সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা শহরে বেড়েছে বেওয়ারিশ কুকুর। প্রতিটি মোড়ে ও পাড়া মহল্লায় দল বেঁধে ঘুরে বেড়ায় এসব কুকুর। এতে রাতের বেলা রাস্তায় চলাচল করতে ভয় পান পৌরবাসী। তা ছাড়া স্কুলগামী ছাত্রছাত্রীরাও থাকে এসব কুকুরদের আতঙ্কে।
এসব বেওয়ারিশ কুকুর সকাল থেকে গভীর রাত পর্যন্ত দল বেঁধে শহরের অলি গলি দাপিয়ে বেড়ালেও দেখার কেউ নেই বলে অভিযোগ করেন শহরবাসী।
সরেজমিনে দেখা গেছে, যাতায়াতের পথে রাস্তার মোড়ে মোড়ে ৮-১০টি কুকুর দলবদ্ধভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। পথচারীকে একা পেলে তারা ঘেউ ঘেউ করে। অনেক স্কুলগামী ছাত্রছাত্রী ভয়ে একা স্কুল যাওয়া ছেড়ে দিয়েছে। পথচারীরা একা রাতে এসব রাস্তা দিয়ে পথ চলতে ভয় পান।
আরও জানা গেছে, আগে পৌরসভায় হত্যা করে বেওয়ারিশ কুকুর বৃদ্ধি নিয়ন্ত্রণ করা হতো। কিন্তু এখন হত্যা করে নয়, ভ্যাকসিন ব্যবহার করে কুকুরের জন্মনিয়ন্ত্রণের নির্দেশ রয়েছে। ভ্যাকসিনের অভাব এবং কুকুর নিধন বন্ধ থাকায় লাগামহীনভাবে বাড়ছে বেওয়ারিশ কুকুর।
শহরের পোস্ট অফিস মোড় থেকে সরকারি কলেজ মোড়, শহিদ আবদুর রাজ্জাক পার্ক থেকে ডেনাইট কলেজ মোড় ও কুখরালীসহ বিভিন্ন স্থানে এসব কুকুরের বিচরণ ক্ষেত্র।
স্কুলছাত্রী সুমা খাতুন বলেন, সকালবেলা একাই স্কুল বা প্রাইভেট যেতে খুব ভয় লাগে। এ ছাড়া মাঝে মাঝেই কুকুরের দল ধাওয়াও করে।
রেজিস্ট্রি অফিস এলাকার আসমা খাতুন জানান, ‘কুকুরের ভয়ে রাতে একা বাড়িতে আসা যায় না এ ছাড়া দিনের বেলাও মেয়েকে একা স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি।’
সাতক্ষীরা পৌরসভা সূত্র জানিয়েছে, জীববৈচিত্র্য রক্ষায় উচ্চ আদালতে কুকুর নিধন বন্ধের নির্দেশনা রয়েছে ২০১০ সাল থেকে। ওই বছরই সর্বশেষ শহরের প্রতিটি ওয়ার্ডে বেওয়ারিস কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়। এরপর থেকেই বন্ধ এ কার্যক্রম।
এ বিষয়ে পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি জানান, ‘কুকুর নিধন নিষেধাজ্ঞা থাকায় কুকুর মেরে ফেলা যাচ্ছে না। জলাতঙ্ক রোগ প্রতিরোধে কুকুরদের ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানান পৌর মেয়র।’
সাতক্ষীরা শহরে বেড়েছে বেওয়ারিশ কুকুর। প্রতিটি মোড়ে ও পাড়া মহল্লায় দল বেঁধে ঘুরে বেড়ায় এসব কুকুর। এতে রাতের বেলা রাস্তায় চলাচল করতে ভয় পান পৌরবাসী। তা ছাড়া স্কুলগামী ছাত্রছাত্রীরাও থাকে এসব কুকুরদের আতঙ্কে।
এসব বেওয়ারিশ কুকুর সকাল থেকে গভীর রাত পর্যন্ত দল বেঁধে শহরের অলি গলি দাপিয়ে বেড়ালেও দেখার কেউ নেই বলে অভিযোগ করেন শহরবাসী।
সরেজমিনে দেখা গেছে, যাতায়াতের পথে রাস্তার মোড়ে মোড়ে ৮-১০টি কুকুর দলবদ্ধভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। পথচারীকে একা পেলে তারা ঘেউ ঘেউ করে। অনেক স্কুলগামী ছাত্রছাত্রী ভয়ে একা স্কুল যাওয়া ছেড়ে দিয়েছে। পথচারীরা একা রাতে এসব রাস্তা দিয়ে পথ চলতে ভয় পান।
আরও জানা গেছে, আগে পৌরসভায় হত্যা করে বেওয়ারিশ কুকুর বৃদ্ধি নিয়ন্ত্রণ করা হতো। কিন্তু এখন হত্যা করে নয়, ভ্যাকসিন ব্যবহার করে কুকুরের জন্মনিয়ন্ত্রণের নির্দেশ রয়েছে। ভ্যাকসিনের অভাব এবং কুকুর নিধন বন্ধ থাকায় লাগামহীনভাবে বাড়ছে বেওয়ারিশ কুকুর।
শহরের পোস্ট অফিস মোড় থেকে সরকারি কলেজ মোড়, শহিদ আবদুর রাজ্জাক পার্ক থেকে ডেনাইট কলেজ মোড় ও কুখরালীসহ বিভিন্ন স্থানে এসব কুকুরের বিচরণ ক্ষেত্র।
স্কুলছাত্রী সুমা খাতুন বলেন, সকালবেলা একাই স্কুল বা প্রাইভেট যেতে খুব ভয় লাগে। এ ছাড়া মাঝে মাঝেই কুকুরের দল ধাওয়াও করে।
রেজিস্ট্রি অফিস এলাকার আসমা খাতুন জানান, ‘কুকুরের ভয়ে রাতে একা বাড়িতে আসা যায় না এ ছাড়া দিনের বেলাও মেয়েকে একা স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি।’
সাতক্ষীরা পৌরসভা সূত্র জানিয়েছে, জীববৈচিত্র্য রক্ষায় উচ্চ আদালতে কুকুর নিধন বন্ধের নির্দেশনা রয়েছে ২০১০ সাল থেকে। ওই বছরই সর্বশেষ শহরের প্রতিটি ওয়ার্ডে বেওয়ারিস কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়। এরপর থেকেই বন্ধ এ কার্যক্রম।
এ বিষয়ে পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি জানান, ‘কুকুর নিধন নিষেধাজ্ঞা থাকায় কুকুর মেরে ফেলা যাচ্ছে না। জলাতঙ্ক রোগ প্রতিরোধে কুকুরদের ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানান পৌর মেয়র।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৯ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে