মো. রিয়াদ হোসাইন, কালীগঞ্জ (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জে বিএনপি ও এর অভ্যন্তরীণ কোন্দল দিন দিন বেড়েই চলেছে। দলে-উপদলে বিভক্ত হয়ে পড়ছে উপজেলা বিএনপি ও যুবদল। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলনের সঙ্গে যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্তা ও তাঁর অনুসারীদের মতের মিল না হওয়ায় এ কোন্দল বেড়েছে।
জানা গেছে, দলীয় কোন্দলের কারণে স্থানীয় বিএনপির একাংশের নেতা-কর্মীদের তোপের মুখে পড়তে হয়েছে সদ্যঘোষিত থানা, পৌর বিএনপি ও যুবদলের কমিটি এবং পৌর কমিটির অন্তর্গত ওয়ার্ড যুবদল কমিটিকে। কিছু জায়গায় কমিটিকে লেজুড়বৃত্তি আখ্যা দিয়ে পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে।
গত বছরের ৪ অক্টোবর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিব খোকার বাড়িতে বৈঠক চলাকালে মিলনবিরোধী হিসেবে পরিচিত অ্যালবার্ট পি কস্তার গাড়িতে হামলা চালানো হয়। এতে তাঁর ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে কালীগঞ্জ বিএনপির মিলনপন্থী অংশ থেকে বলা হয়েছে এ হামলা তাঁরা করেননি।
এদিকে কোন্দলের মাঝেই গত বছরের ৫ ডিসেম্বর ঘোষণা করা হয় থানা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি; যা নিয়ে কোন্দল আরও বেড়েছে। এরপর পৌর যুবদলের আহ্বায়ক কায়েস ইসলাম ও সদস্যসচিব রাশিদুল হাসান রিপনের কমিটি পৌর ১ নম্বর ওয়ার্ডের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন। কায়েস ও রিপন মিলনপন্থী হিসেবে পরিচিত।
মাত্র এক দিনের ব্যবধানে সেই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদীরুল আলম শাহীন, যুগ্ম আহ্বায়ক শামীম মিশির ও নুর মোহাম্মদ নুরু। তাঁরা সবাই অ্যালবার্ট পি কস্তার অনুসারী। এই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এ তিনজনকে শোকজ করা হয়েছে। আট দিনের মধ্যে কারণ দর্শাতে না পারলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও জানা যায়।
১ নম্বর ওয়ার্ড একটি উদাহরণ মাত্র। এ চিত্র অধিকাংশ কমিটির। আর থানা ও পৌর বিএনপি ও যুবদলের আহ্বায়ক কমিটি গঠন হলেও নেই নতুন কোনো কর্মসূচি।
কালীগঞ্জ পৌর যুবদলের সদস্যসচিব রাশিদুল হাসান রিপন বলেন, কালীগঞ্জে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের মাঝে কখনই ঐক্যের অভাব ছিল না এবং এখনো নেই। দলের কর্ণধার যে নির্দেশ দেন, তাই সবাই মেনে চলেন। কিন্তু দল যা সিদ্ধান্ত নেয়, তা যদি কেউ মানতে অস্বীকৃতি জানায়, তাহলে বুঝতে হবে সে দলের শুভাকাঙ্ক্ষী না। আর দল তাই তাদের কর্মের জন্য কারণ দর্শাতে বলেছে। উপযুক্ত কারণ দেখাতে না পারলে দল তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম মিশির বলেন, ওয়ার্ড যুবদলের কমিটি প্রশ্নবিদ্ধ। পৌর ১ নম্বর ওয়ার্ডের যে কমিটি রয়েছে, তাতে যাঁকে সভাপতি বানানো হয়েছে, তিনি আওয়ামী ঘরানার। আর যাঁরা দিনের পর দিন বিএনপির জন্য সব বিলিয়ে দিয়েছেন, তাঁদের বঞ্চিত করা হয়েছে।
শামীম মিশির বলেন, ‘আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হওয়া সত্ত্বেও আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। তাই পুনরায় কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটিতে সবারই মতামত নেওয়া হয়েছে। এরপর দল যা সিদ্ধান্ত নেয়, তা-ই মেনে নেব।’
কালীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লাভলু বলেন, ‘বর্তমান সাংসদ (আওয়ামী লীগের সাংসদ মেহের আফরোজ চুমকি) চান না কালীগঞ্জে কোনো বিএনপির নেতা-কর্মী শান্তিতে থাকুক। প্রতিটি নেতা-কর্মীকে নানাভাবে হয়রানি করা হয়েছে। হামলা-মামলা লেগেই আছে। আমরা চাইলেও কোনো সভা-সমাবেশ করতে পারি না। তাই ওপরের নির্দেশে যত প্রোগ্রাম করার, তা জেলাতেই করে থাকি।’
মিলনপন্থী হিসেবে পরিচিত লাভলু বলেন, ‘এবার সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে খুব দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করা হবে, যাতে দল পুনরায় চাঙা হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে সারা দেশের মতো কালীগঞ্জেও যুগান্তকারী আন্দোলন পরিচালনা করা হবে।’
যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্তা আজকের পত্রিকাকে বলেন, ‘কালীগঞ্জ বিএনপিতে যে কমিটি ঘোষণা করা হয়েছে, তা মেনে নেওয়ার সুযোগ নেই। এই কমিটি একজন ব্যক্তির সুবিধার জন্য করা হয়েছে। কমিটি ঘোষণার পর থেকে আমরা এর প্রতিবাদ করে আসছি। এই কমিটিই প্রমাণ করে কালীগঞ্জে বিএনপি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয় না। এখানে একনায়কতন্ত্র চলছে।’
কোন্দলের বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সাবেক সাংসদ এ কে এম ফজলুল হক মিলন আজকের পত্রিকাকে বলেন, ‘কালীগঞ্জের রাজনীতিকে বিতর্কিত করতে একদল লোক দিনরাত পরিশ্রম করছে দলের ভেতরে থেকেই। তাদের এই কাজগুলোকে দল সমর্থন করবে না। সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাদের ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে।’
উপজেলা বিএনপিতে নিজের আধিপত্য বিস্তারের বিষয়ে ফজলুল হক মিলন বলেন, ‘এখানে ব্যক্তি কোনো বিষয় না। নতুন কমিটি হচ্ছে। আর এই কমিটির মাধ্যমেই কালীগঞ্জে বিএনপি পুনরায় সক্রিয় হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।’
গাজীপুরের কালীগঞ্জে বিএনপি ও এর অভ্যন্তরীণ কোন্দল দিন দিন বেড়েই চলেছে। দলে-উপদলে বিভক্ত হয়ে পড়ছে উপজেলা বিএনপি ও যুবদল। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলনের সঙ্গে যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্তা ও তাঁর অনুসারীদের মতের মিল না হওয়ায় এ কোন্দল বেড়েছে।
জানা গেছে, দলীয় কোন্দলের কারণে স্থানীয় বিএনপির একাংশের নেতা-কর্মীদের তোপের মুখে পড়তে হয়েছে সদ্যঘোষিত থানা, পৌর বিএনপি ও যুবদলের কমিটি এবং পৌর কমিটির অন্তর্গত ওয়ার্ড যুবদল কমিটিকে। কিছু জায়গায় কমিটিকে লেজুড়বৃত্তি আখ্যা দিয়ে পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে।
গত বছরের ৪ অক্টোবর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিব খোকার বাড়িতে বৈঠক চলাকালে মিলনবিরোধী হিসেবে পরিচিত অ্যালবার্ট পি কস্তার গাড়িতে হামলা চালানো হয়। এতে তাঁর ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে কালীগঞ্জ বিএনপির মিলনপন্থী অংশ থেকে বলা হয়েছে এ হামলা তাঁরা করেননি।
এদিকে কোন্দলের মাঝেই গত বছরের ৫ ডিসেম্বর ঘোষণা করা হয় থানা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি; যা নিয়ে কোন্দল আরও বেড়েছে। এরপর পৌর যুবদলের আহ্বায়ক কায়েস ইসলাম ও সদস্যসচিব রাশিদুল হাসান রিপনের কমিটি পৌর ১ নম্বর ওয়ার্ডের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন। কায়েস ও রিপন মিলনপন্থী হিসেবে পরিচিত।
মাত্র এক দিনের ব্যবধানে সেই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদীরুল আলম শাহীন, যুগ্ম আহ্বায়ক শামীম মিশির ও নুর মোহাম্মদ নুরু। তাঁরা সবাই অ্যালবার্ট পি কস্তার অনুসারী। এই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এ তিনজনকে শোকজ করা হয়েছে। আট দিনের মধ্যে কারণ দর্শাতে না পারলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও জানা যায়।
১ নম্বর ওয়ার্ড একটি উদাহরণ মাত্র। এ চিত্র অধিকাংশ কমিটির। আর থানা ও পৌর বিএনপি ও যুবদলের আহ্বায়ক কমিটি গঠন হলেও নেই নতুন কোনো কর্মসূচি।
কালীগঞ্জ পৌর যুবদলের সদস্যসচিব রাশিদুল হাসান রিপন বলেন, কালীগঞ্জে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের মাঝে কখনই ঐক্যের অভাব ছিল না এবং এখনো নেই। দলের কর্ণধার যে নির্দেশ দেন, তাই সবাই মেনে চলেন। কিন্তু দল যা সিদ্ধান্ত নেয়, তা যদি কেউ মানতে অস্বীকৃতি জানায়, তাহলে বুঝতে হবে সে দলের শুভাকাঙ্ক্ষী না। আর দল তাই তাদের কর্মের জন্য কারণ দর্শাতে বলেছে। উপযুক্ত কারণ দেখাতে না পারলে দল তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম মিশির বলেন, ওয়ার্ড যুবদলের কমিটি প্রশ্নবিদ্ধ। পৌর ১ নম্বর ওয়ার্ডের যে কমিটি রয়েছে, তাতে যাঁকে সভাপতি বানানো হয়েছে, তিনি আওয়ামী ঘরানার। আর যাঁরা দিনের পর দিন বিএনপির জন্য সব বিলিয়ে দিয়েছেন, তাঁদের বঞ্চিত করা হয়েছে।
শামীম মিশির বলেন, ‘আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হওয়া সত্ত্বেও আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। তাই পুনরায় কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটিতে সবারই মতামত নেওয়া হয়েছে। এরপর দল যা সিদ্ধান্ত নেয়, তা-ই মেনে নেব।’
কালীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লাভলু বলেন, ‘বর্তমান সাংসদ (আওয়ামী লীগের সাংসদ মেহের আফরোজ চুমকি) চান না কালীগঞ্জে কোনো বিএনপির নেতা-কর্মী শান্তিতে থাকুক। প্রতিটি নেতা-কর্মীকে নানাভাবে হয়রানি করা হয়েছে। হামলা-মামলা লেগেই আছে। আমরা চাইলেও কোনো সভা-সমাবেশ করতে পারি না। তাই ওপরের নির্দেশে যত প্রোগ্রাম করার, তা জেলাতেই করে থাকি।’
মিলনপন্থী হিসেবে পরিচিত লাভলু বলেন, ‘এবার সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে খুব দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করা হবে, যাতে দল পুনরায় চাঙা হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে সারা দেশের মতো কালীগঞ্জেও যুগান্তকারী আন্দোলন পরিচালনা করা হবে।’
যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্তা আজকের পত্রিকাকে বলেন, ‘কালীগঞ্জ বিএনপিতে যে কমিটি ঘোষণা করা হয়েছে, তা মেনে নেওয়ার সুযোগ নেই। এই কমিটি একজন ব্যক্তির সুবিধার জন্য করা হয়েছে। কমিটি ঘোষণার পর থেকে আমরা এর প্রতিবাদ করে আসছি। এই কমিটিই প্রমাণ করে কালীগঞ্জে বিএনপি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয় না। এখানে একনায়কতন্ত্র চলছে।’
কোন্দলের বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সাবেক সাংসদ এ কে এম ফজলুল হক মিলন আজকের পত্রিকাকে বলেন, ‘কালীগঞ্জের রাজনীতিকে বিতর্কিত করতে একদল লোক দিনরাত পরিশ্রম করছে দলের ভেতরে থেকেই। তাদের এই কাজগুলোকে দল সমর্থন করবে না। সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাদের ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে।’
উপজেলা বিএনপিতে নিজের আধিপত্য বিস্তারের বিষয়ে ফজলুল হক মিলন বলেন, ‘এখানে ব্যক্তি কোনো বিষয় না। নতুন কমিটি হচ্ছে। আর এই কমিটির মাধ্যমেই কালীগঞ্জে বিএনপি পুনরায় সক্রিয় হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে