সম্পাদকীয়
বিদ্যুৎ উৎপাদনের সাফল্যের কথা যখন বলা হয়েছিল, তখনো দেশের কোনো কোনো অঞ্চলে লোডশেডিং চলছিল। উৎপাদন ও বিতরণব্যবস্থায় সমন্বয়হীনতা কিংবা অন্য কোনো ত্রুটির কারণে দেশ শতভাগ লোডশেডিংমুক্ত হতে পারেনি। তবে এটা ঠিক বিদ্যুৎ খাতে উন্নতি হয়েছে। মানুষ চায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। এখানে সামান্য ব্যত্যয় ঘটলেও গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। কারণ বিদ্যুৎ বিনা পয়সায় দেওয়া হয় না। পয়সা যেহেতু নিয়মিত নেওয়া হয়, সেহেতু সরবরাহটাও নিয়মিত হতে হবে।
কয়েক দিন ধরে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে সমস্যা দেখা যাচ্ছে। প্রথমে বলা হয়েছিল, ঘূর্ণিঝড় মোখার কারণে এই সাময়িক সমস্যা। দু-এক দিনের মধ্যে সমস্যা দূর হবে। কিন্তু মঙ্গলবার আজকের পত্রিকায় ‘শিগগির কাটছে না লোডশেডিং’ শিরোনামে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, আগামী দিন দশেকের আগে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হলে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হবে না। আর বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক না হলে লোডশেডিংও কমবে না।
তীব্র গ্যাসের সংকটে দেশে বিদ্যুৎ উৎপাদনে ধস নেমেছে। উৎপাদনে ঘাটতি থাকায় ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরেও দৈনিক ৫-৭ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। গ্রামাঞ্চলে লোডশেডিং হচ্ছে ১০-১২ ঘণ্টা করে। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে আরও সময় লাগবে। এ অবস্থায় শিগগিরই মুক্তি মিলছে না লোডশেডিং থেকে।
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এখন ২৩ হাজার মেগাওয়াটের বেশি, আর চাহিদা থাকে গড়ে ১২ হাজার মেগাওয়াটের মতো। কিন্তু সেটা গ্রীষ্মকালে বেড়ে দাঁড়ায় প্রায় ১৬ হাজার মেগাওয়াট। তিন দিন ধরে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুৎ উৎপাদন নেমেছে ১০ হাজার মেগাওয়াটে।
পিডিবি থেকে দেওয়া তথ্যে জানা যায়, গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে আসে প্রায় ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। গত শুক্রবার এলএনজি সরবরাহ বন্ধের পর থেকে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ৬ হাজার থেকে কমে সাড়ে ৩ হাজার মেগাওয়াটে ঠেকেছে। একই সঙ্গে আগে থেকে রামপালসহ বেশ কিছু কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় বেড়েছে লোডশেডিংয়ের মাত্রা।
গ্যাসের সংকট শিগগির কাটছে না, এমন ইঙ্গিত পাওয়া গেছে জানিয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আমাদের একটা ভাসমান টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটার কারিগরি ত্রুটি সারিয়ে আমরা এলএনজি সরবরাহ শুরু করেছি। ঘূর্ণিঝড়ের কারণে আমাদের কেনা তিনটি এলএনজি কার্গোকে বাংলাদেশে না আসার জন্য বলা হয়েছে। সেগুলো এখন আরব সাগরে অবস্থান করছে। সেগুলো এলেও এখন সরবরাহ করা যাবে না। কারণ, আগাম সতর্কতার অংশ হিসেবে টার্মিনালকে গভীর সমুদ্রে নিয়ে গিয়েছিলাম। সেটা আবার অপারেশনে আসতে বেশ সময় লাগবে। এসব পরিস্থিতি বিবেচনায় নিলে এলএনজি সরবরাহ স্বাভাবিক হতে বেশ সময় লাগবে।’
বিদ্যুৎ উৎপাদন যেহেতু গ্যাসের ওপর নির্ভরশীল, সেহেতু গ্যাসের সরবরাহ ব্যাহত হলে উৎপাদনে ঘাটতি দেখা দেওয়াই স্বাভাবিক। গ্যাসের সংকট কাটিয়ে ওঠার স্থায়ী পরিকল্পনার কথা কবে ভাবা হবে?
বিদ্যুৎ উৎপাদনের সাফল্যের কথা যখন বলা হয়েছিল, তখনো দেশের কোনো কোনো অঞ্চলে লোডশেডিং চলছিল। উৎপাদন ও বিতরণব্যবস্থায় সমন্বয়হীনতা কিংবা অন্য কোনো ত্রুটির কারণে দেশ শতভাগ লোডশেডিংমুক্ত হতে পারেনি। তবে এটা ঠিক বিদ্যুৎ খাতে উন্নতি হয়েছে। মানুষ চায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। এখানে সামান্য ব্যত্যয় ঘটলেও গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। কারণ বিদ্যুৎ বিনা পয়সায় দেওয়া হয় না। পয়সা যেহেতু নিয়মিত নেওয়া হয়, সেহেতু সরবরাহটাও নিয়মিত হতে হবে।
কয়েক দিন ধরে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে সমস্যা দেখা যাচ্ছে। প্রথমে বলা হয়েছিল, ঘূর্ণিঝড় মোখার কারণে এই সাময়িক সমস্যা। দু-এক দিনের মধ্যে সমস্যা দূর হবে। কিন্তু মঙ্গলবার আজকের পত্রিকায় ‘শিগগির কাটছে না লোডশেডিং’ শিরোনামে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, আগামী দিন দশেকের আগে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হলে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হবে না। আর বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক না হলে লোডশেডিংও কমবে না।
তীব্র গ্যাসের সংকটে দেশে বিদ্যুৎ উৎপাদনে ধস নেমেছে। উৎপাদনে ঘাটতি থাকায় ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরেও দৈনিক ৫-৭ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। গ্রামাঞ্চলে লোডশেডিং হচ্ছে ১০-১২ ঘণ্টা করে। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে আরও সময় লাগবে। এ অবস্থায় শিগগিরই মুক্তি মিলছে না লোডশেডিং থেকে।
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এখন ২৩ হাজার মেগাওয়াটের বেশি, আর চাহিদা থাকে গড়ে ১২ হাজার মেগাওয়াটের মতো। কিন্তু সেটা গ্রীষ্মকালে বেড়ে দাঁড়ায় প্রায় ১৬ হাজার মেগাওয়াট। তিন দিন ধরে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুৎ উৎপাদন নেমেছে ১০ হাজার মেগাওয়াটে।
পিডিবি থেকে দেওয়া তথ্যে জানা যায়, গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে আসে প্রায় ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। গত শুক্রবার এলএনজি সরবরাহ বন্ধের পর থেকে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ৬ হাজার থেকে কমে সাড়ে ৩ হাজার মেগাওয়াটে ঠেকেছে। একই সঙ্গে আগে থেকে রামপালসহ বেশ কিছু কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় বেড়েছে লোডশেডিংয়ের মাত্রা।
গ্যাসের সংকট শিগগির কাটছে না, এমন ইঙ্গিত পাওয়া গেছে জানিয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আমাদের একটা ভাসমান টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটার কারিগরি ত্রুটি সারিয়ে আমরা এলএনজি সরবরাহ শুরু করেছি। ঘূর্ণিঝড়ের কারণে আমাদের কেনা তিনটি এলএনজি কার্গোকে বাংলাদেশে না আসার জন্য বলা হয়েছে। সেগুলো এখন আরব সাগরে অবস্থান করছে। সেগুলো এলেও এখন সরবরাহ করা যাবে না। কারণ, আগাম সতর্কতার অংশ হিসেবে টার্মিনালকে গভীর সমুদ্রে নিয়ে গিয়েছিলাম। সেটা আবার অপারেশনে আসতে বেশ সময় লাগবে। এসব পরিস্থিতি বিবেচনায় নিলে এলএনজি সরবরাহ স্বাভাবিক হতে বেশ সময় লাগবে।’
বিদ্যুৎ উৎপাদন যেহেতু গ্যাসের ওপর নির্ভরশীল, সেহেতু গ্যাসের সরবরাহ ব্যাহত হলে উৎপাদনে ঘাটতি দেখা দেওয়াই স্বাভাবিক। গ্যাসের সংকট কাটিয়ে ওঠার স্থায়ী পরিকল্পনার কথা কবে ভাবা হবে?
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে