প্রথম ইউনিটে বাষ্প জেনারেটর স্থাপন শেষ

পাবনা প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪: ৫৮
Thumbnail image

পাবনার ঈশ্বরদীতে বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে সবগুলো বাষ্প জেনারেটর স্থাপনের কাজ শেষ হয়েছে। নির্ধারিত শিডিউল অনুযায়ী ইউনিটের রিঅ্যাক্টর কম্পার্টমেন্টে ডিজাইন পজিশনে চারটি বাষ্প জেনারেটর স্থাপন শেষ করেছে রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটমের প্রকৌশল শাখার সাব কনট্রাক্টর প্রতিষ্ঠান এনার্গোস্পেকমন্তাঝ।

গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এটমোস্ত্রয় এক্সপোর্ট (এএসই) ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরি বলেন, ‘স্থায়ীভাবে বাষ্প জেনারেটর স্থাপনের মধ্য দিয়ে প্রথম ইউনিটে ইনস্টলেশন কাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শেষ হলো। এখন প্রাইমারি সার্কিট ইকুইপমেন্ট যেমন রিঅ্যাক্টর, বাষ্প জেনারেটর এবং মূল সার্কুলেশন পাম্পের মধ্যে যোগাযোগ স্থাপনকারী মূল সার্কুলেশন পাইপলাইনের ওয়েল্ডিংয়ের কাজ শুরু হবে।’

রূপপুর এনপিপির জন্য বাষ্প জেনারেটরগুলো তৈরি করেছে রাশিয়ার ভলগাদন্সকের একটি প্রতিষ্ঠান এটোমাস (এইএম টেকনোলজিসের একটি শাখা)। প্রতিটি বাষ্প জেনারেটর প্রায় ১৪ মিটার দীর্ঘ, প্রস্থে ৪ মিটারেরও বেশি এবং এর ওজন ৩৫০ টন।

রিঅ্যাক্টর প্ল্যান্ট সার্কুলেশন সার্কিটে বাষ্প জেনারেটর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। রিঅ্যাক্টর কোরে সৃষ্ট তাপ সেকেন্ডারি সার্কিটে ট্রান্সফারের জন্য এই বাষ্প জেনারেটর মূল ভূমিকা পালন করে। সেকেন্ডারি সার্কিটে বাষ্পের সাহায্যে টার্বাইন ঘোরে এবং এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়।

রূপপুর এনপিপির নকশা প্রণয়ন এবং নির্মাণের দায়িত্বে রয়েছে রসাটমের প্রকৌশল শাখা। রূপপুর প্রকল্পে দুটি বিদ্যুৎ ইউনিট নির্মিত হচ্ছে, যার প্রতিটিতে থাকবে ৩+ প্রজন্মের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর। প্রতিটি ইউনিটের আয়ুষ্কাল ৬০ বছর ধরা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত