উবায়দুল্লাহ বাদল, সৌদি আরব থেকে
খালি মাথায় ইহরাম পরা লাখো হজযাত্রীর পদচারণে মুখর তাঁবুর শহর মিনা। যত দূর চোখ যায়, তাঁবু আর তাঁবু। এর মধ্য দিয়েই হাঁটছেন সাদা কাপড়ে ইহরাম বাঁধা হজযাত্রীরা। তাঁদের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল, ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাকা’। এর অর্থ, ‘হে আল্লাহ, আমি হাজির আছি, আমি হাজির আছি। আপনার কোনো শরিক নেই, আমি হাজির আছি। নিশ্চয় সমস্ত প্রশংসা ও নেয়ামত আপনারই এবং সমগ্র বিশ্বজাহান আপনার। আপনার কোনো শরিক নেই।’
হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল শুক্রবার। সৌদি কর্তৃপক্ষ আশা করেছিল, এবার হজযাত্রীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যাবে। তবে আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর হজের উদ্দেশ্যে অন্তত ১৬ লাখ মুসল্লি মক্কা থেকে মিনায় এসেছেন।
আগের রাত থেকে গতকাল দুপুরের মধ্যে হজযাত্রীরা মিনায় প্রবেশ করেছেন। সারা দিন মিনায় নামাজ আদায় করার পাশাপাশি হজের তালবিয়া, জিকির-আজকার করে আজ শনিবার ফজরের নামাজ শেষে আরাফার ময়দানের উদ্দেশে মিনা ত্যাগ করবেন।
বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় গত বুধবার রাতে সবশেষ বুলেটিনে জানায়, হজযাত্রার পূর্বনির্ধারিত সব ফ্লাইট সৌদি আরবে গেছে। সেগুলোতে বাংলাদেশ থেকে হজে গেছেন ৮৫ হাজার ১২৯ জন। হজযাত্রীদের নিয়ে যেতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০৬টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস ৭৫টি এবং ফ্লাইনাস ৩৭টি ফ্লাইট পরিচালনা করে। হজযাত্রীদের মধ্যে বুধবার পর্যন্ত ১৭ জন ইন্তেকাল করেছেন। তাঁদের মধ্যে ১৫ জন পুরুষ ও দুজন নারী। তাঁদের মধ্যে মক্কায় ১৩ এবং মদিনায় ৪ জন ইন্তেকাল করেন।
গত রাতে হাজিরা মিনায় অবস্থান করেন। আজ ফজরের নামাজ শেষে সবাই আরাফার ময়দানের উদ্দেশে মিনা ত্যাগ করবেন। কেউ হেঁটে, কেউ ট্রেনে বা বাসে যাবেন। সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করবেন তাঁরা। আরাফার ময়দানে সারা দিন অবস্থান করা ফরজ। সেখানে জোহর ও আসরের নামাজ এক আজানে দুই ইকামতে আদায় করবেন হাজিরা। আরাফার ময়দানে জাবালে রহমত থেকে হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেখানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে।
মাগরিবের আজানের পরই হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। আরাফার ময়দানে সারা দিন অবস্থান করাকেই হজের দিন বলা হয়। মুজদালিফায় গিয়ে হাজিরা মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন। সারা রাত খোলা আকাশের নিচে কাটাবেন তাঁরা। সেখান থেকে ফজরের নামাজ পড়ে মিনার উদ্দেশে রওনা হবেন।
খালি মাথায় ইহরাম পরা লাখো হজযাত্রীর পদচারণে মুখর তাঁবুর শহর মিনা। যত দূর চোখ যায়, তাঁবু আর তাঁবু। এর মধ্য দিয়েই হাঁটছেন সাদা কাপড়ে ইহরাম বাঁধা হজযাত্রীরা। তাঁদের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল, ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাকা’। এর অর্থ, ‘হে আল্লাহ, আমি হাজির আছি, আমি হাজির আছি। আপনার কোনো শরিক নেই, আমি হাজির আছি। নিশ্চয় সমস্ত প্রশংসা ও নেয়ামত আপনারই এবং সমগ্র বিশ্বজাহান আপনার। আপনার কোনো শরিক নেই।’
হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল শুক্রবার। সৌদি কর্তৃপক্ষ আশা করেছিল, এবার হজযাত্রীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যাবে। তবে আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর হজের উদ্দেশ্যে অন্তত ১৬ লাখ মুসল্লি মক্কা থেকে মিনায় এসেছেন।
আগের রাত থেকে গতকাল দুপুরের মধ্যে হজযাত্রীরা মিনায় প্রবেশ করেছেন। সারা দিন মিনায় নামাজ আদায় করার পাশাপাশি হজের তালবিয়া, জিকির-আজকার করে আজ শনিবার ফজরের নামাজ শেষে আরাফার ময়দানের উদ্দেশে মিনা ত্যাগ করবেন।
বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় গত বুধবার রাতে সবশেষ বুলেটিনে জানায়, হজযাত্রার পূর্বনির্ধারিত সব ফ্লাইট সৌদি আরবে গেছে। সেগুলোতে বাংলাদেশ থেকে হজে গেছেন ৮৫ হাজার ১২৯ জন। হজযাত্রীদের নিয়ে যেতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০৬টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস ৭৫টি এবং ফ্লাইনাস ৩৭টি ফ্লাইট পরিচালনা করে। হজযাত্রীদের মধ্যে বুধবার পর্যন্ত ১৭ জন ইন্তেকাল করেছেন। তাঁদের মধ্যে ১৫ জন পুরুষ ও দুজন নারী। তাঁদের মধ্যে মক্কায় ১৩ এবং মদিনায় ৪ জন ইন্তেকাল করেন।
গত রাতে হাজিরা মিনায় অবস্থান করেন। আজ ফজরের নামাজ শেষে সবাই আরাফার ময়দানের উদ্দেশে মিনা ত্যাগ করবেন। কেউ হেঁটে, কেউ ট্রেনে বা বাসে যাবেন। সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করবেন তাঁরা। আরাফার ময়দানে সারা দিন অবস্থান করা ফরজ। সেখানে জোহর ও আসরের নামাজ এক আজানে দুই ইকামতে আদায় করবেন হাজিরা। আরাফার ময়দানে জাবালে রহমত থেকে হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেখানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে।
মাগরিবের আজানের পরই হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। আরাফার ময়দানে সারা দিন অবস্থান করাকেই হজের দিন বলা হয়। মুজদালিফায় গিয়ে হাজিরা মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন। সারা রাত খোলা আকাশের নিচে কাটাবেন তাঁরা। সেখান থেকে ফজরের নামাজ পড়ে মিনার উদ্দেশে রওনা হবেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে