যমে দরিদ্র মেধাবীদের বই, শিক্ষা উপকরণ ও এককালীন নগদ টাকা দেওয়া হয়। এই কর্মসূচিটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

রংপুর-৬ আসনের সাবেক সাংসদ আজাদ বলেন, ‘আজকের প্রজন্মকে এগিয়ে নিতে আমাদের ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হলে সমাজের প্রতিটি স্তরে তার ইতিবাচক প্রভাব পড়বে। তাদের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত