সম্পাদকীয়
১৯৭১ সালের ২৬ মার্চ ইয়াহিয়া খান তাঁর বেতার ভাষণে সব দোষ চাপিয়ে দিলেন শেখ মুজিবুর রহমানের কাঁধে। দেশের অখণ্ডতা রক্ষা করার জন্যই নাকি তিনি দমননীতি প্রয়োগ করেছেন।
বেতারে এই ভাষণ শোনার পর সাহিত্যিক-সাংবাদিক আবু জাফর শামসুদ্দীনের মুখ থেকে ইয়াহিয়ার উদ্দেশে একটি বাক্যই বেরিয়ে এল, ‘কুত্তার বাচ্চা! মুজিব ট্রেইটর হলে গোটা পূর্ববঙ্গই ট্রেইটর।’
২৬ মার্চ অপারেশন সার্চলাইট চলছিল। আবু জাফর শামসুদ্দীনদের পাড়া মোমেনবাগে ঢুকেও গোলাগুলি করে গেল পাকিস্তানি সৈন্যরা। ২৭ মার্চ সকাল ৮টায় সান্ধ্য আইন তুলে নিলে আবু জাফর শামসুদ্দীন বাড়ি থেকে বের হলেন। সামনেই রাজারবাগ পুলিশ লাইনস। প্রায় আধা মাইল লম্বা পুলিশ লাইনসের টিনশেড পুড়িয়ে দেওয়া হয়েছে। জানতে পারলেন, রেললাইনের পাশের বস্তিগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। কাপ্তানবাজার, নয়াবাজার, ফুলবাড়িয়া মোড়, সদরঘাট, নীলক্ষেত এলাকা জ্বালিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে আক্রমণ চালিয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রদের হত্যা করেছে।
সবাইকে অফিসে যাওয়ার হুকুম করা হয়েছে। আবু জাফর শামসুদ্দীন সেদিন অফিসে গেলেন না। বিকেল ৪টা থেকে আবার কারফিউ।
ছেলে পারভেজ আর শওকত ওসমানের ছেলে জানেসারকে পাঠিয়ে দিলেন গ্রামের বাড়িতে। বাড়িতে যে গরু আর বাছুরটা ছিল, তা পাঠিয়ে দিলেন বাসাবোয় চাচাশ্বশুরের বাড়িতে।
২৮ মার্চ স্বাধীন বাংলা বেতার থেকে বলা হলো, চট্টগ্রামে যুদ্ধ চলছে। একটা বিদেশি রেডিওতে শোনা গেল, শেখ মুজিবুর রহমানের নির্দেশে পরিচালিত অস্থায়ী স্বাধীন সরকার বিদেশি সরকারগুলোর কাছে স্বীকৃতি চেয়েছে। অ্যাসোসিয়েট প্রেস অব আমেরিকার বিশেষ সংবাদদাতা ঢাকা থেকে ফিরে গিয়ে বলেছেন, ‘ঢাকায় নিরপরাধ জনসাধারণের ওপর ট্যাংক হামলা এবং বস্তিতে আগুন জ্বালিয়ে দেওয়া তিনি স্বচক্ষে দেখেছেন।’
কাইয়ুম খান যখন বিবৃতি দিয়ে পূর্ব বাংলায় ইয়াহিয়ার এই আক্রমণ সমর্থন করলেন, তখন আবু জাফর শামসুদ্দীনের কণ্ঠ থেকে বেরিয়ে এল একটি বাক্য, ‘কুত্তার বাচ্চা!’
সূত্র: আবু জাফর শামসুদ্দীন, আত্মস্মৃতি, পৃষ্ঠা: ২৩৩-২৩৫
১৯৭১ সালের ২৬ মার্চ ইয়াহিয়া খান তাঁর বেতার ভাষণে সব দোষ চাপিয়ে দিলেন শেখ মুজিবুর রহমানের কাঁধে। দেশের অখণ্ডতা রক্ষা করার জন্যই নাকি তিনি দমননীতি প্রয়োগ করেছেন।
বেতারে এই ভাষণ শোনার পর সাহিত্যিক-সাংবাদিক আবু জাফর শামসুদ্দীনের মুখ থেকে ইয়াহিয়ার উদ্দেশে একটি বাক্যই বেরিয়ে এল, ‘কুত্তার বাচ্চা! মুজিব ট্রেইটর হলে গোটা পূর্ববঙ্গই ট্রেইটর।’
২৬ মার্চ অপারেশন সার্চলাইট চলছিল। আবু জাফর শামসুদ্দীনদের পাড়া মোমেনবাগে ঢুকেও গোলাগুলি করে গেল পাকিস্তানি সৈন্যরা। ২৭ মার্চ সকাল ৮টায় সান্ধ্য আইন তুলে নিলে আবু জাফর শামসুদ্দীন বাড়ি থেকে বের হলেন। সামনেই রাজারবাগ পুলিশ লাইনস। প্রায় আধা মাইল লম্বা পুলিশ লাইনসের টিনশেড পুড়িয়ে দেওয়া হয়েছে। জানতে পারলেন, রেললাইনের পাশের বস্তিগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। কাপ্তানবাজার, নয়াবাজার, ফুলবাড়িয়া মোড়, সদরঘাট, নীলক্ষেত এলাকা জ্বালিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে আক্রমণ চালিয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রদের হত্যা করেছে।
সবাইকে অফিসে যাওয়ার হুকুম করা হয়েছে। আবু জাফর শামসুদ্দীন সেদিন অফিসে গেলেন না। বিকেল ৪টা থেকে আবার কারফিউ।
ছেলে পারভেজ আর শওকত ওসমানের ছেলে জানেসারকে পাঠিয়ে দিলেন গ্রামের বাড়িতে। বাড়িতে যে গরু আর বাছুরটা ছিল, তা পাঠিয়ে দিলেন বাসাবোয় চাচাশ্বশুরের বাড়িতে।
২৮ মার্চ স্বাধীন বাংলা বেতার থেকে বলা হলো, চট্টগ্রামে যুদ্ধ চলছে। একটা বিদেশি রেডিওতে শোনা গেল, শেখ মুজিবুর রহমানের নির্দেশে পরিচালিত অস্থায়ী স্বাধীন সরকার বিদেশি সরকারগুলোর কাছে স্বীকৃতি চেয়েছে। অ্যাসোসিয়েট প্রেস অব আমেরিকার বিশেষ সংবাদদাতা ঢাকা থেকে ফিরে গিয়ে বলেছেন, ‘ঢাকায় নিরপরাধ জনসাধারণের ওপর ট্যাংক হামলা এবং বস্তিতে আগুন জ্বালিয়ে দেওয়া তিনি স্বচক্ষে দেখেছেন।’
কাইয়ুম খান যখন বিবৃতি দিয়ে পূর্ব বাংলায় ইয়াহিয়ার এই আক্রমণ সমর্থন করলেন, তখন আবু জাফর শামসুদ্দীনের কণ্ঠ থেকে বেরিয়ে এল একটি বাক্য, ‘কুত্তার বাচ্চা!’
সূত্র: আবু জাফর শামসুদ্দীন, আত্মস্মৃতি, পৃষ্ঠা: ২৩৩-২৩৫
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে