বিনোদন প্রতিবেদক, ঢাকা
জি বাংলার সংগীতবিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’য় এর আগে অংশ নিয়ে আলোচনায় আসেন মাঈনুল আহসান নোবেল ও অবন্তী সিঁথি। প্রতিযোগিতার এবারের আসরে আছেন বাংলাদেশের আরেক মুখ শুভ দাস। চট্টগ্রামের সাতকানিয়ার ছেলে শুভ সারেগামাপার গ্র্যান্ড অডিশনের ধাপ পেরিয়ে স্থান পেয়েছেন প্রতিযোগিতার মূল পর্বে। অডিশনে হারমোনিয়াম বাজিয়ে শুভ গেয়েছেন মান্না দের ‘এ তো রাগ নয় এ তো অভিমান’ ও অখিল বন্ধু ঘোষের ‘তোমার ভুবনে ফুলের মেলা’ গান দুটি।
অডিশনে শুভর গান শুনে প্রশংসা করেন প্রতিযোগিতার বিচারক অজয় চক্রবর্তী ও শ্রীকান্ত আচার্য। শুভর হারমোনিয়াম বাজানোর প্রশংসা করে অজয় চক্রবর্তী বলেন, ‘তুমি হারমোনিয়াম খুব ভালো বাজিয়েছ। খুব ভালো তোমার কণ্ঠস্বর। অলংকরণগুলো আরেকটু পরিষ্কার করে নিও।’ শ্রীকান্ত আচার্য বলেন, ‘বড্ড যত্ন করে মন দিয়ে গেয়েছ। সেটা প্রকাশ পেয়েছে তোমার গানের মধ্যে।’
কিছুদিনের মধ্যে শুরু হবে প্রতিযোগিতার মূল পর্বের শুটিং। তার আগে সপ্তাহখানেকের ছুটি পেয়ে গ্রামের বাড়ি চট্টগ্রামে এসেছেন শুভ। তিনি জানান, ছোটবেলায় মায়ের কাছে তাঁর গান শেখার শুরু। তখন থেকেই উপজেলাভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে পুরস্কার-প্রশংসা পেতে থাকেন। উচ্চমাধ্যমিকের পর চট্টগ্রাম শহরে এসে যুক্ত হন বিভিন্ন সংগঠনের সঙ্গে। ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তীর কাছে আনুষ্ঠানিকভাবে গান শেখা শুরু করেন। জাতীয় স্তরের বিভিন্ন অনুষ্ঠানে গেয়েছেন শুভ। ক্ল্যাসিক্যাল, নজরুলসংগীত ও আধুনিক গান—এ তিন বিভাগে বিটিভির ঢাকা কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পী তিনি।
শুভ দাস বলেন, ‘প্রথমে সারেগামাপা আমার একটি অনলাইন অডিশন নেয়। এরপর কলকাতা গিয়ে ফাইনাল অডিশন দিয়ে গ্র্যান্ড অডিশনের জন্য নির্বাচিত হই। তিনটি অডিশন পার করে মূল পর্বে জায়গা পেয়েছি। এটা সত্যিই আমার জন্য বড় পাওয়া। চট্টগ্রাম থেকে আমিই প্রথম এই প্রতিযোগিতায় জায়গা পেয়েছি। সবার শুভকামনা চাই, যাতে গান নিয়ে এগিয়ে যেতে পারি অনেক দূর।’
জি বাংলার সংগীতবিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’য় এর আগে অংশ নিয়ে আলোচনায় আসেন মাঈনুল আহসান নোবেল ও অবন্তী সিঁথি। প্রতিযোগিতার এবারের আসরে আছেন বাংলাদেশের আরেক মুখ শুভ দাস। চট্টগ্রামের সাতকানিয়ার ছেলে শুভ সারেগামাপার গ্র্যান্ড অডিশনের ধাপ পেরিয়ে স্থান পেয়েছেন প্রতিযোগিতার মূল পর্বে। অডিশনে হারমোনিয়াম বাজিয়ে শুভ গেয়েছেন মান্না দের ‘এ তো রাগ নয় এ তো অভিমান’ ও অখিল বন্ধু ঘোষের ‘তোমার ভুবনে ফুলের মেলা’ গান দুটি।
অডিশনে শুভর গান শুনে প্রশংসা করেন প্রতিযোগিতার বিচারক অজয় চক্রবর্তী ও শ্রীকান্ত আচার্য। শুভর হারমোনিয়াম বাজানোর প্রশংসা করে অজয় চক্রবর্তী বলেন, ‘তুমি হারমোনিয়াম খুব ভালো বাজিয়েছ। খুব ভালো তোমার কণ্ঠস্বর। অলংকরণগুলো আরেকটু পরিষ্কার করে নিও।’ শ্রীকান্ত আচার্য বলেন, ‘বড্ড যত্ন করে মন দিয়ে গেয়েছ। সেটা প্রকাশ পেয়েছে তোমার গানের মধ্যে।’
কিছুদিনের মধ্যে শুরু হবে প্রতিযোগিতার মূল পর্বের শুটিং। তার আগে সপ্তাহখানেকের ছুটি পেয়ে গ্রামের বাড়ি চট্টগ্রামে এসেছেন শুভ। তিনি জানান, ছোটবেলায় মায়ের কাছে তাঁর গান শেখার শুরু। তখন থেকেই উপজেলাভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে পুরস্কার-প্রশংসা পেতে থাকেন। উচ্চমাধ্যমিকের পর চট্টগ্রাম শহরে এসে যুক্ত হন বিভিন্ন সংগঠনের সঙ্গে। ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তীর কাছে আনুষ্ঠানিকভাবে গান শেখা শুরু করেন। জাতীয় স্তরের বিভিন্ন অনুষ্ঠানে গেয়েছেন শুভ। ক্ল্যাসিক্যাল, নজরুলসংগীত ও আধুনিক গান—এ তিন বিভাগে বিটিভির ঢাকা কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পী তিনি।
শুভ দাস বলেন, ‘প্রথমে সারেগামাপা আমার একটি অনলাইন অডিশন নেয়। এরপর কলকাতা গিয়ে ফাইনাল অডিশন দিয়ে গ্র্যান্ড অডিশনের জন্য নির্বাচিত হই। তিনটি অডিশন পার করে মূল পর্বে জায়গা পেয়েছি। এটা সত্যিই আমার জন্য বড় পাওয়া। চট্টগ্রাম থেকে আমিই প্রথম এই প্রতিযোগিতায় জায়গা পেয়েছি। সবার শুভকামনা চাই, যাতে গান নিয়ে এগিয়ে যেতে পারি অনেক দূর।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪