তিন উপজেলার ১৬টি ইউপিতে স্বতন্ত্র জয়ী

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ০৯: ১৩
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৪: ৫১

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের ফুলবাড়ীতে গত রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নের চারটিতে স্বতন্ত্র, তিনটিতে আওয়ামী লীগ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নবাবগঞ্জের ৯ ইউপি নির্বাচনে একটিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক ও ৮ টিতে স্বতন্ত্র প্রার্থী এবং বিরামপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং চারটিতে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে, চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন, ১ নম্বর এলুয়াড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাওলানা মো. নবিউল ইসলাম আনারস প্রতীক নিয়ে ৫৭৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ২ নম্বর আলাদীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. নাসমুস সাকির বাবলু চশমা প্রতীক নিয়ে ৫৩৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৩ নম্বর কাজিহাল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. মানিক রতন নৌকা প্রতীক নিয়ে ৬১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৪ নম্বর বেতদিঘী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দস নৌকা প্রতীক নিয়ে ৬৫৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নে মো. এনামুল হক নৌকা প্রতীক নিয়ে ২৭৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৬ নম্বর দৌলতপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে ৫৩২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৭ নম্বর শিবনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ছামেদুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫৮৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নবাবগঞ্জ: বিজয়ী প্রার্থীরা হলেন, ১ নম্বর জয়পুর ইউনিয়নে মো. ওবায়দুর রহমান, ২ নম্বর বিনোদনগর ইউনিয়নে মো. নজরুল ইসলাম ফতেহ, ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নে মো. রাশেদুল কবির রাজু, ৪ নম্বর শালখুরিয়া ইউপিতে মো. তারা মিয়া, ৫ নম্বর পুটিমারা ইউপিতে মো. আনিছুর রহমান, ৬ নম্বর ভাদুরিয়া ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. বাবুল আহসানুল কবির শামীম, ৭ নম্বর দাউদপুর ইউপিতে মো. আহসান হাবিব, ৮ নম্বর মাহমুদপুর ইউপিতে হাছান মো. ছালাহ উদ্দিন ও ৯ নম্বর কুচদহ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ারুল আজিমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

বিরামপুর: নির্বাচনে ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়নে আবুল কালাম আজাদ (স্বতন্ত্র) ৫ হাজার ৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ২ নম্বর কাটলা ইউনিয়নে ইউনুস আলী নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৯৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ৩ নম্বর খানপুর ইউনিয়ন নৌকা প্রতীক নিয়ে চিত্তরঞ্জন ৫ হাজার ৫৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ৪ নম্বর দিওড় ইউনিয়নে আব্দুল মালেক মণ্ডল (আওয়ামী লীগের বিদ্রোহী) আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ৬৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ৫ নম্বর বিনাইল ইউনিয়নের হুমায়ুন কবির বাদশা ৭ হাজার ৪১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ৬ নম্বর জোতবানী ইউনিয়নে আব্দুর রাজ্জাক ঘোড়া প্রতীকের প্রতীক নিয়ে ৮ হাজার ১১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে রহমত আলী ৩ হাজার ৪৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ১০১।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত