বাজারে আগাম জাতের আলু

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৩: ৫০
Thumbnail image

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের আলু। নতুন আলুর চাহিদা থাকায় দামও ভালো পাচ্ছেন কৃষকেরা।

বেশি দাম পাওয়ার আশায় আগাম জাতের আলু আগেই লাগিয়েছিলেন কৃষকেরা। এ ছাড়া কিছু আলু কয়েক দিনের মধ্যেই তোলা হবে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বছরে আলুর ফলন ভালো হয়েছে। আর যেগুলো কিছুদিনের মধ্যে খেত থেকে উঠানো হবে, সেগুলোর ফলনও আশাতীত হতে পারে। এ ছাড়া বীজের জন্য দেরিতে লাগানো আলুর ফলনও ভালো হতে পারে। তবে নতুন আলু বাজারে উঠলেও দাম একটু বেশি। কার্ডিনাল জাতের আলু কেজি প্রতি ৩০ থেকে ৩৫ টাকা বিক্রি হচ্ছে, গ্যানেলা আলু কেজি প্রতি ১৮ থেকে ২৫ টাকায়, দেশি আলু প্রতি কেজি (পুরোনো ও নতুন) ৩০ থেকে ৪০ টাকা। এ ছাড়া এন্টারিজ, গ্যানেলা, ডায়মন্ড, শাগিতা, ভোজাগোল্ড জাতের আলুও আবাদ করা হচ্ছে। অপরদিকে বাজারে বেশ কিছু কোম্পানির বীজ বিক্রি হলেও কৃষকেরা নিজ উদ্যোগে বীজের আলুর জন্য বীজতলা তৈরি করেছেন। আর সেখানে ভালো বীজ উৎপাদন করতে পারবেন বলে আশা করছেন কৃষকেরা।

ঠাকুরগাঁও সদর উপজেলার বোচাপুকুর পোকাতি গ্রামের কৃষক সাইফুর রহমান জানান, তিনি ৬ বিঘা জমিতে কার্ডিনাল জাতের আলু লাগিয়েছেন। এর মধ্যে প্রায় অর্ধেক জমি থেকে আলু উত্তোলন করে বিক্রি করেছেন। তিনি বস্তাপ্রতি (৮০ কেজি) বিক্রি করেছেন প্রায় আড়াই হাজার টাকা।

একই উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের আলুচাষি ওয়াজেদ আলী জানান, শীতের প্রকোপ বাড়লেও আলুর বাম্পার ফলন হয়েছে। আগাম জাতের আলুর দামও বেশ ভালো।

একই গ্রামের কৃষক নেন্দুলা রায় বলেন, ‘এবারে এক বিঘা জমিতে আগাম জাতের আলু চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। কিছুদিন আগে এক বিঘা জমির আলু তুলে বিক্রি করেছি।’

চলতি মৌসুমে জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৮ হাজার ৫১৫ হেক্টর জমি। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ লাখ ৭৯ হাজার ৭৯৮ মেট্রিক টন। এর মধ্যে এই পর্যন্ত আবাদ হয়েছে ২৭ হাজার ৫৭০ হেক্টর জমিতে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবু হোসেন জানান, জেলায় চলতি মৌসুমে গতবারের চেয়ে বেশি পরিমাণে জমিতে আলুর আবাদ করা হয়েছে। ইতিমধ্যে বাজারে নতুন আলু উঠতে শুরু করেছে। কৃষকেরা ভালো দাম পাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত