মাটিতে মিশে গেল ৫৬ ভাটার কাঁচা ইট

ঘাটাইল প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ২১
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩৭

মাঘের শেষের দিকে টানা দুই দিনের বৃষ্টিতে ঘাটাইল উপজেলায় ইটভাটার কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। ৫৬টি ইটভাটা মালিকের প্রায় ১০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে তাঁদের দাবি। অধিকাংশ ভাটার কাঁচা ইট বৃষ্টিতে ভিজে মাটিতে মিশে গেছে।

উপজেলায় গত বৃহস্পতিবার বিকেলে শুরু হয় বৃষ্টি। কখনো মুষলধারে, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিভিন্ন ইটভাটায় পোড়ানোর জন্য প্রস্তুত করে রাখা কাঁচা ইট ভিজে নষ্ট হয়ে গেছে। ভাটা মালিকেরা জানান, কয়লার দাম বেশি হওয়ায় ইট পোড়াতে গিয়ে তাঁরা লোকসানে পড়েছেন। এর মধ্যে মৌসুমের শুরুতেই আষাঢ়ের মতো বৃষ্টি হওয়ায় মূলধন খোয়ানোর শঙ্কায় রয়েছেন তাঁরা।

গত শনিবার উপজেলার বিভিন্ন ইটভাটা ঘুরে দেখা গেছে, ভাটাগুলোতে রোদে শুকিয়ে পোড়ানোর জন্য প্রস্তুত করে রাখা বিপুলসংখ্যক কাঁচা ইট বৃষ্টিতে ভিজে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। অনেক ভাটায় পানি জমে ইট প্রস্তুত করার অনুপযোগী হয়ে পড়েছে। এতে সাময়িকভাবে কাজ বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন ৫৬ ইটভাটার ৫ সহস্রাধিক শ্রমিক।

উপজেলার চানতারা গ্রামের ইটভাটা মালিক মোস্তফা কামাল বলেন, ‘মৌ ব্রিকস-১ ও মৌ ব্রিকস-২ নামে আমার দুটি ইটভাটা রয়েছে। অসময়ের বৃষ্টিতে দুই ভাটায় প্রায় ১০ লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। এক হাজার কাঁচা ইট তৈরিতে খরচ হয় প্রায় ৩ হাজার টাকা। সেই হিসাবে এ দুটি ভাটায় ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। আবার উৎপাদনে যেতে হলে নতুন করে শুরু করতে হবে। মৌসুমের শুরুতেই বড় ধরনের ক্ষতি হয়ে গেল, যা পুষিয়ে নেওয়া সম্ভব নয়।’

শুধু মোস্তফা কামাল নন, এমন ক্ষতির কথা জানালেন ঘাটাইল ব্রিক্সের মালিক মো. শফিকুল ইসলাম। তাঁর ভাটায় ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। শফিক বলেন, রোদে শুকিয়ে যে সব ইট পোড়ানোর জন্য প্রস্তুত করে রাখা হয়েছিল অসময়ে বৃষ্টির পানিতে তার পুরোটাই গলে মাটিতে মিশে গেছে।

উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা বলেন, ঘাটাইল উপজেলায় ৫৬টি ইটভাটা রয়েছে। এক সপ্তাহ ধরে ভাটা মালিকেরা কাঁচা ইট তৈরি করে রোদে শুকিয়ে তা পোড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু অসময়ের বৃষ্টির পানিতে গলে প্রায় সব ইট নষ্ট হয়ে গেছে। এর ফলে ভাটা মালিকদের গড়ে ১০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণে অনেক ভাটা মালিক পুঁজি হারিয়ে পথে বসতে পারেন। অনেককেই নতুন করে ইট প্রস্তুত ও পোড়ানোর কাজ শুরু করতে হবে। ফলে এ বছর ইটের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি বাজারে ইটের সংকটও দেখা দিতে পারে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত