অভিনয়শিল্পীরা সিনেমা ‘হাইজ্যাক’ করেন: বানসালি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৭: ১৮
আপডেট : ২০ মে ২০২৪, ১১: ২৮

‘দেবদাস’, ‘রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র মতো আলোচিত সিনেমার নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। তাঁর সিনেমা মানেই বড় আয়োজন আর আবেগে ভরপুর রোমান্টিক প্লট। বানসালির সঙ্গে কাজ করতে অপেক্ষায় থাকেন বড় তারকারাও। তাঁর সিনেমা দিয়েই বলিউডের এখনকার অনেক তারকার উত্থান, অনেকে নতুনভাবে পরিচিতি পেয়েছেন। তবে বানসালি মনে করেন, বেশির ভাগ সময় অভিনয়শিল্পীরা সিনেমা ‘হাইজ্যাক’ করেন।

সম্প্রতি ভারতীয় চলচ্চিত্র সমালোচক ভরদ্বাজ রঙ্গনকে দেওয়া এক সাক্ষাৎকারে বানসালি বলেন, ‘সিনেমায় ভালো পারফরম্যান্সের ক্রেডিট কখনোই একজন অভিনয়শিল্পীর একার নয়। পরিচালক, সংলাপ রচয়িতা, চিত্রগ্রাহক, শিল্প নির্দেশক, কস্টিউম ডিজাইনার, কোরিওগ্রাফার, সম্পাদক, এমনকি যে ছেলেটি পেছনের দেয়ালটা রং করেছে—সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো অভিনয়ের বিষয়টি তৈরি হয়। অথচ অভিনয়শিল্পীরা “আমার পারফরম্যান্স” বলে বেশির ভাগ সময়ই ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁরা কখনোই বলেন না, আমার অভিনয় ভালো হয়েছে এসব মানুষের কারণে। সিনেমা ভালো হলে হঠাৎ সেটা অভিনয়শিল্পীরা হাইজ্যাক করে নেন। আমার মনে হয়, ভারতীয় সিনেমায় এটা অনেক বড় সমস্যা।’

বানসালি মনে করেন, অভিনয়শিল্পীদের এটা উপলব্ধি করতে হবে যে তিনি একা একা তারকা হননি। বানসালি বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় একজন তারকা তৈরি হয়। যাঁরা নিজেদের তারকা ভাবেন, তাঁরা কি এটা কখনো বলেন যে আমি এ সিনেমায় ভালো করতে পেরেছি কারণ একজন ভালো সংলাপ রচয়িতা, শিল্প নির্দেশক, কস্টিউম ডিজাইনার, মেকআপ আর্টিস্ট পেয়েছিলাম? এমন অভিনয়শিল্পী খুব কমই পাবেন, যাঁরা নিজেদের ভালো পারফরম্যান্সের পেছনে অন্যদের পরিশ্রমকে স্বীকার করেন।’

‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ দিয়ে ওটিটিতে হাজির হয়েছেন বানসালি। ওয়েব সিরিজটি ১ মে থেকে দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। অভিনয় করেছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সানজিদা শেখ, ফারদিন খান প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত