আক্তার হোসেন, দীঘিনালা (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া বাজারে তিন বছর ধরে অকেজো পড়ে আছে পানি সরবরাহ প্রকল্প। উদ্বোধের মাসখানেকের মধ্যেই ট্যাংক ফেটে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। ২৪ লাখ টাকার এই প্রকল্পটি পুনরায় চালুর উদ্যোগও নেই কর্তৃপক্ষের।
উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার দূরে বাবুছড়া বাজার। ২০১৮ সালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর থেকে বাজারে পানি সরবরাহ প্রকল্প তৈরি করে দেওয়া হয় বাবুছড়া বাজারে। বাজার উন্নয়নের ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটির কাজ ওই বছরই শেষ হয়। প্রকল্পের মেয়াদ ছিল তিন বছর। কিন্তু কাজ শেষ হওয়ার মাসখানেকের মধ্যেই বাজারে পানি সরবরাহ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে বাজার কমিটি।
বাবুছড়া বাজারে গিয়ে দেখা গেছে, প্রকল্পের আওতায় বসানো পানির গাজি ট্যাংকটি ফুটো হয়ে আছে। পানির হাউসটি নোংরা ও দূষিত পানিতে ভরা। এর কালো পানিতে মশার প্রজননক্ষেত্র তৈরি হয়েছে। পানির কল অকেজো হয়ে মরিচা পড়েছে।
বাবুছড়া বাজার কমিটির সভাপতি মো. মজিবুর রহমান আজকের পত্রিকা জানান, তিন বছর আগে বাজারে পানি সরবরাহ প্রকল্প স্থাপনের মাস না যেতেই পানির ট্যাংক ফেটে যায়। এ বিষয়ে জনস্বাস্থ্য বিভাগে অভিযোগ করা হলে তারা জানায়, পরিবর্তন করা হবে। তবে কিছুদিন পর মেরামত করা হয়। মেরামতের সপ্তাহ না যেতেই আবার ফেটে যায় ট্যাংক। পরবর্তীতে আর কোনো মেরামত না হওয়ায় অকেজো হয়ে আছে প্রকল্পের সরঞ্জাম।
পানি সরবরাহ বন্ধের বিষয়ে জানতে চাইলে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, প্রকল্পের সময় অনুযায়ী কোনো সরঞ্জাম নষ্ট হলে কোম্পানির পক্ষ থেকে মেরামত করে দেওয়ার কথা আছে। তবে বাজার কমিটি মেরামত করে নিতে চাচ্ছে না। নতুনভাবে প্রকল্পের সরঞ্জাম চাচ্ছে তারা।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া বাজারে তিন বছর ধরে অকেজো পড়ে আছে পানি সরবরাহ প্রকল্প। উদ্বোধের মাসখানেকের মধ্যেই ট্যাংক ফেটে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। ২৪ লাখ টাকার এই প্রকল্পটি পুনরায় চালুর উদ্যোগও নেই কর্তৃপক্ষের।
উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার দূরে বাবুছড়া বাজার। ২০১৮ সালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর থেকে বাজারে পানি সরবরাহ প্রকল্প তৈরি করে দেওয়া হয় বাবুছড়া বাজারে। বাজার উন্নয়নের ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটির কাজ ওই বছরই শেষ হয়। প্রকল্পের মেয়াদ ছিল তিন বছর। কিন্তু কাজ শেষ হওয়ার মাসখানেকের মধ্যেই বাজারে পানি সরবরাহ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে বাজার কমিটি।
বাবুছড়া বাজারে গিয়ে দেখা গেছে, প্রকল্পের আওতায় বসানো পানির গাজি ট্যাংকটি ফুটো হয়ে আছে। পানির হাউসটি নোংরা ও দূষিত পানিতে ভরা। এর কালো পানিতে মশার প্রজননক্ষেত্র তৈরি হয়েছে। পানির কল অকেজো হয়ে মরিচা পড়েছে।
বাবুছড়া বাজার কমিটির সভাপতি মো. মজিবুর রহমান আজকের পত্রিকা জানান, তিন বছর আগে বাজারে পানি সরবরাহ প্রকল্প স্থাপনের মাস না যেতেই পানির ট্যাংক ফেটে যায়। এ বিষয়ে জনস্বাস্থ্য বিভাগে অভিযোগ করা হলে তারা জানায়, পরিবর্তন করা হবে। তবে কিছুদিন পর মেরামত করা হয়। মেরামতের সপ্তাহ না যেতেই আবার ফেটে যায় ট্যাংক। পরবর্তীতে আর কোনো মেরামত না হওয়ায় অকেজো হয়ে আছে প্রকল্পের সরঞ্জাম।
পানি সরবরাহ বন্ধের বিষয়ে জানতে চাইলে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, প্রকল্পের সময় অনুযায়ী কোনো সরঞ্জাম নষ্ট হলে কোম্পানির পক্ষ থেকে মেরামত করে দেওয়ার কথা আছে। তবে বাজার কমিটি মেরামত করে নিতে চাচ্ছে না। নতুনভাবে প্রকল্পের সরঞ্জাম চাচ্ছে তারা।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে