আজকের পত্রিকা ডেস্ক
‘কী ঘর বানাইমু আমি শূন্যেরও মাঝার/লোকে বলে বলেরে/ঘরবাড়ি ভালা নাই আমার’—ঘর নিয়ে নিজের ভাবনা এভাবেই গানে প্রকাশ করেছিলেন মরমি কবি ও বাউলশিল্পী হাছন রাজা। তবে থাকার জন্য নিরাপদ আশ্রয় এ ঘর নিয়ে মানুষের আগ্রহ আদিকাল থেকেই। মানুষ যখন ঘর বানাতে শুরু করে তখনই এর বিচিত্র নকশা আর গঠনশিল্পী নিয়ে ভাবনা আসে। স্থাপত্যের অন্যতম এ ছাপ নিয়ে আগ্রহ আজও কমেনি।
নান্দনিক আর চমৎকার সব ঘরের তাগিদ থেকেই স্থাপত্যবিদ্যায় শিক্ষা চালু হয়েছে। আধুনিক এবং যুগোপযোগী ডিজাইন এবং নির্মাণশৈলীর ছাপ থাকে এসব ঘরে। কিন্তু সব অসম্ভবকে সম্ভব করা যায় না। চাইলেই ভয়ানক শ্বাপদসংকুল জায়গায় বাড়ি বানানো যায় না। পাহাড়ের এবড়োখেবড়ো মাটিতে কি আর কোনো ঘর টিকে থাকে?
কিন্তু এ অসম্ভবকেও সম্ভব করেছে মানুষ। এমন কিছু জায়গায় বাড়ি বানিয়েছে, যেখানে দাঁড়িয়ে থাকাও কঠিন। এমন কয়েকটি বাড়ি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন।
ক্লিফ হাউস, কানাডা
আটলান্টিকের নীল জলরাশির গর্জন শোনা যায়। বাতাস এসে শরীরে খেলা করে। মনে হয়, এখানে বাড়ি বানালে কেমন হতো? এ তাগিদ থেকেই কানাডার নোভা স্কটিয়াতে খাঁড়া পাহাড়ের পাদদেশে স্টিল আর কাঠ দিয়ে ‘ক্লিফ হাউস’ বানানো হয়েছে। একটি বড় কক্ষের মতো ঘরে ছোট্ট এক জায়গায় থাকা যায় কেবল।
হিরাফু, জাপান
বর্গাকার দুইটি কক্ষ একটি অপরটির ওপর বসে আছে। তবে এক প্রান্তে। দেখলে মনে হবে ইংরেজি ‘এল’ অক্ষর। জাপানের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হোকাইদোর নিসেকোতে অবস্থিত ‘হিরাফু’ নামক বাড়িটির ওপর তলা কী করে এত দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, তা রহস্যময়।
হাউস অব দ্য ক্লিফ, স্পেন
এবড়োখেবড়ো পাহাড়ের দিকে চোখ গেলে প্রথমেই মনে হবে প্রাগৈতিহাসিক কোনো ডাইনোসরের পায়ের ছাপ। কিন্তু স্পেনের অ্যালিকান্তের কাল্প নামক এলাকায় এই আঁকাবাঁকা পাহাড়ের গায়ে বানানো হয়েছে ‘হাউস অব ক্লিফ’। তবে শুধু জ্যামিতিক কংক্রিটের ঘর নয়, সমুদ্রের অনুভূতি পেতে এখানে রয়েছে সুইমিংপুল।
কিয়ুনশান ট্রি হাউস, চীন
চীনের আনহুই প্রদেশের শিউনিংয়ে অবস্থিত এ বাড়িটি মানবদেহের ডিএনএর মতো ডবল হেলিক্স আকারের। কেননা একেকটা তলা একেক দিকে মুখ করে বসানো হয়েছে। দেবদারু বনের এ জায়গাটি একটি ডোবার পাশে।
ভিলা এসকারপা, পর্তুগাল
বাতাসে ভাসমান কোনো ঘর দেখেছেন? এমন হয়তো জাদুকরের ভেলকিতে সম্ভব। তবে পর্তুগালের অ্যালগারভের লাজ নামক এলাকায় প্রায় এমনই বাড়ি বানিয়েছেন স্থপতি মারিও মার্টিনস। কংক্রিটের বানানো এ বাড়িতে মাটির একটু ওপরেই বানানো হয়েছে লম্বা পাকা পাত। মনে হবে এটি মাটি থেকে মুক্ত।
স্লাইস অ্যান্ড ফোল্ড হাউস, যুক্তরাষ্ট্র
দূর থেকে দেখে জাপানের ঐতিহ্যবাহী শিল্প অরিগ্যামির কথা মনে পড়বে। কিন্তু বাস্তবেই পাহাড়ের পাদদেশে এমন ঘর বানানো হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। সাদা রঙের কংক্রিটের এ ঘরটির একটা অংশ রয়েছে মাটির নিচে।
‘কী ঘর বানাইমু আমি শূন্যেরও মাঝার/লোকে বলে বলেরে/ঘরবাড়ি ভালা নাই আমার’—ঘর নিয়ে নিজের ভাবনা এভাবেই গানে প্রকাশ করেছিলেন মরমি কবি ও বাউলশিল্পী হাছন রাজা। তবে থাকার জন্য নিরাপদ আশ্রয় এ ঘর নিয়ে মানুষের আগ্রহ আদিকাল থেকেই। মানুষ যখন ঘর বানাতে শুরু করে তখনই এর বিচিত্র নকশা আর গঠনশিল্পী নিয়ে ভাবনা আসে। স্থাপত্যের অন্যতম এ ছাপ নিয়ে আগ্রহ আজও কমেনি।
নান্দনিক আর চমৎকার সব ঘরের তাগিদ থেকেই স্থাপত্যবিদ্যায় শিক্ষা চালু হয়েছে। আধুনিক এবং যুগোপযোগী ডিজাইন এবং নির্মাণশৈলীর ছাপ থাকে এসব ঘরে। কিন্তু সব অসম্ভবকে সম্ভব করা যায় না। চাইলেই ভয়ানক শ্বাপদসংকুল জায়গায় বাড়ি বানানো যায় না। পাহাড়ের এবড়োখেবড়ো মাটিতে কি আর কোনো ঘর টিকে থাকে?
কিন্তু এ অসম্ভবকেও সম্ভব করেছে মানুষ। এমন কিছু জায়গায় বাড়ি বানিয়েছে, যেখানে দাঁড়িয়ে থাকাও কঠিন। এমন কয়েকটি বাড়ি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন।
ক্লিফ হাউস, কানাডা
আটলান্টিকের নীল জলরাশির গর্জন শোনা যায়। বাতাস এসে শরীরে খেলা করে। মনে হয়, এখানে বাড়ি বানালে কেমন হতো? এ তাগিদ থেকেই কানাডার নোভা স্কটিয়াতে খাঁড়া পাহাড়ের পাদদেশে স্টিল আর কাঠ দিয়ে ‘ক্লিফ হাউস’ বানানো হয়েছে। একটি বড় কক্ষের মতো ঘরে ছোট্ট এক জায়গায় থাকা যায় কেবল।
হিরাফু, জাপান
বর্গাকার দুইটি কক্ষ একটি অপরটির ওপর বসে আছে। তবে এক প্রান্তে। দেখলে মনে হবে ইংরেজি ‘এল’ অক্ষর। জাপানের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হোকাইদোর নিসেকোতে অবস্থিত ‘হিরাফু’ নামক বাড়িটির ওপর তলা কী করে এত দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, তা রহস্যময়।
হাউস অব দ্য ক্লিফ, স্পেন
এবড়োখেবড়ো পাহাড়ের দিকে চোখ গেলে প্রথমেই মনে হবে প্রাগৈতিহাসিক কোনো ডাইনোসরের পায়ের ছাপ। কিন্তু স্পেনের অ্যালিকান্তের কাল্প নামক এলাকায় এই আঁকাবাঁকা পাহাড়ের গায়ে বানানো হয়েছে ‘হাউস অব ক্লিফ’। তবে শুধু জ্যামিতিক কংক্রিটের ঘর নয়, সমুদ্রের অনুভূতি পেতে এখানে রয়েছে সুইমিংপুল।
কিয়ুনশান ট্রি হাউস, চীন
চীনের আনহুই প্রদেশের শিউনিংয়ে অবস্থিত এ বাড়িটি মানবদেহের ডিএনএর মতো ডবল হেলিক্স আকারের। কেননা একেকটা তলা একেক দিকে মুখ করে বসানো হয়েছে। দেবদারু বনের এ জায়গাটি একটি ডোবার পাশে।
ভিলা এসকারপা, পর্তুগাল
বাতাসে ভাসমান কোনো ঘর দেখেছেন? এমন হয়তো জাদুকরের ভেলকিতে সম্ভব। তবে পর্তুগালের অ্যালগারভের লাজ নামক এলাকায় প্রায় এমনই বাড়ি বানিয়েছেন স্থপতি মারিও মার্টিনস। কংক্রিটের বানানো এ বাড়িতে মাটির একটু ওপরেই বানানো হয়েছে লম্বা পাকা পাত। মনে হবে এটি মাটি থেকে মুক্ত।
স্লাইস অ্যান্ড ফোল্ড হাউস, যুক্তরাষ্ট্র
দূর থেকে দেখে জাপানের ঐতিহ্যবাহী শিল্প অরিগ্যামির কথা মনে পড়বে। কিন্তু বাস্তবেই পাহাড়ের পাদদেশে এমন ঘর বানানো হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। সাদা রঙের কংক্রিটের এ ঘরটির একটা অংশ রয়েছে মাটির নিচে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে