‘আমি হর্ন বাজাই না’

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ০৭: ৪৫
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৯: ১৬

‘আমি হর্ন বাজাই না বন্ধু’—একটি সামাজিক আন্দোলন। শব্দদূষণের বিপক্ষে জনগণকে সচেতন করার নিমিত্তে এ সংগঠনটি কাজ করে।

গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে তেমনই এক প্রচারে অংশ নেন চবি ২৬ ব্যাচের ছাত্র এবিএম নাজমূল হুদা। হাতে সংগঠনের স্লোগান, ‘আমি হর্ন বাজাই না বন্ধু’ এবং ‘হর্নমুক্ত বাংলাদেশ, আরও সুস্থ বাংলাদেশ’—স্লোগান সংবলিত তাঁর এই প্রচার পুনর্মিলনীতে প্রাক্তন শিক্ষার্থী এবং অনুষ্ঠানের অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।

সংগঠনের মুখ্য সংগঠক এবিএম নাজমূল হুদা বলেন, ‘শব্দদূষণের বিপক্ষে এ দেশে বহু আইন থাকলেও তার সঠিক প্রয়োগ নেই। আমাদের দেশে যে পরিমান শব্দদূষণ হয়, আমরা যদি সচেতন হই তবে এ শব্দদূষণের পরিমাণ ৬০ ভাগ কমিয়ে আনা সম্ভব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত