সর্বশক্তি নিয়োগ করে নির্বাচন সুষ্ঠু করুন, ইসি রাশেদার বার্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৮: ৫৮

রংপুর ও রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা মাঠপর্যায়ে কড়া বার্তা দিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে কমিশনের পক্ষ থেকে এই বার্তা পাঠান।

বার্তায় উল্লেখ করা হয়, সব প্রার্থীকে সমান গুরুত্ব দিতে হবে। যেকোনো মূল্যে অবাধ, সুষ্ঠু, পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। এ জন্য তাৎক্ষণিকভাবে যেখানে যা করণীয়, তা করতে হবে; যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, তা নিশ্চিত করতে হবে; সর্বশক্তি নিয়োগ করতে হবে। কোনো সময়ক্ষেপণ করা যাবে না। সর্বোপরি ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে রকম শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। সব প্রার্থীর এজেন্টকে ভোটকক্ষে উপস্থিত হয়ে দায়িত্ব পালনের নিশ্চয়তা বিধান করতে হবে।

বার্তায় নির্বাচন কমিশনার রাশেদা আরও উল্লেখ করেন, ভোটকেন্দ্রের শৃঙ্খলা বিঘ্নিত হলে সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধ রাখতে হবে এবং তাৎক্ষণিকভাবে উপযুক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভোটকেন্দ্রের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। ভোট গ্রহণকালে উদ্ভূত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা সৃষ্ট বাধাবিপত্তি কিংবা বিভিন্ন অপচেষ্টা বা চ্যালেঞ্জ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভোট গ্রহণ বন্ধ করতে হবে। প্রয়োজনে যতসংখ্যক কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করা প্রয়োজন, ততসংখ্যক কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করতে হবে। ভোট গ্রহণ বন্ধের বিষয়টি ও সার্বিক কেন্দ্র পরিস্থিতি তাৎক্ষণিকভাবে কমিশনকে অবহিত করতে হবে। 

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আরও বলেছে, কোনো কেন্দ্রে জাল ভোট, প্রক্সি ভোট, ব্যালট বাক্স ছিনতাই ইত্যাদি হলে সংশ্লিষ্ট কেন্দ্রের গৃহীত ভোট গণনায় অন্তর্ভুক্ত করা যাবে না। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ম অবমাননা: একই স্ট্যাটাসের জন্য দ্বিতীয়বার অভিযুক্ত হৃদয়

আমিরাতে অবৈধদের সাধারণ ক্ষমা পাওয়ার সুযোগ আর মাত্র দুদিন

৫ আগস্ট সশস্ত্র সংগ্রামের ভিডিও বার্তা দিয়ে রেখেছিলাম: উপদেষ্টা নাহিদ

ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক বাজেট তিনগুণ

রাজধানীতে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা

আরও
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত